Featured Post Today
print this page
Latest Post

শুটিংয়ের শুরুতে শয্যা দৃশ্য, ছবিই ছেড়ে দিলেন নায়িকা

টালিগঞ্জে ছবির শুটিংয়ের ক্ষেত্রে এমন ঘটনা আগে কখনও ঘটেনি। ছবির শুটিং শুরুর প্রথম দিনে প্রথমেই শয্যা দৃশ্য। আর এ দৃশ্যে নায়িকার বিপরীতে থাকবেন প্রযোজক কাম অভিনেতা। উদ্দেশ্যটা যে মোটেই ভাল নয় সেটা বুঝতে পেরে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় রেগে আগুন। শেষ পর্যন্ত ছেড়েও দিলেন ছবিটি। এই ঘটনা নিয়ে টালিগঞ্জ বেশ সরগরম। পরিচালক শুভব্রত চট্টোপাধ্যায়ের প্রথম ছবি ‘মনিহারা’। আর এ ছবিতেই নায়িকার চরিত্রে অভিনয় করতে রাজি হয়েছিলেন স্বস্তিকা। তাই স্ক্রিপ্ট নিয়ে পাড়ি দিয়েছিলেন লন্ডনে। সেখানে সুমন মুখোপাধ্যায়ের ‘শেষের কবিতা’ ছবির কাজ বাকি ছিল। সেখানে চিত্রনাট্য পড়ে ভালই লেগেছিল। তবে শয্যা দৃশ্য নিয়ে তার খটকা ছিল। সমপ্রতি কলকাতায় ফিরে ‘মনিহারা’-র শুটিংয়ের জন্য তৈরিও হয়েছিলেন। কিন্তু শুটিংয়ের আগে পরিচালকের কাছ থেকে স্বস্তিকা জানতে পারেন, শুটিংয়ে প্রথম যে দৃশ্য ক্যামেরা বন্দি করা হবে সেটি একটি শয্যা দৃশ্য। আর এই দৃশ্যে তার সঙ্গে অন্তরঙ্গ হবেন প্রযোজক কাম অভিনেতা অর্ঘ্যদীপ চট্টোপাধ্যায়। আর এটা জানতে পেরেই স্বস্তিকা রেগে আগুন। তিনি বলেছেন, শয্যা দৃশ্যে অভিনয় করতে আমার কোন আপত্তি নেই। কিন্তু অপ্রয়োজনীয় এই শয্যা দৃশ্যটির পরিকল্পনাই করা হয়েছে তার সঙ্গে মাখামাখি করার সুযোগ নিতে। আর সেজন্যই প্রযোজক অভিনেতা সেজেছেন। স্বস্তিকা জানিয়েছেন, অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করার ব্যাপারে আমার কোন ন্যাকামি নেই। কিন্তু অভিনেত্রীকে বেশ্যা হিসেবে ভাবার কোন কারণ নেই। তিনি জানান, সাধারণভাবে মহিলাদের, বিশেষ করে অভিনেত্রীদের যাতে এইভাবে ব্যবহার করা না হয় সেজন্যই তিনি ছবির কাজ ছেড়ে দিয়ে চলে এসেছেন। স্বস্তিকা নিজে টুইট করেই এসব কথা জানিয়েছেন। রবীন্দ্রনাথের ‘মনিহারা’ গল্পের আধুনিক রূপ নিয়েই ছবিটি করছেন শুভব্রত। তবে তিনি জানিয়েছেন, স্বস্তিকার কয়েকটি দৃশ্যে অভিনয় করতে আপত্তি ছিল বলে তাকে বাদ দিয়েই ছবিটি হচ্ছে। স্বস্তিকার পরিবর্তে নেয়া হয়েছে সোহিনী সরকার নামে এক নতুন অভিনেত্রীকে। অবশ্য এ অভিনেত্রী জানিয়েছেন, কেন স্বস্তিকার বদলে তাকে নেয়া হয়েছে তা তিনি জানেন না। তবে নায়কের সঙ্গে শয্যা দৃশ্য করার ব্যাপারে তার আপত্তির কথা জেনে পরিচালক কথা দিয়েছেন তাকে এ ব্যাপারে জোর করা হবে না। 
0 comments

খোলামেলা দৃশ্যে ব্যর্থ হয়েই...

নিজেকে আবেদনময়ী নয়, বরং মমতাময়ী বাঙালি মেয়ে ভাবতেই বেশি পছন্দ করেন সুচিত্রা সেনের নাতনী রিয়া সেন। তিনি আবেদনময়ী আখ্যা পেতে চান না। রিয়া বলেন, আমি একজন বাঙালি মেয়ে। এটাই আমার আসল পরিচয়। ভক্তদের কাছে আমি হট গার্লের মতো পাশ্চাত্য খ্যাতি লাভ করতে চাই না। চরিত্রের প্রয়োজনেই বলিউডের বেশ কয়েকটি ছবিতে খোলামেলা পোশাক পরতে হয়েছে। কিন্তু এ ধরনের পোশাকে আমি মোটেও স্বাচ্ছন্দ্যবোধ করি না। রিয়ার এসব কথার বাস্তব প্রতিফলন আজকাল বেশ জোরেশোরেই দেখা যাচ্ছে তার পোশাকে। তাকে এখন বাঙালি সাজেই বেশি দেখা যাচ্ছে। বিভিন্ন অনুষ্ঠানে শাড়ি পরে উপস্থিত হচ্ছেন তিনি। তাই সমালোচকরা বলছেন, খোলামেলা দৃশ্যে ব্যর্থ হয়েই তিনি সুর বদলেছেন।
0 comments

সানির বিস্ফোরক মন্তব্য

ভারতে সাম্প্রতিক সময়ে একের পর এক ধর্ষণ ও নারী নিগ্রহের ঘটনা নিয়ে এখন উত্তপ্ত দেশটির পরিস্থিতি। ঠিক তখনই ধর্ষণ নিয়ে বিপরীতার্থক ও বিস্ফোরক মন্তব্য করে আগুনে ঘি ঢেলেছেন সাবেক পর্নো তারকা ও বলিউড নায়িকা সানি লিওন। সোমবার রাতে দেশটির একটি নিউজ চ্যানেলে দেয়া এক বক্তব্যে সানি যৌন সন্ত্রাসের সঙ্গে পর্নোগ্রাফির কোন সম্পর্ক নেই বলে মন্তব্য করেন। তিনি বলেন, যেসব মানুষ মনে করে পর্নোগ্রাফির সব সত্যি এটি তাদের জন্য নয়। এটি একটি ফ্যান্টাসি এবং একই সঙ্গে বিনোদনও। সমাজে ছড়িয়ে পড়া পর্নোগ্রাফির কারণে ধর্ষণের মতো ঘটনা ঘটছে কিনা এমন প্রশ্নের জবাবে সানি বলেন, এটি সম্পূর্ণ বাজে কথা। মানুষের আসল শিক্ষা শুরু হয় ঘর থেকে। মা এবং বাবার উচিত তাদের সন্তানের সঙ্গে বসে কোনটি ভাল আর কোনটি মন্দ তা শিক্ষা দেয়া। এদিকে সানির এ মন্তব্যের নিন্দা জানিয়েছে দেশটির বিভিন্ন স্তরের মানুষ।
0 comments

নতুন চলচ্চিত্রে রুহী

আজ থেকে নতুন একটি ছবির কাজ শুরু করতে যাচ্ছেন জনপ্রিয় র‌্যাম্প মডেল ও হালের ব্যস্ত অভিনেত্রী রুহী। ছবির নাম ‘মায়ানগর’। নির্মাণ করছেন ইসমত আরা চৌধুরী শান্তি। ছবিটিতে রুহীকে একজন জনপ্রিয় র‌্যাম্প মডেলের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। এতে অভিনয় প্রসঙ্গে রুহী বলেন, ছবিটিতে আমার চরিত্রটি একেবারেই আমার জীবনের সঙ্গে মিলে যাওয়া, যে কারণে অভিনয় করছি। ছবির গল্প সত্যিই চমৎকার। সবার সহযোগিতায় আমি আমার চরিত্রকে যথাযথভাবে ফুটিয়ে তুলতে পারবো বলে মনে করি। এদিকে রুহী এরই মধ্যে শেষ করেছেন তার প্রথম ছবি ‘সংগ্রাম’-এর কাজ। ছবিটি পরিচালনা করেছেন মনসুর আলী। এছাড়া আগামী মাসের ১২ তারিখ তিনি কলকাতা যাচ্ছেন মহুয়া চক্রবর্তী পরিচালিত ‘গ্ল্যামার’ ছবির কাজ শুরু করতে। এ ছবিতে তিনি কলকাতার জনপ্রিয় নির্মাতা ও অভিনেতা পরমব্রতের বিপরীতে অভিনয় করবেন। এ ছবির শুটিংয়ের পরপরই তিনি একই পরিচালকের পরিচালনায় ও একই নায়কের বিপরীতে ‘স্পর্শ’ ছবিতেও অভিনয় করবেন। উল্লেখ্য, ২০০৭ সালে অমিতাভ রেজার পরিচালনায় প্যারাসুটের কান্ট্রি ক্যাম্পেইনের একটি বিজ্ঞাপনের মডেল হিসেবে নির্বাচিত হন রুহি। দেশের নামকরা বুটিক হাউস বাংলার মেলা, মায়াসির, কে-ক্র্যাফট, ড্রেসিডেল, মান্ত্রা এবং আড়ংয়ের মতো প্রতিষ্ঠানের মডেল হওয়ার সৌভাগ্য হয় তার। এরপরই শুরু হয় তার অভিনয় জীবন। রুহী অভিনীত প্রথম নাটক রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে আহমেদ সুস্ময় পরিচালিত ‘অপরিচিতা’। এরপর অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিমের ‘বৃত্তের ভিতরে একা’, আহমেদ সুস্ময়ের ‘স্বপ্নমুখ’, রিপন নবীর  ডেইলি সোপ ‘অচেনা মানুষ’ ও গিয়াস উদ্দিন সেলিমের ‘অবগুণ্ঠন’ ও ‘লোভ’ নাটকে। অতি সমপ্রতি তিনি ইমরানুল ইসলামের ‘বিচ্ছিন্ন আবেগ’ নামক একটি খণ্ড নাটকে অভিনয় করেছেন। এদিকে রুহীর ব্যাপক পরিচিতি একজন র‌্যাম্প মডেল হিসেবে। যে কারণে মডেলিংয়ে কিংবা অভিনয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান এমন আগ্রহীদের জন্য রুহী প্রতিষ্ঠা করেছেন নিজস্ব একটি প্রতিষ্ঠান, নাম ‘রুহু ২৫’। আগামী মে মাস থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে উত্তরার ১১ নম্বর সেক্টরের ২০নং রোডের ৬৮নং বাড়িতে রুহীর এ প্রতিষ্ঠান। মূলত মডেলিং এবং অভিনয়ে প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষা দেয়া হবে এ প্রতিষ্ঠান থেকে।
0 comments

