হিমেশ রেশমিয়ার বিপরীতে ‘আপ কা সুরুর’ ছবিতে প্রথমবারের মতো নায়িকা হিসেবে
অভিনয়ের মধ্য দিয়ে আলোচনায় আসেন হানসিকা মাতওয়ানি। শিশুশিল্পী হিসেবে এর
আগে অনেক টিভি সিরিজ ও চলচ্চিত্রে অভিনয় করেছিলেন তিনি। কিন্তু ‘আপ কা
সুরুর’র পর ভাগ্য আর তেমন সঙ্গ হয়নি হানসিকার। বলিউডে কাজ কমতে থাকে তার।
এরপর দক্ষিণ ভারতের ছবিতে মনোযোগী হন তিনি। এখন দক্ষিণ ভারতের অত্যন্ত
ব্যস্ত অভিনেত্রীতে পরিণত হয়েছেন হানসিকা। তবে এদিকে সম্প্রতি একটি কাণ্ড
ঘটিয়ে ব্যাপক আলোচনায় এসেছেন তিনি। আর সেটি হলো একটি বিকিনি ফটোশুটে অংশ
নিয়েছেন হানসিকা। বিষয়টি অবাক করার মতো হলেও সত্যি। বলিউড কিংবা দক্ষিণ
ভারতের কোন ছবিতেই এখনও বিকিনি পরে ক্যামেরাবন্দি হননি তিনি। এবার হঠাৎ করে
তার বিকিনি ফটোশুট তাই বেশ আলোচনার জন্ম দিয়েছে। নিজের এ বিকিনি শুটের কথা
খোদ হানসিকা জানিয়েছেন তার টুইটার একাউইন্টের মাধ্যমে। জানা গেছে হানসিকা
নিজের সিদ্ধান্ত বদল করেছেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী তিনি এখন থেকে মনঃপূত
হলে বিকিনি পরে চলচ্চিত্রে অভিনয় করবেন। আর হানসিকা এই বিকিনি ফটোশুট
করেছেন দক্ষিণ ভারতের একটি ছবির জন্যই। বিকিনিতে হানসিকার লুক কেমন লাগে
সেটা যাচাইয়ের জন্যই শুটটি করা হয়েছে। নিজের এই শুট দেখে অবাক হয়েছেন স্বয়ং
হানসিকা। কারণ, অনেক বেশি যৌন আবেদনময়ী মনে হচ্ছিল তাকে এই শুটের
ছবিগুলোতে। দক্ষিণ ভারতের পরিচালক শ্রীকান্তের নতুন ছবিতেই হানসিকাকে দেখা
যাবে বিকিনি পরা অবস্থায়।
Latest Post
Showing posts with label Mandira Bedi nude hot. Show all posts
Showing posts with label Mandira Bedi nude hot. Show all posts
bipasha basu hot,
Ekta kapoor,
Mandira Bedi nude hot,
Mona Sing,
Neha Dhupia hot,
sanny Leone hot,
sophie shootout at wadala
প্রিয়াংকা-সানি লিওনকে ছাড়িয়ে সোফি
নিজের সেক্সসিম্বল ইমেজের জন্যই মূলত পরিচিত গায়িকা-অভিনেত্রী-পারফর্মার
সোফি চৌধুরী। ইতিমধ্যে নিজের পপ গানগুলোতে ব্যাপক খোলামেলা ক্যামেরাবন্দি
হয়ে একাধিকবার আলোচনায় এসেছেন তিনি। এছাড়াও বলিউডের ছবিতেও অভিনয় ও গানে
নিজের সেক্সসিম্বল ইমেজ অক্ষুণ্ন রেখেছেন এ অভিনেত্রী। এই সময়ে বলিউড ছবির
অন্যতম হট গার্ল হিসেবে ধরা হয় সোফিকে। এদিকে সমপ্রতি সঞ্জয় গুপ্তা
পরিচালিত ‘শুটআউট এট ওয়াদআলা’ ছবির মাধ্যমে আবারও তুমুল আলোচনায় এসেছেন
তিনি। এই ছবির ‘আলারে আলা’ নামক আইটেম গানে অত্যন্ত খোলামেলা হয়ে
ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। গানটির মাধ্যমে নতুন করে আলোচনায় এসেছেন সোফি।
এখানে জন আব্রাহামের সঙ্গে পারফর্ম করেছেন তিনি। গানটিতে অত্যন্ত
স্বল্পবসনা সোফিকে আবিষ্কার করা গেছে। একটি দৃশ্যে শুধু লাল রঙা দু’টুকরো
কাপড় পরে কাজ করেছেন তিনি। গানটিতে সোফির পারফর্মেন্সও হয়েছে অসাধারণ।
ইতিমধ্যে এই গানটি গত চারদিনে ইউটিউবে রেকর্ডসংখ্যকবার দেখেছেন দর্শক।
এদিকে এর আগে একই ছবির আরও দুটি গানে পারফর্ম করেছেন প্রিয়াংকা চোপড়া ও
সানি লিওন। কিন্তু খোলামেলার দিক দিয়ে প্রিয়াংকা ও সানিকেও ছাড়িয়ে গেছেন
সোফি। গতকালই এই ছবিটি মুক্তি পেয়েছে। অ্যাকশননির্ভর এই বিগ বাজেটের ছবির
প্রতি দর্শকদের ব্যাপক আগ্রহ অনেক আগে থেকেই লক্ষ্য করা গেছে। বিশেষ করে
একাধিক তারকার পাশাপাশি আইটেম গানে প্রিয়াংকা, সানি লিওন ও সোফি চৌধুরীর
উপস্থিতি অন্যরকম মাত্রা যোগ করেছে ছবিতে।
bipasha basu hot,
Ekta kapoor,
Mandira Bedi nude hot,
Mona Sing,
Neha Dhupia hot,
Ria sen hot,
sanny Leone hot
খোলামেলা দৃশ্যে ব্যর্থ হয়েই...
নিজেকে আবেদনময়ী নয়, বরং মমতাময়ী বাঙালি মেয়ে ভাবতেই বেশি পছন্দ করেন
সুচিত্রা সেনের নাতনী রিয়া সেন। তিনি আবেদনময়ী আখ্যা পেতে চান না। রিয়া
বলেন, আমি একজন বাঙালি মেয়ে। এটাই আমার আসল পরিচয়। ভক্তদের কাছে আমি হট
গার্লের মতো পাশ্চাত্য খ্যাতি লাভ করতে চাই না। চরিত্রের প্রয়োজনেই বলিউডের
বেশ কয়েকটি ছবিতে খোলামেলা পোশাক পরতে হয়েছে। কিন্তু এ ধরনের পোশাকে আমি
মোটেও স্বাচ্ছন্দ্যবোধ করি না। রিয়ার এসব কথার বাস্তব প্রতিফলন আজকাল বেশ
জোরেশোরেই দেখা যাচ্ছে তার পোশাকে। তাকে এখন বাঙালি সাজেই বেশি দেখা
যাচ্ছে। বিভিন্ন অনুষ্ঠানে শাড়ি পরে উপস্থিত হচ্ছেন তিনি। তাই সমালোচকরা
বলছেন, খোলামেলা দৃশ্যে ব্যর্থ হয়েই তিনি সুর বদলেছেন।
Aamir khan Salman khan acting,
bipasha basu hot,
Ekta kapoor,
Mandira Bedi nude hot,
Mona Sing,
Neha Dhupia hot,
sanny Leone hot
সানির বিস্ফোরক মন্তব্য
ভারতে সাম্প্রতিক সময়ে একের পর এক ধর্ষণ ও নারী নিগ্রহের ঘটনা নিয়ে এখন
উত্তপ্ত দেশটির পরিস্থিতি। ঠিক তখনই ধর্ষণ নিয়ে বিপরীতার্থক ও বিস্ফোরক
মন্তব্য করে আগুনে ঘি ঢেলেছেন সাবেক পর্নো তারকা ও বলিউড নায়িকা সানি
লিওন। সোমবার রাতে দেশটির একটি নিউজ চ্যানেলে দেয়া এক বক্তব্যে সানি যৌন
সন্ত্রাসের সঙ্গে পর্নোগ্রাফির কোন সম্পর্ক নেই বলে মন্তব্য করেন। তিনি
বলেন, যেসব মানুষ মনে করে পর্নোগ্রাফির সব সত্যি এটি তাদের জন্য নয়। এটি
একটি ফ্যান্টাসি এবং একই সঙ্গে বিনোদনও। সমাজে ছড়িয়ে পড়া পর্নোগ্রাফির
কারণে ধর্ষণের মতো ঘটনা ঘটছে কিনা এমন প্রশ্নের জবাবে সানি বলেন, এটি
সম্পূর্ণ বাজে কথা। মানুষের আসল শিক্ষা শুরু হয় ঘর থেকে। মা এবং বাবার উচিত
তাদের সন্তানের সঙ্গে বসে কোনটি ভাল আর কোনটি মন্দ তা শিক্ষা দেয়া। এদিকে