ডাক্তার চরিত্রে জেনি

ডাক্তারের চরিত্রে অভিনয় করলেন অভিনেত্রী জেনি। মহিদুল হক মহিমের  রচনা ও চিত্রনাট্যে টেলিফিল্মটি পরিচালনা করেছেন এস এম আরিফ। সম্প্রতিএ না টেলিফিল্মটি ঢাকার বেশ কয়েকটি জায়গায় শুটিং হয়েছে।
নাটকের গল্প সম্পর্কে জানা গেছে, টিভি, পত্রিকার নেগেটিভ নিউজগুলো  দিনারের মনে ব্যাপকভাবে ইফেক্ট করে। যে সব ঘটনার নেগেটিভ নিউজ তিনি দেখেন বা পড়েন তার বাস্তবায়ন ঘটে তার অবচেতন মনে। মাঝে মাঝে এসব ঘটনা তার কল্পনায় ঘটে আর সে প্রতিরোধ করার জন্য চিৎকার করে ওঠেন। পরে নিজে নিজেই তিনি বিব্রত হন। কিন্তু একদিন সত্যি সত্যি তার স্ত্রী জেনি কে ডাকাতরা হত্যা করে। দিনার কোনো প্রতিবাদ করে না। কারণ, সেভাবে এটা তার অবচেতন মনে ঘটছে।
এ সম্পর্কে জেনি বলেন, ‘প্রতিনিয়ত আমাদের চার পাশে নানা ধরনের অন্যায়-অপরাধ ঘটে চলেছে। এসব নেতিবাচক ঘটনায় আমাদের সমাজের অনেক মানুষ দিনে দিনে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছে। হারিয়ে ফেলছে আত্মবিশ্বাস। আর তা নিয়েই ফাইনাল ইফেক্ট। আশা করি টেলিফিল্মটি দর্শকদের ভালো লাগবে।’
জেনি ছাড়া এ টেলিফিল্মে আরো অভিনয় করেছেন ইফতেখার দিনার, তন্দ্রা, তানিয়া ইসলাম, তোহা, এ কে আজাদ, সিরাজুল ইসলাম, ওয়াফাসহ অনেকে।
0 comments

নতুন রূপে সিমলা

দীর্ঘ দিন পর রুপালি পর্দায় ফিরছেন ম্যাডাম ফুলি খ্যাত নায়িকা সিমলা। ৩১ মে মুক্তি পেতে যাচ্ছে সিমলা ও নিলয় অভিনীত ছবি রূপ গাওয়াল। চলচ্চিত্র থেকে প্রায় হারিয়ে যাওয়া সিমলা এই ছবির মাধ্যমে নতুন রূপে হাজির হচ্ছেন। ছবিতে তিনি একটি পাহাড়ি মেয়ের ভূমিকায় অভিনয় করেছেন।
রূপ গাওয়াল  তার চলচ্চিত্র জীবনের আরো একটি স্বপ্নের চলচ্চিত্র উল্লেখ করে সিমলা বলেন, ‘ম্যাডাম ফুলি, না বলো না, এবং জীবন সীমান্ত-এর পর আমার আরো বড় প্রত্যাশা তৈরি করছে রূপ গাওয়াল। এটি আমার জীবনের অন্যরকম একটি চলচ্চিত্র।  অনেক বড় একটি স্বপ্ন দেখছি এটা নিয়ে। ছবির গল্প, চরিত্র, গান লোকেশন, নির্মাণ সব কিছুতেই ভালো হয়েছে বলে আমি মনে করছি।’
এ চলচ্চিত্রে সিমলা  একটি পাহাড়ি মেয়ের চরিত্রে অভিনয় করেছেন। তিনি বলেন, ‘আমার বিশ্বাস ছবির এই চরিত্রের মাধ্যমে আমি আবার দর্শকদের মাঝে ফিরে আসব।’
আলী আকবর রূপু ও নূর পলাশের সঙ্গীত পরিচালনায় এ ছবিটিতে গান গেয়েছেন সাবিনা ইয়াসমিন, মমতাজ, রিংকু, সালমা ও পারভেজ।
শিকড় গল্পচিত্র প্রযোজিত এবং হাবিবুর রহমান হাবিব পরিচালিত রূপ গাওয়াল গত ২৮ মার্চ বিনা কর্তনে ছাড়পত্র পায়। চলচ্চিত্রটি ডিজিটাল প্রজেক্টরের মাধ্যমে দেশের অর্ধশত প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে প্রযোজনা সূত্রে জানা গেছে।

0 comments

একতা কাপুরের বিয়ে

ভারতীয় টিভি সিরিয়ালের রানী একতা কাপুর বিয়ে করতে যাচ্ছেন। এমনটাই নিশ্চিত করেছেন তার ভাই বলিউড তারকা তুষার কাপুর। বিয়ের বিষয়টা অনেকদিন ধরেই গুঞ্জনে ছিল। আর সেই গুঞ্জন, জল্পনা থেকে আলোচনায় পরিণতি পেতেও বেশি দেরি হয়নি। একতা কাপুরের বিয়ের খবর নিশ্চিত করে তুষার শনিবার জানান, কিছুদিনের মধ্যেই বোন একতা কাপুর বিয়ে করছেন।
0 comments

আবারও হট বিপাশা

গত বছরের শেষের দিকে ভাটদের ‘রাজ-৩’ ছবিতে অভিনয় করেছিলেন সেক্সসিম্বল অভিনেত্রী বিপাশা বসু। সেই ছবিতে ব্যাপক খোলামেলা দৃশ্যে কাজ করা সহ ইমরান হাশমির বিপরীতে ঘনিষ্ঠ দৃশ্যেও ক্যামেরাবন্দি হন তিনি। এদিকে ‘রাজ-৩’-এর পর সম্প্রতি বিপাশা অভিনীত ‘আত্মা’ ছবিটি মুক্তি পেয়েছে। সম্পূর্ণ থ্রিলারধর্মী এ ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন তিনি। একেবারেই ভিন্নভাবে এ ছবিতে দেখা গেছে বিপাশাকে। পোশাক-আশাক থেকে শুরু করে সাজসজ্জাসহ প্রতিটি ক্ষেত্রেই পরিবর্তন আনা হয়েছে বিপাশার। একটি আত্মার কাহিনী নিয়েই মূলত ছবিটি নির্মাণ হয়েছে। এই ছবিতে দুর্দান্ত অভিনয়শৈলি প্রদর্শনের মাধ্যমে ব্যাপক আলোচিত হচ্ছেন বিপাশা। এর মাধ্যমে নতুন করে আলোচনায় আসায় দারুণ খুশি এ অভিনেত্রী। এদিকে বলিউডের গতানুগতিক কমেডি ছবির ধারার মাঝে ভিন্নধর্মী কাহিনী নিয়ে নির্মিত এ ছবিটি মুক্তির আগেই দর্শকদের মাঝে কৌতূহল সৃষ্টি করেছিলো। তবে অনেক মিডিয়ার বিভিন্ন সংবাদের মধ্যে উঠে এসেছে ‘আত্মা’ একটি ভৌতিক ছবি। কিন্তু এটা একদমই মানতে নারাজ বিপাশা। আর তাই তো সম্প্রতি মুম্বইর একটি প্রচারণা অনুষ্ঠানে বিপাশা বসু বলেন, ‘আত্মা’ একটি থ্রিলার ছবি। এটাকে ভৌতিক ছবি বলা উচিত হবে না। যারা ছবিটি দেখেছেন বা দেখবেন তারাই কেবল বিষয়টি বলতে পারবেন। তবে ছবি-জুড়েই রয়েছে টান টান উত্তেজনা। গতানুগতিক ধারার ছবিতে আর অভিনয় আসলে করতে চাই না। এ ছবিটির কাহিনী অনেক চমৎকার। এখানেও হট বিপাশাকেই দর্শকরা দেখতে পারছেন। একটি পরিপূর্ণ ছবিতে যা যা দরকার তার সবাই এখানে রয়েছে। জানা গেছে, মুক্তির আরও অনেক সময় বাকি থাকাকালীনই ভারতের বিভিন্ন প্রেক্ষগৃহে বুকিং হয়ে ছিলো ‘আত্মা’। ধারণা করা হচ্ছে এটি বছরের অন্যতম ব্যবসা সফল ছবিতে পরিণত হবে।
0 comments

আনুশকার আপত্তি

ইতিমধ্যে দুটি ছবিতে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন আনুশকা শর্মা ও রণবীর সিং। ছবি দুটি হলো ‘ব্যান্ড বাজা বারাত’ এবং ‘লেডিস ভারসেস রিকি বেল’। এ দুটিই যশরাজ ফিল্মসের ছবি। দুটি ছবিই বেশ ব্যবসা সফলতা অর্জন করেছে। মূলত এই ছবিগুলোর বদৌলতে এই দুই তারকাই পরিচালকদের আস্থায় পরিণত হয়েছেন। পাশাপাশি এই দুই ছবির শুটিং করতে গিয়ে বাস্তবেও ঘনিষ্ঠ হয়ে ওঠেন আনুশকা-রণবীর। তাদের দু’জনের প্রেম কাব্যের সংবাদও কম প্রকাশিত হয়নি মিডিয়ায়। কিন্তু বেশ কিছু দিন ধরেই সেই ঘনিষ্ঠতা কমেছে। দু’জনই প্রেমের বদলে মনোযোগী হয়েছেন কাজে। এদিকে আগের দুটি ছবির ধারাবাহিকতায় যশরাজ ফিল্মসের আরও একটি ছবিতে জুটিবদ্ধ হয়ে কাজ করার কথা ছিল আনুশকা-রণবীরের। চলতি মাসের শেষের দিকেই এ ছবির শুটিং শুরু হওয়ার কথা। কিন্তু বেঁকে বসেছেন আনুশকা। এ ছবিতে বেশ কিছু ঘনিষ্ঠ দৃশ্য পরিকল্পনা করা হয়েছিল আনুশকা-রণবীরের। এর মধ্যে চুমোর দৃশ্যও ছিল। কিন্তু তাতে আপত্তি জানান অনুশকা। পরিচালকের সঙ্গে বিষয়টি নিয়ে ব্যাটে বলে না মেলায় ছবিতে অভিনয় করবেন না বলে জানিয়ে দিয়েছেন তিনি। আনুশকার এমন হঠাৎ ‘না’-তে অবাক হয়েছেন সবাই। কারণ, এর আগের দুটি ছবিতেই রণবীরের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে কাজ করেছিলেন তিনি। কিন্তু এবার এরকম দৃশ্য করতে নারাজ। ধারণা করা হচ্ছে, রণবীরের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ভাল না যাওয়ার কারণেই আনুশকা এ ছবিটি করছেন না। তবে মিডিয়াকে আনুশকা জনিয়েছেন, আমার কাছে বেশ কয়েকটি দৃশ্য আপত্তিজনক মনে হয়েছে বলেই ছবিটি করছি না। কারণ, আমি নিজেকে প্রশ্নবিদ্ধ করতে চাই না। খোলামেলা হতে আমার কোন দ্বিধা নেই। কিন্তু এই ছবিতে এমন কিছু দৃশ্য করার কথা বলা হয়েছিলো, যা আমার ইমেজের সঙ্গে যায় না। এ কারণেই ছবিটি করছি না। এর বাইরে অন্য কিছু নয়!
0 comments

নতুন করে আইপিএল জ্বরে শিল্পা

বলিউডে বহুদিন ধরেই অনুপস্থিত রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠি। বিয়ের পর থেকেই স্বামী-সন্তান-সংসার নিয়েই ব্যস্ত হয়ে পড়েন তিনি। স্বামী রাজ কুন্দ্রার সঙ্গে ব্যবসায়িক কাজ নিয়েও মনোযোগী হয়েছেন তিনি। এদিকে বিয়ের আগে থেকেই ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল)-এ রাজ কুন্দ্রার দল রাজস্থান রয়্যালসকে সমর্থন দিয়ে আসছেন শিল্পা। নিয়মিত মাঠে থেকে এই দলের খেলোয়াড়দের সাহস জুগিয়েছেন তিনি। তবে বিয়ে ও সন্তান হওয়ার পর শিল্পার আইপিএল জ্বরটা থেমে যাবে বলেই ভেবেছিলেন সবাই। কিন্তু তা হয়নি। বরং সম্প্রতি আইপিএল জ্বরে যেন নতুন করে আক্রান্ত হয়েছেন তিনি। বলিউডে না ফিরলেও দীর্ঘ সময় পর আইপিএলের মাঠে ঠিকই ফিরেছেন শিল্পা শেঠি। নতুন উদ্যম নিয়ে তিনি এখন সমর্থন জোগাচ্ছেন রাজস্থান রয়্যালসকে। এই দলটির সর্বশেষ খেলায় সম্প্রতি স্বামী রাজ কুন্দ্রার সঙ্গে মাঠে উপস্থিত হয়েছেন তিনি। আগের থেকে এই খেলাটি নিয়ে আরও বেশি উচ্ছ্বাসিত ছিলেন শিল্পা। এদিকে সন্তান জন্ম দেয়ার পর বেশিরভাগ অভিনেত্রী মুটিয়ে গেলেও শিল্পার ক্ষেত্রে ঘটেছে আলাদা। রাজস্থান রয়্যালসের জার্সি গায়ে আগের থেকেও বেশি স্লিম মনে হয়েছে তাকে। রাজস্থান রয়্যালসের এই খেলাটি শুরু থেকে শেষ পর্যন্ত উপভোগ করেছেন তিনি। অনেক দিন পর শিল্পাকে পেয়ে ক্যামেরাও যেন পিছু ছাড়তে চাইছিল না তার। খেলার বিরতিতে মিডিয়াকে শিল্পা জানান, রাজস্থান রয়্যালসের জার্সি গায়ে আবারও মাঠে আসতে পেরে ভাল লাগছে। চ্যাম্পিয়ন হওয়ার আশা নিয়েই আমরা প্রতিবার মাঠে নামি। তবে এই মওসুমে আগের থেকে রাজস্থান রয়্যালস অনেক বেশি শক্তিশালী বলেই আমার মনে হয়। নিয়মিতই রাজের সঙ্গে আমি রাজস্থান রয়্যালসের খেলায় উপস্থিত থাকবো। সংসারের পর আমার কাছে এখন সবচেয়ে আনন্দের জায়গা হলো আইপিএলের আসর। প্রতিবারই নতুন উদ্যাম নিয়ে দলকে সমর্থনের মাধ্যমে খেলোয়াড়দের উৎসাহ জোগাতে চাই। তবে এবার আমরা চ্যাম্পিয়ন হবোই হবো।
0 comments

সিমলা-নিলয় আসছেন ৬২ প্রেক্ষাগৃহে

নিরুতি আর মুকাই ‘রূপগাওয়াল’ ছবির প্রাণই বলা চলে। নিরুতি চরিত্রটি নিয়ে আমি সিমলাকে ঘিরে অনেক আশা করেছিলাম। কিন্তু সিমলা চরিত্রটিতে গভীরভাবে প্রবেশ করতে পারেনি। তারপরও তিনি চেষ্টা করেছেন তা ফুটিয়ে তুলতে। অন্যদিকে নিলয় মুকাই চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন। রূপগাওয়াল ছবিতে ছবির প্রধান দুটি চরিত্রে সিমলা ও নিলয়ের অভিনয় সম্পর্কে এমনই অভিব্যক্তি প্রকাশ করলেন ছবির পরিচালক হাবিবুর রহমান হাবিব। প্রায় কোটি টাকায় নির্মিত শেকড় চলচ্চিত্র প্রযোজিত ‘রূপগাওয়াল’ ছবিটি সেন্সর ছাড়পত্র লাভ করে গত ২৮শে মার্চ। আর এরপর থেকেই ছবির প্রযোজক দেবাশীষ রায় ছবিটি মুক্তির জন্য প্রস্তুতি নেয়া শুরু করেন। সে অনুযায়ী আগামী ১৭ই মে মোট ৬২টি প্রেক্ষাগৃহে ‘রূপগাওয়াল’ ছবিটি মুক্তি পাবে। মূলত পরিচালক মানুষের মানসিক সম্পর্ককে ঘিরে ছবির গল্প এগিয়ে নিয়ে গেছেন। ছবিটিতে এক এতিম ছেলের চরিত্রে অভিনয় করেছেন সুপার হিরো নিলয়, যে কিনা একজন ফেরিওয়ালা। এতে তার বিপরীতে আছেন সিমলা। ছবিটি প্রসঙ্গে নিলয় বলেন, খুব ভাল লাগছে এই ভেবে যে, ছবিটি আগামী মাসেই মুক্তি পাবে। আরেকটি ভাল ছবি দর্শক দেখতে পাবেন। দর্শকের প্রতি অনুরোধ, আপনারা হলে গিয়ে ছবিটি দেখবেন। সিমলা বলেন, ভাল গল্পের ছবি এটি। আমি যথাসাধ্য চেষ্টা করেছি নিজের চরিত্র ফুটিয়ে তুলতে। বাকিটুকু দর্শক বলবেন, ছবিটিতে আরও যারা অভিনয় করেছেন তারা হলেন চম্পা, মাসুম আজিজ, দেবাশীষ রায়, আনোয়ার শাহী। আলী আকবর রূপু ও নূর পলাশের সংগীত পরিচালনায় ছবিটিতে গান গেয়েছেন সাবিনা ইয়াসমিন, মমতাজ, রিংকু, সালমা ও পারভেজ। এদিকে ‘রূপগাওয়াল’ ছবির নায়ক নিলয় শেষ করেছেন সানিয়াত হোসেন পরিচালিত ‘অল্প অল্প প্রেমের গল্প’ ছবির কাজ। শুটিং চলছে মোহাম্মদ আলী পারভেজের ‘প্রিয়তমা আমি দাঁড়ি তুমি কমা’ ছবির। দুটি ছবিতে তার বিপরীতে আছেন শখ ও আইরিন। আর সিমলা এরই মধ্যে শেষ করেছেন মাসুদ পথিক পরিচালিত ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’ ছবিটির কাজ।
0 comments

অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে স্বামী খুঁজছেন নেহা

ঢাকা: সম্প্রতি কানাডায় শুরু হয়েছে তিনদিনব্যাপি টাইমস অফ ইন্ডিয়া অ্যাওয়ার্ডস। প্রথম দিনেই জমজমাট এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের স্টেজ মাতিয়ে রেখেছেন মোহিত এবং সুনিধি চৌহানের মত পারফর্মাররা। ‘তুমসে হি ’এবং ‘বাবলি বদমাশ’ এর মত জনপ্রিয় গানগুলি দিয়ে দর্শক মাতিয়ে রেখেছেন পারফর্মাররা।

৬ এপ্রিল থেকে শুরু হওয়া এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বলিউডের আরও নানা রকম ইভেন্ট থাকবে। প্রধান অনুষ্ঠানটি উপস্থাপনার জন্য থাকবেন রনবির কাপুর, আনুশকা শর্মা ও বোমান ইরানী।

বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়া উপস্থাপিকা হিসেবে দায়িত্ব পালন করছেন। অনুষ্ঠানের শুরুতেই তিনি দর্শকদের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দেন- ‘কন বানেগা নেহা ধুপিয়া কা পতি?`

৩২ বছর বয়সী বলিউডের এই আবেদনময়ী অভিনেত্রী বলেন তার মা তাকে বিয়ের জন্য বলেছেন। তিনি তাই এই দর্শকদের মধ্য থেকে তার জন্য একজন পাঞ্জাবী ছেলে খুঁজছেন। তিনি দর্শকদের মধ্য থেকে কয়েকজনকে বাছাই করেন এবং ‘শিলা কি জাওয়ানি’, ‘ফেভিকল সে’ আইটেম গানগুলিতে পারফর্ম করে তাদের ট্যালেন্ট দেখাতে বলেন। এটা ছিল একরকম গেম শো।

ইতিমধ্যেই বলিউডের চলচ্চিত্র নির্মাতা অনুরাগ বসু, প্রভু দেবা ও উর্মিলা মাতন্দকারসহ বলিউডের অনেক অভিনেতা-অভিনেত্রী, পরিচালক, প্রযোজক অংশগ্রহণ করেছেন এ অনুষ্ঠানে।

জানা গেছে, শিগগিরই সেখানে পৌছবেন বলিউড কিং শাহরুখ খান ও তার স্ত্রী গৌরি খান, প্রিয়াঙ্কা চোপড়া, অসিন, জিম্মি সেরজিল ও সুজয় ঘোষ।

অনুষ্ঠানে স্টেজ পারফর্মারদের কোরিওগ্রাফার হিসেবে দায়িত্ব পালন করছেন সিয়ামাক দাভার। অনুষ্ঠানে গান গাইবেন গায়িকা সালমালি খোলগেদ, র্যা পার হার্ড কোর ও কবিতা শেঠসহ আরও অনেকে।

পছন্দের বলিউড তারকাদের এক ঝলক দেখার আশায় অনুষ্ঠান চত্বরে হাজির হয়েছেন ভক্তরা। কানাডার বৃষ্টিস্নাত এবং ঠাণ্ডা আবহাওয়া উপেক্ষা করে সেখানে এসেছেন তারা। বলিউডের তারকারাও তাদের এই জনপ্রিয়তা বেশ ভালোভাবেই উপভোগ করছেন।
0 comments