সানির এ মন্তব্যের নিন্দা জানিয়েছে দেশটির বিভিন্ন স্তরের মানুষ।
Anushka Sharma hot,
bipasha basu hot,
Ekta kapoor,
Mandira Bedi nude hot,
Tanusree datt
একতা কাপুরের বিয়ে
ভারতীয় টিভি সিরিয়ালের রানী একতা কাপুর বিয়ে করতে যাচ্ছেন। এমনটাই নিশ্চিত
করেছেন তার ভাই বলিউড তারকা তুষার কাপুর। বিয়ের বিষয়টা অনেকদিন ধরেই
গুঞ্জনে ছিল। আর সেই গুঞ্জন, জল্পনা থেকে আলোচনায় পরিণতি পেতেও বেশি দেরি
হয়নি। একতা কাপুরের বিয়ের খবর নিশ্চিত করে তুষার শনিবার জানান, কিছুদিনের
মধ্যেই বোন একতা কাপুর বিয়ে করছেন।
Aamir khan Salman khan acting,
Anushka Sharma hot,
Mandira Bedi nude hot,
Shilpa Shetty hot IPL,
Shimla Niloy movie,
Tanusree datt
আনুশকার আপত্তি
ইতিমধ্যে দুটি ছবিতে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন আনুশকা শর্মা ও রণবীর সিং।
ছবি দুটি হলো ‘ব্যান্ড বাজা বারাত’ এবং ‘লেডিস ভারসেস রিকি বেল’। এ দুটিই
যশরাজ ফিল্মসের ছবি। দুটি ছবিই বেশ ব্যবসা সফলতা অর্জন করেছে। মূলত এই
ছবিগুলোর বদৌলতে এই দুই তারকাই পরিচালকদের আস্থায় পরিণত হয়েছেন। পাশাপাশি
এই দুই ছবির শুটিং করতে গিয়ে বাস্তবেও ঘনিষ্ঠ হয়ে ওঠেন আনুশকা-রণবীর। তাদের
দু’জনের প্রেম কাব্যের সংবাদও কম প্রকাশিত হয়নি মিডিয়ায়। কিন্তু বেশ কিছু
দিন ধরেই সেই ঘনিষ্ঠতা কমেছে। দু’জনই প্রেমের বদলে মনোযোগী হয়েছেন কাজে।
এদিকে আগের দুটি ছবির ধারাবাহিকতায় যশরাজ ফিল্মসের আরও একটি ছবিতে জুটিবদ্ধ
হয়ে কাজ করার কথা ছিল আনুশকা-রণবীরের। চলতি মাসের শেষের দিকেই এ ছবির
শুটিং শুরু হওয়ার কথা। কিন্তু বেঁকে বসেছেন আনুশকা। এ ছবিতে বেশ কিছু
ঘনিষ্ঠ দৃশ্য পরিকল্পনা করা হয়েছিল আনুশকা-রণবীরের। এর মধ্যে চুমোর দৃশ্যও
ছিল। কিন্তু তাতে আপত্তি জানান অনুশকা। পরিচালকের সঙ্গে বিষয়টি নিয়ে ব্যাটে
বলে না মেলায় ছবিতে অভিনয় করবেন না বলে জানিয়ে দিয়েছেন তিনি। আনুশকার এমন
হঠাৎ ‘না’-তে অবাক হয়েছেন সবাই। কারণ, এর আগের দুটি ছবিতেই রণবীরের সঙ্গে
ঘনিষ্ঠ দৃশ্যে কাজ করেছিলেন তিনি। কিন্তু এবার এরকম দৃশ্য করতে নারাজ।
ধারণা করা হচ্ছে, রণবীরের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ভাল না যাওয়ার কারণেই
আনুশকা এ ছবিটি করছেন না। তবে মিডিয়াকে আনুশকা জনিয়েছেন, আমার কাছে বেশ
কয়েকটি দৃশ্য আপত্তিজনক মনে হয়েছে বলেই ছবিটি করছি না। কারণ, আমি নিজেকে
প্রশ্নবিদ্ধ করতে চাই না। খোলামেলা হতে আমার কোন দ্বিধা নেই। কিন্তু এই
ছবিতে এমন কিছু দৃশ্য করার কথা বলা হয়েছিলো, যা আমার ইমেজের সঙ্গে যায় না। এ
কারণেই ছবিটি করছি না। এর বাইরে অন্য কিছু নয়!
Aamir khan Salman khan acting,
Aamir khan Vojpuri language,
Mandira Bedi nude hot,
Neha Dhupia hot,
Shilpa Shetty hot IPL
নতুন করে আইপিএল জ্বরে শিল্পা
বলিউডে বহুদিন ধরেই অনুপস্থিত রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠি। বিয়ের
পর থেকেই স্বামী-সন্তান-সংসার নিয়েই ব্যস্ত হয়ে পড়েন তিনি। স্বামী রাজ
কুন্দ্রার সঙ্গে ব্যবসায়িক কাজ নিয়েও মনোযোগী হয়েছেন তিনি। এদিকে বিয়ের আগে
থেকেই ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল)-এ রাজ কুন্দ্রার দল রাজস্থান
রয়্যালসকে সমর্থন দিয়ে আসছেন শিল্পা। নিয়মিত মাঠে থেকে এই দলের খেলোয়াড়দের
সাহস জুগিয়েছেন তিনি। তবে বিয়ে ও সন্তান হওয়ার পর শিল্পার আইপিএল জ্বরটা
থেমে যাবে বলেই ভেবেছিলেন সবাই। কিন্তু তা হয়নি। বরং সম্প্রতি আইপিএল জ্বরে
যেন নতুন করে আক্রান্ত হয়েছেন তিনি। বলিউডে না ফিরলেও দীর্ঘ সময় পর
আইপিএলের মাঠে ঠিকই ফিরেছেন শিল্পা শেঠি। নতুন উদ্যম নিয়ে তিনি এখন সমর্থন
জোগাচ্ছেন রাজস্থান রয়্যালসকে। এই দলটির সর্বশেষ খেলায় সম্প্রতি স্বামী রাজ
কুন্দ্রার সঙ্গে মাঠে উপস্থিত হয়েছেন তিনি। আগের থেকে এই খেলাটি নিয়ে আরও
বেশি উচ্ছ্বাসিত ছিলেন শিল্পা। এদিকে সন্তান জন্ম দেয়ার পর বেশিরভাগ
অভিনেত্রী মুটিয়ে গেলেও শিল্পার ক্ষেত্রে ঘটেছে আলাদা। রাজস্থান রয়্যালসের
জার্সি গায়ে আগের থেকেও বেশি স্লিম মনে হয়েছে তাকে। রাজস্থান রয়্যালসের এই
খেলাটি শুরু থেকে শেষ পর্যন্ত উপভোগ করেছেন তিনি। অনেক দিন পর শিল্পাকে
পেয়ে ক্যামেরাও যেন পিছু ছাড়তে চাইছিল না তার। খেলার বিরতিতে মিডিয়াকে
শিল্পা জানান, রাজস্থান রয়্যালসের জার্সি গায়ে আবারও মাঠে আসতে পেরে ভাল
লাগছে। চ্যাম্পিয়ন হওয়ার আশা নিয়েই আমরা প্রতিবার মাঠে নামি। তবে এই মওসুমে
আগের থেকে রাজস্থান রয়্যালস অনেক বেশি শক্তিশালী বলেই আমার মনে হয়।
নিয়মিতই রাজের সঙ্গে আমি রাজস্থান রয়্যালসের খেলায় উপস্থিত থাকবো। সংসারের
পর আমার কাছে এখন সবচেয়ে আনন্দের জায়গা হলো আইপিএলের আসর। প্রতিবারই নতুন
উদ্যাম নিয়ে দলকে সমর্থনের মাধ্যমে খেলোয়াড়দের উৎসাহ জোগাতে চাই। তবে এবার
আমরা চ্যাম্পিয়ন হবোই হবো।
Bangladeshi Model Shokh,
Mandira Bedi nude hot,
Ria bd model,
Salman khan acting
অভিনয়কে কখনই পেশা হিসেবে নেয়ার চিন্তা করেননি বলে জনপ্রিয় নৃত্যশিল্পী ও
মডেল রিয়াকে অভিনয়ে খুব বেশি একটা পাওয়া যায়নি। যে কারণে ক্যারিয়ারের শুরু
থেকে এই পর্যন্ত তার অভিনীত নাটকের সংখ্যা সব মিলিয়ে বিশটি কিংবা তার বেশি
হবে। সব সময়ই রিয়া নাচ এবং মডেলিংকে প্রাধান্য দিয়েছেন একটু বেশিই। ফলে বহু
জনপ্রিয় বিজ্ঞাপনে মডেল হিসেবে দর্শক পেয়েছেন তাদের প্রিয় রিয়াকে। এক বছর