এক বছর পর নতুন বিজ্ঞাপনে

অভিনয়কে কখনই পেশা হিসেবে নেয়ার চিন্তা করেননি বলে জনপ্রিয় নৃত্যশিল্পী ও মডেল রিয়াকে অভিনয়ে খুব বেশি একটা পাওয়া যায়নি। যে কারণে ক্যারিয়ারের শুরু থেকে এই পর্যন্ত তার অভিনীত নাটকের সংখ্যা সব মিলিয়ে বিশটি কিংবা তার বেশি হবে। সব সময়ই রিয়া নাচ এবং মডেলিংকে প্রাধান্য দিয়েছেন একটু বেশিই। ফলে বহু জনপ্রিয় বিজ্ঞাপনে মডেল হিসেবে দর্শক পেয়েছেন তাদের প্রিয় রিয়াকে। এক বছর আগে রিয়াকে সর্বশেষ একটি মেহেদীর বিজ্ঞাপনে মডেল হিসেবে দেখা গেছে। আর বিগত এক বছর বাবার অসুস্থতা, বিয়ে এবং রিয়েলিটি শো সহ অন্যান্য আনুষঙ্গিক বিষয় নিয়ে এত বেশি ব্যস্ত ছিলেন যে নতুন কোন বিজ্ঞাপনেই তাকে দেখা যায়নি। এক বছর বিরতির পর জনপ্রিয় এই মডেল তারকাকে দর্শক আবারও নতুন একটি বিজ্ঞাপনে দেখতে পাবেন। রানা মাসুদের নির্দেশনায় এটি ‘ড্যানিশ ফুল ক্রীম মিল্ক’-এর বিজ্ঞাপন। তৌকীর বিপাশার নক্ষত্রবাড়িসহ আরও একটি লোকেশনে এরই মধ্যে বিজ্ঞাপনটির শুটিং সম্পন্ন হয়েছে। রিয়া বলেন, বিগত এক বছরে আসলে আমার ব্যস্ততাও ছিল একটু বেশি আবার ভাল বিজ্ঞাপনে কাজ করার অফারও এসেছে কম। রানা ভাইয়ের কাজের প্রতি আমার আস্থা আছে। যে কারণেই মূলত এই কাজটি করা। আশা করি বিজ্ঞাপনটি সবার ভাল লাগবে। উল্লেখ্য, রিয়া যখন ক্লাস সেভেনে পড়েন সেই সময়ই তিনি প্রথম ‘কোকোনাট বিস্কুট’ এর বিজ্ঞাপনে মডেল হন। তবে সাইদুল আনাম টুটুলের নির্দেশনায় ‘লালবাগের হাসমার্কা নারকেল তেল’-এর বিজ্ঞাপনে কাজ করে মডেল হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেন। এরপর থেকে এখন পর্যন্ত পঞ্চাশেরও বেশি মানসম্পন্ন বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। রিয়া অভিনীত প্রথম নাটক ছিল ফারুক ভূঁইয়া প্রযোজিত একটি নাটক। এই নাটকে তিনি শর্মিলী আহমেদের মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন। এর পরপরই তিনি ফারিয়া হোসেনের ‘যে যেখানে দাঁড়িয়ে’ এবং মোহন খানের ‘হৃদয়পুরের গল্প’ নাটকে অভিনয় করেন।
0 comments

পুলিশের মুখোমুখি মোনা

বিনোদন ডেস্ক: ক্লিন ইমেজ হিসেবে পরিচিত ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় শিল্পী মোনা সিংয়ের চেহারার সঙ্গে হুবহু মেলে এমন একটি মেয়ের ২৩ সেকেন্ডের একটি নগ্ন ভিডিও সমপ্রতি ইন্টারনেটে প্রকাশ পায়। যেখানে তিনি একাই রয়েছেন। এই ঘটনা অনেকটা রহস্যময়তা সৃষ্টি করেছে। কারণ, এই ভিডিওটি দেখলেই বোঝা যায় পারফরমকারী নিজে ছাড়া এটি অন্য কারও পক্ষে ধারণ করা সম্ভব নয়। এসব বিষয় নিয়েই সৃষ্ট বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে সমপ্রতি মুম্বই পুলিশ মোনাকে ডেকেছে।  যদিও মোনা পুলিশের কাছে ভিডিওর মেয়েটি তিনি নয় বলেই দাবি করেছেন এবং এর বিরুদ্ধে তিনি আইনানুগ ব্যবস্থা নেবেন বলেও জনিয়েছেন। তিনি দাবি করেছেন কম্পিউটারের সাহায্যে এই  ক্লিপটি  তৈরি করা হয়েছে। গুঞ্জন রয়েছে, মোনা অস্বীকার করলেও ভিডিও যে তার নিজেরই এমন বলেছেন বিশেজ্ঞরা। তবে কেন এমনটা ঘটলো তা বোধগম্য হচ্ছে না অনেকের।
0 comments

এবার তনুশ্রী

‘ডন’ ছবিতে ‘ইয়ে মেরা দিল পেয়ার কা দিওয়ানা’ গানটিতে পারফর্ম করে তাক লাগিয়ে দিয়েছিলেন ষাট-সত্তর দশকের ক্যাবারে কুইন হেলেন। এই গানটির মাধ্যমেই সর্বাধিক লাইম লাইটে আসেন তিনি। ছবিতে ডন ভূমিকায় অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন। অন্যদিকে এই ছবির রিমেক ভার্সনের নাম ভূমিকায় বছর খানেক আগে অভিনয় করে আলোচনায় আসেন শাহরুখ খান। ছবির ‘ইয়ে মেরা দিল’ গানটিতে পারফর্ম করেন কারিনা কাপুর। হেলেনের চরিত্রে কারিনার পারফরমেন্সও বেশ প্রশংসিত হয়। এমনকি হেলেনও কারিনার প্রশংসায় ছিলেন পঞ্চমুখ। এবার হেলেনের চরিত্রটি করতে গিয়ে এই গানে পারফর্ম করবেন তনুশ্রী দত্ত। তবে বলিউডের ছবিতে নয়, এবার দক্ষিণ ভারতে নির্মিত হতে যাচ্ছে ‘ডন’ ছবির রিমেক  ভার্সন। আর এই ছবিতে হেলেনের চরিত্রটির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তনুশ্রী। তবে হেলেন এবং কারিনার চায়েও ব্যাপক খোলামেলাভাবে এই গানে উপস্থাপিত হচ্ছেন এই অভিনেত্রী। আর গানটিতে পারফর্ম করতে যাওয়ায় দারুণ এক্সাইটেড তিনি। এই ছবিটি নির্মাণ করছেন প্রভুদেবা। বড় বাজেটের এ ছবিতে নতুন একজন অভিনেতাকে ডন হিসেবে নিয়ে আসা হচ্ছে। তবে সে সম্পর্কে এখনও ঘোষণা দেননি পরিচালক। এদিকে এই ছবিতে হেলেনের চরিত্রে কাজ প্রসঙ্গে তনুশ্রী বলেন, আমি এখন পর্যন্ত অনেক ছবিতেই অভিনয় করেছি। তবে এই ছবিটি নিয়েই সবচেয়ে বেশি এক্সাইটেড আমি। কারণ হেলেন জি আমার অনেক প্রিয় একজন মানুষ। ডান্সার হিসেবে তার কোন জুড়ি নেই। ব্যক্তিগতভাবেও তিনি অনেক ভাল একজন মানুষ। বিশেষ করে এই ছবির ‘ইয়ে মেরা দিল’ গানটিতে ক্যামেরাবন্দি হওয়ার অপেক্ষায় আছি। হেলেনের পর কারিনাও এই গানটিতে পারফর্ম করেছে। এখন তার থেকে ভিন্নধর্মিভাবে কিভাবে নিজেকে উপস্থাপন করা যায় তাই নিয়ে ডিজাইনারদের সঙ্গে কথা চলছে। আশা করছি ভাল কিছু হবে।
0 comments

হিম্মতহারা হিম্মতওয়ালা

যত গর্জে তত বর্ষে না—প্রবাদটি এবার পরিচালক সাজিদ খানকে আপন করে নিতেই হবে। ক্যারিয়ারের প্রথম তিনটি ছবি (হেই বেবি, হাউজফুল, হাউজফুল টু) ব্লকবাস্টার হিট হওয়ায় সাজিদ আত্মহারা হয়ে পড়েছিলেন। ১৯৮৩ সালে ব্লকবাস্টার হিম্মতওয়ালা রিমেক শুরু করার আগেই ঘোষণা দিয়েছিলেন, ‘এ ছবিটি হবে আমার ক্যারিয়ারের সেরা ছবি। অজয় দেবগনের ক্যারিয়ারের সবচেয়ে বড় হিট ছবি। ছবিতে অজয়ের আগমন-দৃশ্য তো রীতিমতো সর্বকালের সেরা একটি দৃশ্য হিসেবে বিবেচিত হবে। লিখে রাখুন।’ লিখে রাখতে হয়নি, এ সপ্তাহে হিম্মতওয়ালা মুক্তি পাওয়ার পর সবাই স্মৃতি হাতড়ে সাজিদের কথাগুলোই বারবার মনে করছেন, আর ফেসবুক, টুইটারে বন্যা বইয়ে দিয়েছেন একের পর এক মন্তব্য করে। হিম্মতওয়ালা শুধু ফ্লপই করেনি, সাজিদের প্রিয় শব্দ ‘সর্বকাল’ যুক্ত করে বলা যায়, সর্বকালের সমালোচিত ছবির একটি হিসেবে স্বীকৃতি পেয়েছে অজয় ও দক্ষিণের তামান্না ভাটিয়ার ছবি হিম্মতওয়ালা। অভিনেতা কামাল আর খান টুইটস দিয়েছেন, ‘চিন্তায় পড়ে গেলাম। সেরা বাজে নির্মাতার লড়াইয়ে কি সাজিদ খান বোন ফারাহ খান (তিস মার খান), দুলাভাই শিরিশ কুন্দরকে (জোকার) হারিয়ে দিল?’ অভিনেতা আরশাদ ওয়ার্সির স্ত্রী মারিয়া বলেন, ‘আমার ছেলে জেন ছবির প্রোমোতে একটি বাঘ দেখে আমাকে ছবি দেখতে নিয়ে গেছে। কিন্তু এই ছবি দেখার পর আমরা মা-ছেলে দুজনই অসুস্থ হয়ে পড়েছি। এ যেন রীতিমতো মানসিক অত্যাচার! খোদা, আমাদের বাঁচাও।’ সমালোচক কমল নাহতা কৌতুক করে বলেন, ‘সুপ্রিম কোর্ট সঞ্জয় দত্তকে তাঁর শাস্তি বেছে নেওয়ার সুযোগ দিয়েছেন। পাঁচ বছরের জেল নাকি হিম্মতওয়ালার টিকিট? বুদ্ধিমান সঞ্জয় জেল খাটতে রাজি হয়েছেন!’ কলামিস্ট শোভা দে বলেন, ‘শুনেছি সাজিদ বলেছেন, হিম্মতওয়ালা তাঁর শ্রেষ্ঠ ছবি। এই তথ্য বিবেচনায় তাঁর দুলাভাই শিরিশের ছবি জোকার অস্কার পাওয়ার যোগ্যতা রাখে।’ জনপ্রিয় উপস্থাপক মনীষ পাল বলেন, ‘পাগলাগারদে কখনো যাওয়া হয়নি? অভিজ্ঞতা প্রয়োজন? চিন্তা নেই। হিম্মতওয়ালার একটি টিকিটই আপনাকে পাগলাগারদে ভর্তি হতে বাধ্য করবে।’
বোর্ড পরীক্ষার ক্রান্তিলগ্নে, আইপিএলের সপ্তাহে অতি আত্মবিশ্বাসের জোরেই সাজিদ এ সপ্তাহে তাঁর ছবি মুক্তি দিয়েছিলেন। তাঁর ভবিষ্যদ্বাণী ছিল, ‘আমার ছবি বলিউডের পুরোনো গৌরব ফিরিয়ে আনবে। রজতজয়ন্তী সপ্তাহ, সুবর্ণজয়ন্তী সপ্তাহ পালন করবে দর্শক। দু-তিন মাস লাগাতার প্রদর্শন হবে হিম্মতওয়ালা।’ বাস্তবতা হলো, অনেক প্রেক্ষাগৃহে মুক্তির দ্বিতীয় ও তৃতীয় দিনেই ছবিটি নামিয়ে দুই সপ্তাহ আগের ছবি জলি এল এল বি প্রদর্শন করছেন হলমালিকেরা। আমজনতা এই ছবিকে ‘ফ্লপবাস্টার’ হিসেবে আখ্যায়িত করতেও কার্পণ্য করছে না। একটি ছবি কোনো কারণে মানহীন হতেই পারে। তাই বলে এত সমালোচনার কারণ কী? এর উত্তর দিয়েছেন চলচ্চিত্রবিশ্লেষক তরণ আদর্শ। তিনি বলেন, ‘মা-ছেলের মেলোড্রামা, নায়ক-ভিলেন দ্বন্দ্ব, আশির দশকের প্রেক্ষাপট এখনকার দর্শকদের কাছে বিশ্বাসযোগ্য মনে হয়নি। শ্রীদেবী-
শ্রীদেবী নিজেও অবশ্য ছবিটি রিমেক করা নিয়ে বেশ বিরক্ত ছিলেন। এক সাক্ষাৎকারে তিনি জানান, হিম্মতওয়ালা কোনো মুঘলে আজম নয় যে রিমেক করতে হবে। প্রত্যুত্তরে ছবি মুক্তির আগে অজয় বলেছিলেন, ‘শ্রীদেবী ঠিকই বলেছেন। হিম্মতওয়ালা মুঘলে আজম নয়। মুঘলে আজম্ল-এর জনপ্রিয়তা ছাড়িয়ে যাওয়া কারও পক্ষেই সম্ভব নয়। তাই আমরা মুঘলে আজম রিমেক করিনি, হিম্মতওয়ালা করেছি। শ্রীদেবী-জিতেন্দ্রর হিম্মতওয়ালাকে আমরা ছাড়িয়ে যাব।’ ছবি মুক্তির পর অবশ্য অজয় এবং নিজেকে হিন্দি ছবির এনসাইক্লোপিডিয়া দাবি করা পরিচালক সাজিদের টিকিও খুঁজে পাওয়া যায়নি। হিম্মত হারিয়েছেন হিম্মতওয়ালারা!
 রুম্মান রশীদ খান
টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস, টুইটার, ফিল্মফেয়ার, বলিউড হাঙ্গামা, বক্স অফিস ইন্ডিয়া, রেডিফ অবলম্বনে
জিতেন্দ্রর হিম্মতওয়ালার রীতিমতো প্যারোডি সংস্করণ করেছেন সাজিদ। প্রেম, ড্রামা, অ্যাকশন, নাচ, গান—কোনো কিছুই উত্তাপ ছড়াতে পারেনি। তুলনায় এ ছবিতে একটি বাঘ ও পরেশ রাওয়াল হাততালি পেয়েছেন। ভিলেন মহেশ মঞ্জেরকরকে দেখে দর্শক ভয় পাওয়া তো দূরে থাক, তাঁর সংলাপ শুনে হেসে কুটিকুটি হয়েছেন। ভিলেনের শ্যালকের পরচুলা অনেক দর্শকের কাছে হিন্দি ছবির ‘সর্বকালের’ হাস্যকর প্রপস হিসেবে স্বীকৃতি পেয়েছে। আলফ্রেড হিচককের সাইকো ছবির গোসলের দৃশ্যকে কাট-পেস্ট করতে গিয়ে রীতিমতো প্যারোডি করেছেন সাজিদ। অজয় অ্যাকশন-দৃশ্যে উতরে গেলেও জিতেন্দ্রর বিখ্যাত ‘ন্যায়নো মে সাপনা’ ও ‘টাকি টাকি’ গানের সঙ্গে নাচতে গিয়ে হাসির পাত্র হয়েছেন। কেউ কেউ তাঁকে ‘জোকার’ বলতেও কার্পণ্য করেননি। দক্ষিণ থেকে আমদানি তামান্না অভিনয়ে পাস মার্ক পেলেও শ্রীদেবীর নাচের ধারে-কাছে যেতে পারেননি। এ চরিত্রে শ্রীদেবীকে ছাড়িয়ে যেতে পারবেন না বলেই ক্যাটরিনা কাইফ, আনুশকা শর্মারা ছবিটি ছেড়ে দিয়েছিলেন।
0 comments

ভোজপুরি শিখলেন আমির

রাজকুমার হিরানী পরিচালিত আসন্ন সিনেমা ‘পিকে’-এর খাতিরে ভোজপুরি শিখছেন বলিউডি অভিনেতা আমির খান। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।
গত চার মাস ধরে ভোজপুরি শিখছেন আমির। কারণ সিনেমাটিতে তার চরিত্রটির জন্য এ ভাষায় পারদর্শী হওয়া জরুরী ছিলো। সংবাদমাধ্যমটি জানায়, ‘গত চার মাস ধরেই একজন শিক্ষকের কাছে ভোজপুরি শিখছেন আমির। আর সকলকেই বিষয়টি অবাক করেছে। উত্তর প্রদেশ এবং বিহারে বিভিন্ন অনুষ্ঠানে এ ভাষাটি ব্যবহৃত হয়ে থাকে। আর যেখানে সিনেমাটি রাজস্থানে চিত্রায়িত করা হয়েছে সেখানে ওই ভাষাটির ব্যবহার সকলের ভিতরেই কৌতুহলের সৃষ্টি করেছে।’এর আগেও চরিত্রের খাতিরে ভিন্ন ধরনের ভাষা শিখেছিলেন বলিউডি মি. পারফেক্ট। আশুতোষ গোয়ারিকার পরিচালিত ‘লাগান’ সিনেমার জন্য আওয়াধি ভাষা শিখেছিলেন তিনি।
‘পিকে’ সিনেমায় আমিরের বিপরীতে অভিনয় করছেন আনুশকা শর্মা। ২০১৪ সালে ভারতে মুক্তি পাবে সিনেমাটি।
0 comments

অবশেষে একসঙ্গে শাকিব খান-শীষ মনোয়ার

ঢাকা: চলচ্চিত্রের বৃহত্তর স্বার্থেই অবশেষে নিজের অভিমান ভেঙ্গে জাজ মাল্টিমিডিয়ায় ফিরলেন শাকিব খান।

পূর্ব  নির্ধারিত সিডিউল অনুযায়ী বুধবার আনুষ্ঠানিকভাবে জাজ মাল্টিমিডিয়ার নতুন সিনেমা ‘ভালোবাসা আজকাল’- এর কাজ শুরু করলেন শাকিব খান।

কাজ শুরুর আগে ৩ এপ্রিল দুপুরে রাজধানীর হাতিরঝিল এলাকায় নিজেদের মান অভিমান তুচ্ছ করে হাতে হাত মেলান চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠানটির সিইও মনোয়ার এহতেশাম শীষ এবং চিত্রনায়ক শাকিব খান।

এ সময় শাকিব খান বলেন, “জাজ মাল্টিমিডিয়া চলমান সময়ের আলোচিত প্রযোজনা প্রতিষ্ঠান। তাদের কল্যাণে দেশের চলচ্চিত্র এখন ডিজিটাল হাওয়ায় ভাসছে। চলচ্চিত্রের দিন বদলের জন্য অনেকদিন ধরেই তারা পরিকল্পনা করছেন। চলচ্চিত্র নিয়ে তাদের আধুনিক চিন্তাধারা আমাকে মুগ্ধ করে। দুই বছর আগেই তাদের সঙ্গে কাজ করার কথা ছিল আমার। কিন্তু নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে তাদের প্রথম সিনেমা করা হয়নি আমার। তবে সব কিছু ভুলে আমরা নতুন করে যাত্রা শুরু করলাম। এর মাধ্যমে আশা করছি চলচ্চিত্রের দর্শক নতুন কিছু পাবে।”

জাজ মাল্টিমিডিয়ার সিইও মনোয়ার এহতেশাম শীষ বলেন, “চলচ্চিত্রের বৃহত্তর স্বার্থে আমরা সব সময়ই আন্তরিক। শাকিব খান আমাদের সিনেমা করার আগ্রহ প্রকাশ করেছেন- এটা চলচ্চিত্রের জন্য অনেক ইতিবাচক। আমাদের বিশ্বাস চলচ্চিত্রের সবাইকে নিয়ে আমরা বিশ্ব মানের ছবি তৈরি করবো।”

উল্লেখ্য, ‘ভালোবাসা আজকাল’ সিনেমাটি পরিচালনা করছেন পিএ কাজল। এখানে শাকিব খানের সঙ্গে নায়িকা হিসেবে থাকবেন ভালোবাসার রঙ ছবির নায়িকা মাহি। ছবিতে আরো অভিনয় করবেন সুব্রত, কাবিলা, মিশা সওদাগর এবং মিরাক্কেলেরর জামিরসহ আরও অনেকে।
0 comments

বিরতির পর আবার শুরু সাঈফ চন্দনের ছবির শুটিং

ছেলেরা একটু অগোছালোই থাকে। কিন্তু মেয়েটিও যদি পাগল পাগল হয়, তবে দুজনের মিলন হবে কী করে?

আবোল-তাবোল, অগোছালো একটি ছেলের সঙ্গে এক পাগল পাগল মেয়ের সম্পর্ক- এমন কাহিনী নিয়েই সাঈফ চন্দন নির্মাণ করছেন `ছেলেটি আবোল-তাবোল মেয়েটি পাগল পাগল`। ছবিটির নাম ভূমিকায় অভিনয় রয়েছেন আরজু ও আইরিন।

গত ১৯ মার্চ ছবির শুটিং করতে গিয়ে আহত হন অভিনেত্রী আইরিন এবং পরিচালক সাঈফ চন্দন। এরপর বেশ কিছুদিন শুটিং বন্ধ থাকার পর আগামী ৫ ও ৬ এপ্রিল আবারও শুটিং শুরু হচ্ছে বলে জানিয়েছেন পরিচালক।

সাঈফ চন্দন বাংলানিউজকে বলেন, “আগামী ৫ ও ৬ এপ্রিল একটি গানের কিছু অংশ শুটসহ বেশ কিছু দৃশ্যধারণের কাজ শুরু করবো। সময় নিয়ে ভালোভাবে কাজটা শেষ করতে চাই।”

এবারের শুটিংয়ে ‘ছেলেটি জানে মেয়েটা পাগল পাগল’ শিরোনামের গানটির দৃশ্যধারণ করা হবে। গানটি গেয়েছেন বেলাল খান ও মোহনা। লিখেছেন সোমশ্বের অলি।

ঢাকার বিভিন্ন এলাকায় শুটিং শেষে এপ্রিলের শেষদিকে চট্রগামে ছবিটির শুটিং শুরু করবেন বলে জানান পরিচালক।
0 comments