আগে রিয়াকে সর্বশেষ একটি মেহেদীর বিজ্ঞাপনে মডেল হিসেবে দেখা গেছে। আর বিগত
এক বছর বাবার অসুস্থতা, বিয়ে এবং রিয়েলিটি শো সহ অন্যান্য আনুষঙ্গিক বিষয়
নিয়ে এত বেশি ব্যস্ত ছিলেন যে নতুন কোন বিজ্ঞাপনেই তাকে দেখা যায়নি। এক বছর
বিরতির পর জনপ্রিয় এই মডেল তারকাকে দর্শক আবারও নতুন একটি বিজ্ঞাপনে দেখতে
পাবেন। রানা মাসুদের নির্দেশনায় এটি ‘ড্যানিশ ফুল ক্রীম মিল্ক’-এর
বিজ্ঞাপন। তৌকীর বিপাশার নক্ষত্রবাড়িসহ আরও একটি লোকেশনে এরই মধ্যে
বিজ্ঞাপনটির শুটিং সম্পন্ন হয়েছে। রিয়া বলেন, বিগত এক বছরে আসলে আমার
ব্যস্ততাও ছিল একটু বেশি আবার ভাল বিজ্ঞাপনে কাজ করার অফারও এসেছে কম। রানা
ভাইয়ের কাজের প্রতি আমার আস্থা আছে। যে কারণেই মূলত এই কাজটি করা। আশা করি
বিজ্ঞাপনটি সবার ভাল লাগবে। উল্লেখ্য, রিয়া যখন ক্লাস সেভেনে পড়েন সেই
সময়ই তিনি প্রথম ‘কোকোনাট বিস্কুট’ এর বিজ্ঞাপনে মডেল হন। তবে সাইদুল আনাম
টুটুলের নির্দেশনায় ‘লালবাগের হাসমার্কা নারকেল তেল’-এর বিজ্ঞাপনে কাজ করে
মডেল হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেন। এরপর থেকে এখন পর্যন্ত পঞ্চাশেরও
বেশি মানসম্পন্ন বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। রিয়া অভিনীত প্রথম নাটক ছিল
ফারুক ভূঁইয়া প্রযোজিত একটি নাটক। এই নাটকে তিনি শর্মিলী আহমেদের মেয়ের
চরিত্রে অভিনয় করেছিলেন। এর পরপরই তিনি ফারিয়া হোসেনের ‘যে যেখানে দাঁড়িয়ে’
এবং মোহন খানের ‘হৃদয়পুরের গল্প’ নাটকে অভিনয় করেন।
এক বছর পর নতুন বিজ্ঞাপনে
Bangladeshi Model Shokh,
Mandira Bedi nude hot,
Mona Sing,
Shakib Khan Shish
বিনোদন ডেস্ক: ক্লিন ইমেজ হিসেবে পরিচিত ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় শিল্পী
মোনা সিংয়ের চেহারার সঙ্গে হুবহু মেলে এমন একটি মেয়ের ২৩ সেকেন্ডের একটি
নগ্ন ভিডিও সমপ্রতি ইন্টারনেটে প্রকাশ পায়। যেখানে তিনি একাই রয়েছেন। এই
ঘটনা অনেকটা রহস্যময়তা সৃষ্টি করেছে। কারণ, এই ভিডিওটি দেখলেই বোঝা যায়
পারফরমকারী নিজে ছাড়া এটি অন্য কারও পক্ষে ধারণ করা সম্ভব নয়। এসব বিষয়
নিয়েই সৃষ্ট বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে সমপ্রতি মুম্বই পুলিশ মোনাকে
ডেকেছে। যদিও মোনা পুলিশের কাছে ভিডিওর মেয়েটি তিনি নয় বলেই দাবি করেছেন
এবং এর বিরুদ্ধে তিনি আইনানুগ ব্যবস্থা নেবেন বলেও জনিয়েছেন। তিনি দাবি
করেছেন কম্পিউটারের সাহায্যে এই ক্লিপটি তৈরি করা হয়েছে। গুঞ্জন রয়েছে,
মোনা অস্বীকার করলেও ভিডিও যে তার নিজেরই এমন বলেছেন বিশেজ্ঞরা। তবে কেন
এমনটা ঘটলো তা বোধগম্য হচ্ছে না অনেকের।
পুলিশের মুখোমুখি মোনা
himmatwala hot picture,
Mandira Bedi nude hot,
Salman khan acting,
Tanusree datt
এবার তনুশ্রী
‘ডন’ ছবিতে ‘ইয়ে মেরা দিল পেয়ার কা দিওয়ানা’ গানটিতে পারফর্ম করে তাক
লাগিয়ে দিয়েছিলেন ষাট-সত্তর দশকের ক্যাবারে কুইন হেলেন। এই গানটির মাধ্যমেই
সর্বাধিক লাইম লাইটে আসেন তিনি। ছবিতে ডন ভূমিকায় অভিনয় করেছিলেন অমিতাভ
বচ্চন। অন্যদিকে এই ছবির রিমেক ভার্সনের নাম ভূমিকায় বছর খানেক আগে অভিনয়
করে আলোচনায় আসেন শাহরুখ খান। ছবির ‘ইয়ে মেরা দিল’ গানটিতে পারফর্ম করেন
কারিনা কাপুর। হেলেনের চরিত্রে কারিনার পারফরমেন্সও বেশ প্রশংসিত হয়। এমনকি
হেলেনও কারিনার প্রশংসায় ছিলেন পঞ্চমুখ। এবার হেলেনের চরিত্রটি করতে গিয়ে
এই গানে পারফর্ম করবেন তনুশ্রী দত্ত। তবে বলিউডের ছবিতে নয়, এবার দক্ষিণ
ভারতে নির্মিত হতে যাচ্ছে ‘ডন’ ছবির রিমেক ভার্সন। আর এই ছবিতে হেলেনের
চরিত্রটির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তনুশ্রী। তবে হেলেন এবং কারিনার চায়েও
ব্যাপক খোলামেলাভাবে এই গানে উপস্থাপিত হচ্ছেন এই অভিনেত্রী। আর গানটিতে
পারফর্ম করতে যাওয়ায় দারুণ এক্সাইটেড তিনি। এই ছবিটি নির্মাণ করছেন
প্রভুদেবা। বড় বাজেটের এ ছবিতে নতুন একজন অভিনেতাকে ডন হিসেবে নিয়ে আসা
হচ্ছে। তবে সে সম্পর্কে এখনও ঘোষণা দেননি পরিচালক। এদিকে এই ছবিতে হেলেনের
চরিত্রে কাজ প্রসঙ্গে তনুশ্রী বলেন, আমি এখন পর্যন্ত অনেক ছবিতেই অভিনয়
করেছি। তবে এই ছবিটি নিয়েই সবচেয়ে বেশি এক্সাইটেড আমি। কারণ হেলেন জি আমার
অনেক প্রিয় একজন মানুষ। ডান্সার হিসেবে তার কোন জুড়ি নেই। ব্যক্তিগতভাবেও
তিনি অনেক ভাল একজন মানুষ। বিশেষ করে এই ছবির ‘ইয়ে মেরা দিল’ গানটিতে
ক্যামেরাবন্দি হওয়ার অপেক্ষায় আছি। হেলেনের পর কারিনাও এই গানটিতে পারফর্ম
করেছে। এখন তার থেকে ভিন্নধর্মিভাবে কিভাবে নিজেকে উপস্থাপন করা যায় তাই
নিয়ে ডিজাইনারদের সঙ্গে কথা চলছে। আশা করছি ভাল কিছু হবে।
Aamir khan Salman khan acting,
Bangladeshi Model Shokh,
Mandira Bedi nude hot,
Shakib Khan Shish
অবশেষে একসঙ্গে শাকিব খান-শীষ মনোয়ার
ঢাকা: চলচ্চিত্রের বৃহত্তর স্বার্থেই অবশেষে নিজের অভিমান ভেঙ্গে জাজ মাল্টিমিডিয়ায় ফিরলেন শাকিব খান।
পূর্ব নির্ধারিত সিডিউল অনুযায়ী বুধবার আনুষ্ঠানিকভাবে জাজ মাল্টিমিডিয়ার নতুন সিনেমা ‘ভালোবাসা আজকাল’- এর কাজ শুরু করলেন শাকিব খান।
কাজ শুরুর আগে ৩ এপ্রিল দুপুরে রাজধানীর হাতিরঝিল এলাকায় নিজেদের মান অভিমান তুচ্ছ করে হাতে হাত মেলান চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠানটির সিইও মনোয়ার এহতেশাম শীষ এবং চিত্রনায়ক শাকিব খান।