বছরে একটি ছবি

স্টাফ রিপোর্টার: প্রায় অর্ধশত বিজ্ঞাপনচিত্রে মডেল হয়ে দর্শক হৃদয়ে ভাল লাগার একজন হয়ে উঠেছেন শখ। একইসঙ্গে অসংখ্য টিভি নাটকে ভাল অভিনয়ের মাধ্যমে সেই ভাল লাগাকে আরও বাড়িয়ে নিয়েছেন তিনি। আর নাচের সঙ্গে সখ্যতা তার ছোটবেলা থেকেই। এতো প্রতিভা ও গুণের সমন্বয়ক শখ বর্তমানে দুটি ধরাবাহিক নাটকে অভিনয় করছেন। এর একটি এশিয়ান টিভিতে প্রচার চলতি ‘ভালবাসার গল্প’। অন্যটি চ্যানেল টুয়েন্টি ফোরে প্রচার চলতি ‘রিয়েলিটি শো’। নাটক দুটিতে অভিনয় প্রসঙ্গে শখ বলেন, একটির শুটিং হয়েছে ভারতে এবং অন্যটি এদেশে। তাই দুটি নাটক দুই ধরনের উপস্থাপনে দেখা যাচ্ছে। সেই সঙ্গে প্রেক্ষাপট ও গল্প দুই নাটকে দুই ধরনের। ‘ভালবাসার গল্প’ ধারাবাহিকে আমি ঘরের বউ। আমার বিপরীতে অভিনয় করেছে নিলয়। অন্যদিকে ‘রিয়েলিটি শো’তে চুপচাপ টাইপের একটি মেয়ের চরিত্রে অভিনয় করেছি। এই চরিত্রটি অনেক মজার এবং এখানে অভিনয় দিয়ে নিজেকে উপস্থাপনেরও সুযোগ আছে। আসছে ঈদে ছোট পর্দার  বেশ কয়েকটি খণ্ড নাটক, নাচের অনুষ্ঠান ও আড্ডার অনুষ্ঠানে শখ উপস্থিত হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। একইসঙ্গে বিজ্ঞাপনে মডেল হয়েও কাজ করছেন। সমপ্রতি নতুন একটি বিজ্ঞাপনের মডেল হওয়ার চুক্তি করেছেন শখ। এছাড়া বাংলালিংকসহ বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনে শখকে টেলিভিশন পর্দায় দেখা যায় প্রায়ই। এছাড়া শখ অভিনীত ছবি ‘অল্প অল্প প্রেমের গল্প’ মুক্তি পাবে খুব শিগগিরই। ব্যস্ততা প্রসঙ্গে শখ বলেন, ব্যস্ততা ভাল লাগে। তবে খুব ব্যস্ততা মাঝে মধ্যে একঘেয়েমী করে তুলে। আমি ব্যস্ততাকে সমন্বয় করি যাতে অভিনীত নাটক, বিজ্ঞাপন, চলচ্চিত্র, নাচ এগুলোর মান নিয়ে সংশয় না থাকে। এদিকে মুক্তির অপেক্ষায় থাকা শখ অভিনীত চলচ্চিত্র ‘অল্প অল্প প্রেমের গল্প’ পরিচালনা করেছেন সানিয়াত হোসেন। এ ছবিতে শখের নায়ক হিসেবে আছেন নিলয়। এছাড়া ছবিতে আরও অভিনয় করেছেন নয়ন, আন্না, সাকিব, মিশা সওদাগরসহ অনেকেই। রোমান্টিক কমেডিনির্ভর কমার্শিয়াল এই ছবির গল্পে দেখা যাবে, মিশা নামকরা কিলার। তার কাজ টাকার বিনিময়ে কিডন্যাম্প ও খুন করা। ঘটনাচক্রে নিলয়কে কিডন্যাপ করে সে। সেই সূত্র ধরে ছবির গল্প সামনে এগোতে থাকে। এক পর্যায় ভিলেন ও নায়কের কিছু বিষয় ফাঁস হয়ে যায়। নায়ক সেখান থেকে পালানোর চেষ্টা করে। কিন্তু পারে না। পালানোর বিষয়টি বুঝতে পেরে নিলয়কে মারধর করে মিশা। একসময় নিলয় মিশাকে নিজের জীবনের গল্প বলে। গল্পের মধ্য থেকে রোমান্টিক প্রেমের কাহিনী বের হয়ে আসে। চলচ্চিত্র নিয়ে শখ বলেন, ভাল গল্প আর ছবি হলে আমার চলচ্চিত্রে অভিনয়ে কোন আপত্তি নেই। প্রথম ছবির পর এখন পর্যন্ত আমার কাছে যে কয়টি ছবির প্রস্তাব এসেছে তার কয়েকটি গল্প আমার কাছে ভাল মনে হয়নি, আবার কয়েকটি শুধু নায়ককেন্দ্রিক। তবে ‘অল্প অল্প প্রেমের গল্প’ ছবিটি অনেক চমৎকার। এখানে আমি তানিয়া নামের চরিত্রে অভিনয় করেছি। আমি বেশি ছবিতে অভিনয় করার পক্ষে না।  বছরে একটি ছবিতে অভিনয় করবো এতেই যথেষ্ট। আগামী মাসে ছবিটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে ছবির নির্মাতাসূত্র জানিয়েছে। শখের প্রথম ছবি বছর দুই আগে প্রেক্ষাগৃহে মুক্তি পায় এমবি মানিকের পরিচালনায় ‘বলোনা তুমি আমার’।
0 comments

মন্দিরার নগ্ন ফটোশুট

বিনোদন ডেস্ক: নব্বই দশকের শুরুতে ছোট পর্দার মাধ্যমে মিডিয়ায় এক ধরনের রাজকীয় অভিষেক হয়েছিল মন্দিরা বেদীর। ভারতের দূরদর্শনের ‘শান্তি’ নামক সিরিয়ালের নাম ভূমিকায় অভিনয়ের মধ্যে দিয়ে তার যাত্রা শুরু। এই সিরিয়ালে কাজ করে তুমুল আলোচনায় আসেন তিনি। তবে এরপর খুব বেশি নাটকে মন্দিরাকে আর দেখা যায়নি। বরং উপস্থাপনা ও বড় পর্দায় মনোযোগী হন তিনি। বিশেষ করে ভারতের প্রথম মহিলা ধারাভাষ্যকার হিসেবে ব্যাপক সফলতা পান মন্দিরা। বেশ কিছু চলচ্চিত্রেও অভিনয় করেন তিনি। এদিকে বলিউডের চলচ্চিত্রে পা দেয়ার সঙ্গে সঙ্গেই একটি ফটোশুট করে আলোচনায় আসেন মিন্দিরা। কারণ ব্যাপক খোলামেলা হয়ে তিনি সেই ফটোশুটে অংশ নিয়েছিলেন। অনেকেই ‘শান্তি’ সিরিয়ালের মন্দিরাকে একদমই মেলাতে পারেননি সেই শুটের সঙ্গে। এদিকে গত বছরই পুত্র সন্তানের জননী হয়েছেন তিনি। এতোদিন সেই সন্তান নিয়েই ব্যস্ত সময় কেটেছে মন্দিরার। তবে নতুন খবর হচ্ছে, সম্প্রতি আবারও একটি ফটোশুটে কাজ করে আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন মন্দিরা। এবার তিনি অংশ নিয়েছেন অনেকটা নগ্ন ফটোশুটে। মা হওয়ার পরও যে নিজের শারীরিক সৌন্দর্যের কোন রকম অবনতি হয়নি সেটা প্রদর্শনের জন্যই মন্দিরা এই ফটোশুটটি ব্যক্তিগত উদ্যোগে করেছেন। ইতিমধ্যে তিনি নিজের এই নগ্ন-অর্ধনগ্ন ছবি টুইটার একাউন্টের মাধ্যমে প্রকাশ করেছেন, যার মাধ্যমে বেশ সমালোচিতও হয়েছেন। কারণ ক্যারিয়ারের এই পর্যায়ে এসে মন্দিরার এমন নগ্ন ফটোশুটের বিষয়টি স্বাভাবিকভাবে নিতে পারছেন না কেউ। তবে এ বিষয়ে মন্দিরার সাফ ভাষ্য হলো, আমি শুরু থেকেই স্বাধীন মন ও মতের একজন নারী।
নিজেকে আমি কোথাও আটকে রাখতে চাই না। সন্তান হওয়ার আগে একটি ফটোশুট করেছিলাম আমি, এখন আবার করলাম। আমার মনে হয় কেউ পার্থক্য খুঁজে পাবে না দুটি ছবিতে। এই নিয়ে হয়তো অনেকে অনেক সমালোচনা করতে পারে, তবে তাতে আমি কান দিতে রাজি নই। আমি নিজের মতো করেই সব কাজ করতে চাই। আর একটি নতুন সংবাদ হলো আমি বলিউডের নতুন একটি ছবিতে কাজ করতে যাচ্ছি। তাতে আরও নতুন চমক থাকবে। সবাই অপেক্ষায় থাকুন।

0 comments

সালমানের সঙ্গে কাজ করতে আগ্রহী আমির

ভাল কোন চিত্রনাট্য পেলে অভিনেতা সালমান খানের সঙ্গে কাজ করবেন, এমনটাই জানিয়েছেন বলিউডি তারকা আমির খান। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।


৩০ মার্চ একটি অনুষ্ঠানে আমির সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ‘আমি সালমানের সঙ্গে কাজ করতে অবশ্যই আগ্রহী। ‘আন্দাজ আপনা আপনা’ আমার প্রিয় সিনেমার মধ্যে একটি। তিনি সহশিল্পী হিসেবে খুবই চমৎকার। যদি আমাদের হাতে ভাল কোন স্ক্রিপ্ট আসে, আমরা অবশ্যই একসঙ্গে কাজ করবো।’আমির জানান, বর্তমানে নতুন সিনেমা ‘পিকে’র কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। সিনেমাটি মুক্তি পাবে এ বছরের বড়দিনের মৌসুমে।
0 comments

বক্স অফিস মাতাচ্ছে ‘হিম্মতওয়ালা’

পরিচালক সাজিদ খানের ‘হিম্মতওয়ালা’ মুক্তির তৃতীয় দিনের মাথাতেই বাজিমাত করেছে বক্স অফিসে । মার্চের ২৯ তারিখে মুক্তিপ্রাপ্ত সিনেমাটির এ পর্যন্ত আয় হয়েছে ৩১ কোটি রুপিরও বেশি। খবর জি নিউজ ব্যুরোর।

বলিউডি বক্স অফিস বিশ্লেষক তরণ আদর্শ জানিয়েছেন, মুক্তির প্রথম দিন থেকেই বক্স অফিসে রাজত্ব করছে ‘হিম্মতওয়ালা’, তবে মার্চের ৩০ এবং ৩১ তারিখ আয়ের পরিমাণ খানিকটা কমে এলেও এখন পর্যন্ত সিনেমাটি আয় করেছে ৩১ কোটি ১ লাখ রুপি। এর মধ্যে শুধুমাত্র প্রথম দিনেই ‘হিম্মতওয়ালা’র আয় ছিল ১২ কোটি রুপি; এরপর দ্বিতীয় দিনে ৮ কোটি ৫ লাখ এবং তৃতীয় দিনে তা আবারও বেড়ে দাঁড়ায় ১০ কোটি ৫ লাখ রুপিতে
আশির দশকের ‘হিম্মতওয়ালা’র রিমেক এই সিনেমায় অভিনয় করেছেন অজয় দেবগান এবং দক্ষিণ ভারতীয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। জানা গেছে, সিনেমাটিতে অভিনয়ের জন্য অজয়কে ইতোমধ্যেই সমালোচকদের কঠোর সমালোচনার মধ্য দিয়ে যেতে হয়েছে। এমনকি দর্শকের কাছেও ‘হিম্মতওয়ালা’র কৌতুকগুলো নতুন মনে হয়নি, কারণ সিনেমাটি মুক্তির অনেক আগে থেকেই টুইটারে এ বিষয়ে আলোচনা করা হয়েছে।
0 comments

‘গোল্ডেন কেলা’য় সেরা অজয়-সোনাক্ষি!

বলিউডি জগতে শুধু মাত্র সেরারাই তাদের কাজের জন্য পদক পান না; বরং ‘শ্রেষ্ঠ’ খারাপের দিক থেকেও সেরাদের করা হয় ‘পুরস্কৃত’! সে উদ্দেশ্যেই ৫ম বারের মতো অনুষ্ঠিত হয়ে গেল গোল্ডেন কেলা অ্যাওয়ার্ড। আর সে আসরে বলিউডি জগতের সবচেয়ে খারাপ অভিনয়শিল্পী হিসেবে নির্বাচিত হন অজয় দেবগান এবং সোনাক্ষি সিনহা। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।

ওই আসরে শিরিশ কুন্দার পরিচালিত বলিউডি সিনেমা ‘জোকার’ স্থান পায় সবচেয়ে খারাপ চলচ্চিত্রের তালিকার শীর্ষে। অন্যদিকে কুন্দার পান সবচেয়ে খারাপ পরিচালকের খেতাব। তাকে খেতাব দেওয়া হয় ‘বেটা তুমসে না হো পায়েগা’ (তোমাকে দিয়ে কিছু হবে না)।
অশ্বিনী ধীরের ‘সন অফ সর্দার’ এবং রোহিত শেট্টির ‘বোল বচ্চন’ সিনেমার জন্য খারাপ অভিনেতা হিসেবে নির্বাচিত হন অজয়। অন্য দিকে ‘দাবাং’, ‘দাবাং ২’ এবং ‘রাউডি রাঠর’সহ সবগুলো সিনেমার জন্য খারাপ অভিনেত্রীর পদক পান সোনাক্ষি।
সিক্যুয়ালের দিক থেকে সবচেয়ে খারাপের তালিকায় নাম উঠে আসে সালমান খান অভিনীত ‘দাবাং ২’ সিনেমাটির। আর বিরক্তিকর গান হিসেবে স্বীকৃতি পেয়েছে ‘রাউডি রাঠর’ সিনেমার ‘চিনতা তা চিতা চিতা’।
স্টুডেন্ট অফ দি ইয়ার’ সিনেমার ‘ইসক ওয়ালা লাভ’ গানটি লিখে সবচেয়ে খারাপ লিরিক্সের পদক পেয়েছেন অনভিতা দত্ত।

0 comments

চার বছর পর শিরিনের ‘রঙিলা’


চার বছর পর শিরিনের ‘রঙিলা’
‘পাঞ্জাবীওয়ালা’ খ্যাত গায়িকা শিরিনের প্রথম একক ‘পাঞ্জাবীওয়ালা’ ২০০৭ সালে প্রকাশিত হয়। এরপর ২০০৯ সালে আসে দ্বিতীয় একক ‘মাতওয়ালী’। দুটি অ্যালবামই প্রকাশ করে লেজার ভিশন।

মাঝে কয়েকবার পরিকল্পনা করেও শেষ পর্যন্ত নিজের তৃতীয় একক অ্যালবামটি প্রকাশ করতে পারেননি শিরিন। চার বছরেরও বেশি সময় পর এবার পহেলা বৈশাখকে সামনে রেখে লেজার ভিশনের ব্যানারে প্রকাশ পাচ্ছে তাঁর তৃতীয় একক অ্যালবাম ‘রঙিলা’।

সম্প্রতি লন্ডন থেকে দেশে ফিরেছেন শিরিন। এসেই ঘোষণাটি দিলেন। আগামী ৬ এপ্রিল থেকে অ্যালবামটি শ্রোতারা হাতে পাবেন ।
শিরিন জানান, ‘রঙিলা’য় মোট গান থাকছে ১২টি। এরমধ্যে ৭টি গান সংগৃহীত, ৫টি মৌলিক। গানগুলো ফোক, বিরহ এবং আধ্যাত্বিক ধাঁচের।’

অ্যালবামের গানগুলোর সংগীতায়োজন করেছেন বাপ্পা মজুমদার, ফুয়াদ আল মুক্তাদির, হৃদয় খান, রোমেল আলী, রাফা, রুম্মান, ইউরোপে বসবাসরত বাংলাদেশী সাকিব ও ভারতীয় ক্যাথেন।

গানগুলোর শিরোনাম ‘করলা না প্রেম খাঁটি’, ‘চেংরা চাবিওয়ালা’, ‘ভালোবাসা ভালোলাগা’, ‘সেই কল্পনা’, ‘দিলহারা’, ‘খাজা’, ‘মিলনের স্বাধ’, ‘জ্বালা’, ‘একদিন যাবি উড়ে’, ‘মধুর পিরিতি’, ‘কালা চান’ (চট্টগ্রামের আঞ্চলিক) ও ‘রঙের ফুল’।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৩
0 comments

প্রথমবার নিরব-পপি


প্রথমবার নিরব-পপি
চলচ্চিত্র অঙ্গনে পপির পথচলা অনেকদিন আগে থেকেই। আর মডেলিং, নাটকের পর চলচ্চিত্রে প্রবেশ নিরবের। নিরব এরই মধ্যে অনেক নায়িকার সঙ্গে চলচ্চিত্রে অভিনয় করলেও পপির সঙ্গে এবারই প্রথম কাজ করছেন।

সম্প্রতি শুটিং শুরু হওয়া জাকির খান পরিচালিত ‘চার অক্ষরের ভালোবাসা’ নামক ছবিতে অভিনয় করছেন নিরব ও পপি।

ছবিতে আরও অভিনয় করছেন ফেরদৌস। ২৮ মার্চ থেকে কক্সবাজারের বিভিন্ন লোকেশনে শুরু হয়েছে এ ছবির শুটিং।

সেখানে ৩ এপ্রিল পর্যন্ত একটানা শুটিং করবেন তারা।

এবারই প্রথম পপির সঙ্গে অভিনয় করছেন নিরব। এ বিষয়ে তিনি বাংলানিউজকে বলেন, “এ ছবিতে আমি ও ফেরদৌস ভাই পপির বিপরীতে অভিনয় করছি। এখানে আমি বাদল চরিত্রে অভিনয় করছি। এটি মূলত একটি ত্রিভুজ প্রেমের গল্প। আর পপির অভিনয় সবসময় আমার ভালো লাগে। তিনি আমাদের দেশের একজন গুণী অভিনেত্রী। আমার বিশ্বাস, দর্শক ছবিটি পছন্দ করবেন।”

এ ছবির বাইরে একই পরিচালকের ‘মনের অজান্তে’ শিরোনামের একটি ছবিতে অভিনয় করেছেন নিরব। ছবিটি আগামী ২৬ এপ্রিল সেন্সরে জমা পড়বে। এ ছবিতে নিরবের বিপরীতে অভিনয় করছেন রাভিনা।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৩
0 comments

বুটিক সিনেমার ব্যানারে নতুন ছয় চলচ্চিত্র


বুটিক সিনেমার ব্যানারে নতুন ছয় চলচ্চিত্র

‘বাংলাদেশের চলচ্চিত্রের নাকি এখন দুঃসময়। কথাটা মানি না। কোনটা দুঃসময় আর কোনটা সুসময়, সামনের সময়ই তা বলে দেবে’- এমনই এক স্লোগানকে সামনে রেখে ছয় মেধাবী তরুণ নির্মাতাকে নিয়ে বুটিক সিনেমার ব্যানারে ছয়টি নতুন চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছে দেশের শীর্ষস্থানীয় প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড।

দেশের চলচ্চিত্র ইতিহাসে প্রথমবারের মতো ছয়জন নতুন পরিচালকদের দিয়ে একসঙ্গে ছয়টি ছবি নির্মাণের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। এ উপলক্ষে শনিবার দুপুর সাড়ে ১২টায় ঢাকার ওয়েস্টিন হোটেলের বলরুমে আয়োজন করা হয় এক জমাকালো অনুষ্ঠানের। এতে লালগালিচা সংবর্ধনার মধ্য দিয়ে ছয় তরুণ নির্মাতাকে পরিচয় করিয়ে দেন ফরিদুর রেজা সাগর।

ছয় পরিচালক হলেন অমিভাভ রেজা, আকরাম খান, আদনান আল রাজীব, আবু শাহেদ ইমন, গোলাম কিবরিয়া এবং রবিউল আলম রবি। তাদের প্রথম ছবিগুলোর নাম যথাক্রমে প্রক্সি, কে, প্রজন্ম এক্স, জালালের পিতাগণ, কর্পূর এবং টাকার খেলা।

রেড কার্পেট শোটির উপস্থাপনা করেন ফারজানা ব্রাউনিয়া ও পরিচালনা করেন  ইজাজ খান স্বপন। 

এই তরুণ তুর্কিদের হাত ধরেই দেশের চলচ্চিত্রের বাতি আবারও জ্বলে উঠবে বলে অনুষ্ঠানে আশা প্রকাশ করেন চলচ্চিত্রের অগ্রজ ব্যক্তিত্বরা। তারা আশা করেন,  তরুণদের মাধ্যমেই বাংলাদেশের চলচ্চিত্র তার হারানো গৌরব ফিরে পাবে।

অনুষ্ঠানে অগ্রজদের মধ্যে ছিলেন চাষী নজরুল ইসলাম, মোহাম্মদ হান্নান, মতিন রহমান, শহিদুল ইসলাম খোকন, শাহ আলম কিরণ, আব্দুস সামাদ খোকন, নূর মোহাম্মদ মনি, গোলাম রাব্বানী বিপ্লব, সামিয়া জামান এবং প্রযোজক হাবিবুর রহমান খান।

প্রযোজক ফরিদুর রেজা সাগর, ইবনে হাসান খানের পাশাপাশি ছয় নতুন পরিচালকের পক্ষে প্রযোজকের দায়িত্ব পালন করবেন অপর খ্যাতনামা পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী।

এই অনুষ্ঠানে ইমপ্রেস টেলিফিল্মের গত এক দশকে নির্মিত চলচ্চিত্রগুলোর পরিচিতি তুলে ধরা হয়। অনেক তরুণ নির্মাতারই প্রথম চলচ্চিত্র ছিলো ইমপ্রেস টেলিফিল্মের, যেগুলো এতে স্থান পায়।

২০০৪ সাল থেকে ইমপ্রেস টেলিফিল্ম এ পর্যন্ত ৭৫টি চলচ্চিত্র নির্মাণ করেছে, যেগুলো দেশে ও আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে। অর্জন করেছে ১১৬টি জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ নানা বিশ্বনন্দিত পুরস্কার।

বাংলাদেশের চলচ্চিত্রের জন্য অস্কারের দ্বারও প্রথম উন্মোচন করেছে ইমপ্রেস টেলিফিল্মই। এ প্রতিষ্ঠানের পাঁচটি চলচ্চিত্র এ পর্যন্ত অস্কারের জন্য লড়াই করেছে।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৩
0 comments

নতুনরূপে আবার পর্দায় রত্না

শনিবার বিকেল বেলা। বসুন্ধরা আবাসিক এলাকা থেকে রামপুরার দিকে দ্রুতবেগ ছুটলাম। গন্তব্য রামপুরার বনশ্রী এলাকা। সেখানে অপেক্ষা করছেন চলচ্চিত্র নায়িকা রত্না কবির সুইটি। মিডিয়া অঙ্গনে রত্না নামেই বেশি পরিচিত তিনি।