এ সময় শাকিব খান বলেন, “জাজ মাল্টিমিডিয়া চলমান সময়ের আলোচিত প্রযোজনা প্রতিষ্ঠান। তাদের কল্যাণে দেশের চলচ্চিত্র এখন ডিজিটাল হাওয়ায় ভাসছে। চলচ্চিত্রের দিন বদলের জন্য অনেকদিন ধরেই তারা পরিকল্পনা করছেন। চলচ্চিত্র নিয়ে তাদের আধুনিক চিন্তাধারা আমাকে মুগ্ধ করে। দুই বছর আগেই তাদের সঙ্গে কাজ করার কথা ছিল আমার। কিন্তু নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে তাদের প্রথম সিনেমা করা হয়নি আমার। তবে সব কিছু ভুলে আমরা নতুন করে যাত্রা শুরু করলাম। এর মাধ্যমে আশা করছি চলচ্চিত্রের দর্শক নতুন কিছু পাবে।”
জাজ মাল্টিমিডিয়ার সিইও মনোয়ার এহতেশাম শীষ বলেন, “চলচ্চিত্রের বৃহত্তর স্বার্থে আমরা সব সময়ই আন্তরিক। শাকিব খান আমাদের সিনেমা করার আগ্রহ প্রকাশ করেছেন- এটা চলচ্চিত্রের জন্য অনেক ইতিবাচক। আমাদের বিশ্বাস চলচ্চিত্রের সবাইকে নিয়ে আমরা বিশ্ব মানের ছবি তৈরি করবো।”
উল্লেখ্য, ‘ভালোবাসা আজকাল’ সিনেমাটি পরিচালনা করছেন পিএ কাজল। এখানে শাকিব খানের সঙ্গে নায়িকা হিসেবে থাকবেন ভালোবাসার রঙ ছবির নায়িকা মাহি। ছবিতে আরো অভিনয় করবেন সুব্রত, কাবিলা, মিশা সওদাগর এবং মিরাক্কেলেরর জামিরসহ আরও অনেকে।
পূর্ব নির্ধারিত সিডিউল অনুযায়ী বুধবার আনুষ্ঠানিকভাবে জাজ মাল্টিমিডিয়ার নতুন সিনেমা ‘ভালোবাসা আজকাল’- এর কাজ শুরু করলেন শাকিব খান।
কাজ শুরুর আগে ৩ এপ্রিল দুপুরে রাজধানীর হাতিরঝিল এলাকায় নিজেদের মান অভিমান তুচ্ছ করে হাতে হাত মেলান চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠানটির সিইও মনোয়ার এহতেশাম শীষ এবং চিত্রনায়ক শাকিব খান।
এ সময় শাকিব খান বলেন, “জাজ মাল্টিমিডিয়া চলমান সময়ের আলোচিত প্রযোজনা প্রতিষ্ঠান। তাদের কল্যাণে দেশের চলচ্চিত্র এখন ডিজিটাল হাওয়ায় ভাসছে। চলচ্চিত্রের দিন বদলের জন্য অনেকদিন ধরেই তারা পরিকল্পনা করছেন। চলচ্চিত্র নিয়ে তাদের আধুনিক চিন্তাধারা আমাকে মুগ্ধ করে। দুই বছর আগেই তাদের সঙ্গে কাজ করার কথা ছিল আমার। কিন্তু নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে তাদের প্রথম সিনেমা করা হয়নি আমার। তবে সব কিছু ভুলে আমরা নতুন করে যাত্রা শুরু করলাম। এর মাধ্যমে আশা করছি চলচ্চিত্রের দর্শক নতুন কিছু পাবে।”
জাজ মাল্টিমিডিয়ার সিইও মনোয়ার এহতেশাম শীষ বলেন, “চলচ্চিত্রের বৃহত্তর স্বার্থে আমরা সব সময়ই আন্তরিক। শাকিব খান আমাদের সিনেমা করার আগ্রহ প্রকাশ করেছেন- এটা চলচ্চিত্রের জন্য অনেক ইতিবাচক। আমাদের বিশ্বাস চলচ্চিত্রের সবাইকে নিয়ে আমরা বিশ্ব মানের ছবি তৈরি করবো।”
উল্লেখ্য, ‘ভালোবাসা আজকাল’ সিনেমাটি পরিচালনা করছেন পিএ কাজল। এখানে শাকিব খানের সঙ্গে নায়িকা হিসেবে থাকবেন ভালোবাসার রঙ ছবির নায়িকা মাহি। ছবিতে আরো অভিনয় করবেন সুব্রত, কাবিলা, মিশা সওদাগর এবং মিরাক্কেলেরর জামিরসহ আরও অনেকে।
Mandira Bedi nude hot
মন্দিরার নগ্ন ফটোশুট
বিনোদন ডেস্ক: নব্বই দশকের শুরুতে ছোট পর্দার মাধ্যমে মিডিয়ায় এক ধরনের
রাজকীয় অভিষেক হয়েছিল মন্দিরা বেদীর। ভারতের দূরদর্শনের ‘শান্তি’ নামক
সিরিয়ালের নাম ভূমিকায় অভিনয়ের মধ্যে দিয়ে তার যাত্রা শুরু। এই সিরিয়ালে
কাজ করে তুমুল আলোচনায় আসেন তিনি। তবে এরপর খুব বেশি নাটকে মন্দিরাকে আর
দেখা যায়নি। বরং উপস্থাপনা ও বড় পর্দায় মনোযোগী হন তিনি। বিশেষ করে ভারতের
প্রথম মহিলা ধারাভাষ্যকার হিসেবে ব্যাপক সফলতা পান মন্দিরা। বেশ কিছু
চলচ্চিত্রেও অভিনয় করেন তিনি। এদিকে বলিউডের চলচ্চিত্রে পা দেয়ার সঙ্গে
সঙ্গেই একটি ফটোশুট করে আলোচনায় আসেন মিন্দিরা। কারণ ব্যাপক খোলামেলা হয়ে
তিনি সেই ফটোশুটে অংশ নিয়েছিলেন। অনেকেই ‘শান্তি’ সিরিয়ালের মন্দিরাকে
একদমই মেলাতে পারেননি সেই শুটের সঙ্গে। এদিকে গত বছরই পুত্র সন্তানের জননী
হয়েছেন তিনি। এতোদিন সেই সন্তান নিয়েই ব্যস্ত সময় কেটেছে মন্দিরার। তবে
নতুন খবর হচ্ছে, সম্প্রতি আবারও একটি ফটোশুটে কাজ করে আলোচনা-সমালোচনার
কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন মন্দিরা। এবার তিনি অংশ নিয়েছেন অনেকটা নগ্ন
ফটোশুটে। মা হওয়ার পরও যে নিজের শারীরিক সৌন্দর্যের কোন রকম অবনতি হয়নি
সেটা প্রদর্শনের জন্যই মন্দিরা এই ফটোশুটটি ব্যক্তিগত উদ্যোগে করেছেন।
ইতিমধ্যে তিনি নিজের এই নগ্ন-অর্ধনগ্ন ছবি টুইটার একাউন্টের মাধ্যমে প্রকাশ
করেছেন, যার মাধ্যমে বেশ সমালোচিতও হয়েছেন। কারণ ক্যারিয়ারের এই পর্যায়ে
এসে মন্দিরার এমন নগ্ন ফটোশুটের বিষয়টি স্বাভাবিকভাবে নিতে পারছেন না কেউ।
তবে এ বিষয়ে মন্দিরার সাফ ভাষ্য হলো, আমি শুরু থেকেই স্বাধীন মন ও মতের
একজন নারী।
নিজেকে আমি কোথাও আটকে রাখতে চাই না। সন্তান হওয়ার আগে একটি ফটোশুট করেছিলাম আমি, এখন আবার করলাম। আমার মনে হয় কেউ পার্থক্য খুঁজে পাবে না দুটি ছবিতে। এই নিয়ে হয়তো অনেকে অনেক সমালোচনা করতে পারে, তবে তাতে আমি কান দিতে রাজি নই। আমি নিজের মতো করেই সব কাজ করতে চাই। আর একটি নতুন সংবাদ হলো আমি বলিউডের নতুন একটি ছবিতে কাজ করতে যাচ্ছি। তাতে আরও নতুন চমক থাকবে। সবাই অপেক্ষায় থাকুন।
নিজেকে আমি কোথাও আটকে রাখতে চাই না। সন্তান হওয়ার আগে একটি ফটোশুট করেছিলাম আমি, এখন আবার করলাম। আমার মনে হয় কেউ পার্থক্য খুঁজে পাবে না দুটি ছবিতে। এই নিয়ে হয়তো অনেকে অনেক সমালোচনা করতে পারে, তবে তাতে আমি কান দিতে রাজি নই। আমি নিজের মতো করেই সব কাজ করতে চাই। আর একটি নতুন সংবাদ হলো আমি বলিউডের নতুন একটি ছবিতে কাজ করতে যাচ্ছি। তাতে আরও নতুন চমক থাকবে। সবাই অপেক্ষায় থাকুন।
Labels:
Mandira Bedi nude hot