সঠিক সময়ে রত্নার বাসায় অপেক্ষার এক পর্যায়ে দেখা হলো। ততক্ষণে আলোকচিত্রী নূর বেশ কিছু ছবিও তুলে ফেলেছেন রত্নার। শুরু হলো আড্ডা। আড্ডার ফাঁকে ফাঁকে চলতে থাকলো তার জীবনের নানা কথা। প্রথমেই জানতে চাইলাম মিডিয়ায় আসার গল্প।

রত্না বললেন, “সে অনেক কথা। তারপরও সংক্ষেপে বলতে চাই। আমি তখন অষ্টম শ্রেণির ছাত্রী। আমার বান্ধবী পিংকি আমার কিছু ছবি আমাকে না জানিয়ে বিনোদন বিচিত্রার সুন্দরী প্রতিযোগিতায় পাঠায়। আমি তখন পড়াশুনার পাশাপাশি জাবেদ আঙ্কেলের কাছে নাচ শিখতাম। কিছুদিন পরই আমাদের বাসায় চিঠি আসে যে, আমি ঐ প্রতিযোগিতায় নির্বাচিত হয়েছি। কিন্তু আমার বাবা-মা এবং আমি তো অবাক। বাবা তো রেগে বেশ খানিকটা কথা শুনিয়ে ফেললেন। কিন্তু আমি এসবের কিছুই বুঝতে পারলাম না।”

আরো জানালেন, “এর পরের দিন আমি স্কুলে যাওয়ার পর জানতে পারলাম ঘটনাটা। আমি একটু খুশি হলেও মা জানিয়ে দিলেন আমার বিয়ে হয়ে গেছে। মিডিয়াতে কাজের কোনো আগ্রহ নেই এখন। মিথ্যে কথাটা বলার কারণে আমি কষ্টই পেয়েছিলাম। কিন্তু এরপর ঘটল এক আশ্চর্য ঘটনা। ছবির বিচারকের দায়িত্বে ছিলেন পরিচালক শিবলি সাদিক। তিনি আমার বাসার ঠিকানায় এসে বাবার সঙ্গে কথা বললেন। অনেক কিছুর পর বাবা একটি সিনেমাতে অভিনয়ের জন্য অনুমতি দেন। এরপরই ‘কেন ভালোবাসলাম’ ছবিতে ফেরদৌসের বিপরীতে প্রথম ক্যামেরার সামনে দাঁড়ানো।”

অষ্টম শ্রেণিতে থাকাকালীন বাংলাদেশের চলচ্চিত্রে নায়িকা হয়েছেন রত্না। এই সৌভাগ্য সবার ভাগ্যে জোটে না। শিবলি সাদিক ও অজিত রায় নন্দীর যৌথ প্রযোজনায় সেলিম আজম পরিচালিত ‘কেন ভালোবাসলাম’ চলচ্চিত্রের মাধ্যমে তিনি মিডিয়ায় পা রাখেন। এরপর টানা ৪২টির মতো ছবি মুক্তি পেয়েছে তার। ‘ধোকা’, কাজী হায়াতের ‘ইতিহাস’, নায়ক রাজ রাজ্জাকের প্রযোজনায় ‘মরণ নিয়ে খেলা’, শাহীন-সুমনের ‘নষ্ট’, মোহাম্মদ হান্নানের ‘পড়ে না চোখের পলক’সহ বেশ কিছু দর্শকপ্রিয় ছবি উপহার দিয়েছেন।

rotna-bgএটা ছিল রত্নার অভিনয় জীবনের প্রথম ইনিংস। এরপর দ্বিতীয় ইনিংসে পড়াশুনার কারণে তিন বছর বিরতির পর ২০১১-১২ সালের দিকে শাহিন-সুমনের ‘সন্তান আমার অহংকার’, ‘মন যেখানে হৃদয় সেখানে’, সন্তানের মতো সন্তান নামক তিনটি ছবি দিয়ে আবার দর্শকদের মাঝে ফিরে আসেন রত্না। তিনটি ছবিতেই তার বিপরীতে অভিনয় করেছিলেন শাকিব খান।

আবারও ঢাকার চলচ্চিত্রে ব্যস্ত হয়ে উঠছেন রত্না। তার হাতে আছে বেশ কিছু নতুন ছবির কাজ। বর্তমানে শাহীন সুমনের ‘সেদিন বৃষ্টি ছিল’ নামে একটি ভৌতিক ছবিতে অভিনয় করছেন। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন দুই নবাগত নায়ক সুমিত ও অভি।

নতুন কাজটি নিয়ে দারুণ আশাবাদী রত্না। তিনি বলেন, “এ ছবির গল্পটি অসাধারণ। এখানে আমার চরিত্রের নাম ‘ফুল’। টিএনএজ বয়সের ভালোবাসা নিয়ে ত্রিভুজ প্রেমের গল্প এবং সাথে বাংলাদেশে প্রথমবারের মতো ভৌতিক দৃশ্য। আমার বিশ্বাস সর্বমহলে ছবিটি আমার উল্লেখযোগ্য একটি ছবি বলে বিবেচিত হবে।”

রত্নার বিপরীতে নায়ক হিসেবে কে থাকবেন এসব নিয়ে মোটেও ভাবেন না। বরং চরিত্র দেখে ছবি করার পক্ষপাতী। নিত্যনতুন গল্প নিয়ে নতুন কাজ করতে তিনি আগ্রহী।

অভিনয়ের পাশাপাশি এবছরই রত্না ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটে মাস্টার্স সম্পন্ন করেছেন। বাসায় বাবা এম এইচ কবির একজন প্রকৌশলী এবং মা হুসনা কবির একজন সাংবাদিক। পরিবারে রত্না সবার বড় এবং ছোট ভাই আনন্দ কবির সুইট সপ্তম শ্রেণিতে পড়ে।

আড্ডার এ পর্যায়ে জানতে চাইলাম পড়াশুনা তো আপাতত শেষ। এখন ঘর-সংসার বা বিয়ে নিয়ে কিছু ভাবছেন? রত্না অনেকক্ষণ পর মিষ্টি হেসে বললেন, “ছেলেরা ভালো না। আর বিশ্বাস করতে চাই না তাদের। বাস্তবে নায়িকার চোখের পানি দেখলেও মনে করে এটা অভিনয়, সত্যিকারের কষ্ট না। আমি অনেক একা।”

এই হতাশার চিহ্নের কারণ তার চোখে খুঁজে না পেলেও বুঝলাম। আপাতত সবার জন্য হয়ত রত্না তার মনের বন্দরে টু-লেট ঝুলিয়েছেন।

রত্না আরও বলেন, “এখন ফাস্ট ক্লাস কোনো চাকরি হলে করব এবং অভিনয়ে পুরোটা সময় দিতে চাই। কারণ পড়াশুনার জন্য আমি অনেক ভালো কাজ করতে পারিনি। আর আমার অভিনয়ের শুরুটা হয়েছে বাচ্চাকালে। যখন অনেক কিছুই আমি বুঝতাম না। এখন আমার কাছে মনে হয়, যে কোনো চরিত্রকে সুন্দরভাবে বিন্যাস করে দর্শকদের সামনে উপস্থাপনের সময় আমার হয়েছে। এখনকার কাজটা আমার আগের দশটা কাজ থেকে অবশ্যই ভালো মানের হবে বলে আমার বিশ্বাস।”

নিজেকে নতুনভাবে গুছিয়ে দর্শকদের সামনে উপস্থাপনের জন্য পথ চলছেন রত্না। হয়তো এটাই তার সঠিক জায়গা।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘন্টা, র্মাচ ৩১, ২০১৩
0 comments

উর্মিলার নায়ক রুমি

ঢাকা: ২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুপার স্টার প্রতিযোগিতার মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখলেও প্রতিভার গুণে মডেলিং-অভিনয়ে সমান ঔজ্জল্য ছড়াচ্ছেন উর্মিলা শ্রাবন্তি কর।

সম্প্রতি ইশতিয়াক আহমেদ রুমেলের রচনা ও পরিচালনায় ‘এই গল্প এখানেই শেষ’ নামে নতুন একটি খণ্ড নাটকের কাজে হাত দিয়েছেন। নাটকটিতে তাঁর বিপরীতে অভিনয় করছেন ক্লোজআপ ওয়ান তারকা রুমি।

গত ৩০, ৩১ মার্চ দু’দিন ঢাকার বিভিন্ন জায়গায় নাটকটির শুটিং হয়েছে। নাটকের গল্প নিয়ে উর্মিলা বাংলানিউজকে বলেন, ‘নাটকটিতে আমার চরিত্রের নাম থাকে বর্না, শব্দ চরিত্রে অভিনয় করছেন রুমি ভাই। নাটকের গল্পে রুমি ভাই একজন মিউজিশিয়ান। এলোমেলো চলাফেরা আমি পছন্দ করি এবং তার গানও আমার পছন্দের। এভাবে নানা কাহিনীকে ঘিরে এগিয়ে গেছে নাটকটি। নাটকের গল্প এক কথায় অসাধারণ।”

rumiরুমির সঙ্গে কাজ করার ব্যাপারে উর্মিলা বলেন, “রুমি ভাইয়ের সঙ্গে কাজ করে দারুণ খুশি আমি।”

অভিনেতা হিসেবে ‘এই গল্প এখানেই শেষ’ নাটকে অভিষেক ঘটছে রুমির। নাটকের বাকি কাজ আগামী ৩ এপ্রিল শেষ হবে বলে জানা গেছে।

‘লাক্সসুন্দরী’ উর্মিলা বর্তমানে একই পরিচালকের ধারাবাহিক নাটক ‘প্যাভেলিয়ান’ নাটকে অভিনয় করছেন। এছাড়াও আলভী আহমেদের ‘টিট ফর ট্যাট’, মোস্তফা কামাল রাজের ‘সার্কেল’, আশুতোষ সুজনের ‘জিরো পয়েন্ট’, জিয়াউদ্দিন আলম ও সাইফ চন্দনের ‘দলছুট’সহ বেশ কিছু নতুন ধারাবাহিক নাটকে অভিনয় করছেন।

বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৩
এমকে/সম্পাদনা : হুসাইন আজাদ, নিউজরুম এডিটর


0 comments

শাকিব খানের নতুন সিদ্ধান্ত

বাংলা চলচ্চিত্রকে বদলে দিতে নতুন সিদ্ধাস্ত নিয়েছেন জনপ্রিয় নায়ক শাকিব খান। মালেক আফসারী পরিচালিত ‘ফুল এন্ড ফাইনাল` নামে একটি ছবির শুটিং খাগড়াছড়িতে শেষ করে আজ ভোরে ঢাকায় ফিরেছেন তিনি।

ফিরেই  বাংলানিউজটোয়েন্টিফোর.কমকে তার নতুন সিদ্ধান্তেন কথা জানান। শাকিব বলেন, চলচ্চিত্রের সার্বিক দিক বিবেচনা করে আমি একটি ছবির কাজ শেষ হওয়া না পর্যন্ত নতুন কোন ছবির কাছে হাত দেব না। ভালো মানসম্পন্ন ছবি দর্শকদের উপহার দিতেই এই সিদ্ধান্ত  নিয়েছি।

আশা করি এই চিন্তার প্রতিফলন হিসেবে দর্শক কিছু ভালো মানসম্মত ছবি পাবে।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘন্টা ০১ এপ্রিল
0 comments
 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. News-Media24 - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger