টালিগঞ্জে ছবির শুটিংয়ের ক্ষেত্রে এমন ঘটনা আগে কখনও ঘটেনি। ছবির শুটিং
শুরুর প্রথম দিনে প্রথমেই শয্যা দৃশ্য। আর এ দৃশ্যে নায়িকার বিপরীতে থাকবেন
প্রযোজক কাম অভিনেতা। উদ্দেশ্যটা যে মোটেই ভাল নয় সেটা বুঝতে পেরে
অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় রেগে আগুন। শেষ পর্যন্ত ছেড়েও দিলেন
ছবিটি। এই ঘটনা নিয়ে টালিগঞ্জ বেশ সরগরম। পরিচালক শুভব্রত চট্টোপাধ্যায়ের
প্রথম ছবি ‘মনিহারা’। আর এ ছবিতেই নায়িকার চরিত্রে অভিনয় করতে রাজি
হয়েছিলেন স্বস্তিকা। তাই স্ক্রিপ্ট নিয়ে পাড়ি দিয়েছিলেন লন্ডনে। সেখানে
সুমন মুখোপাধ্যায়ের ‘শেষের কবিতা’ ছবির কাজ বাকি ছিল। সেখানে চিত্রনাট্য
পড়ে ভালই লেগেছিল। তবে শয্যা দৃশ্য নিয়ে তার খটকা ছিল। সমপ্রতি কলকাতায়
ফিরে ‘মনিহারা’-র শুটিংয়ের জন্য তৈরিও হয়েছিলেন। কিন্তু শুটিংয়ের আগে
পরিচালকের কাছ থেকে স্বস্তিকা জানতে পারেন, শুটিংয়ে প্রথম যে দৃশ্য
ক্যামেরা বন্দি করা হবে সেটি একটি শয্যা দৃশ্য। আর এই দৃশ্যে তার সঙ্গে
অন্তরঙ্গ হবেন প্রযোজক কাম অভিনেতা অর্ঘ্যদীপ চট্টোপাধ্যায়। আর এটা জানতে
পেরেই স্বস্তিকা রেগে আগুন। তিনি বলেছেন, শয্যা দৃশ্যে অভিনয় করতে আমার কোন
আপত্তি নেই। কিন্তু অপ্রয়োজনীয় এই শয্যা দৃশ্যটির পরিকল্পনাই করা হয়েছে
তার সঙ্গে মাখামাখি করার সুযোগ নিতে। আর সেজন্যই প্রযোজক অভিনেতা সেজেছেন।
স্বস্তিকা জানিয়েছেন, অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করার ব্যাপারে আমার কোন
ন্যাকামি নেই। কিন্তু অভিনেত্রীকে বেশ্যা হিসেবে ভাবার কোন কারণ নেই। তিনি
জানান, সাধারণভাবে মহিলাদের, বিশেষ করে অভিনেত্রীদের যাতে এইভাবে ব্যবহার
করা না হয় সেজন্যই তিনি ছবির কাজ ছেড়ে দিয়ে চলে এসেছেন। স্বস্তিকা নিজে
টুইট করেই এসব কথা জানিয়েছেন। রবীন্দ্রনাথের ‘মনিহারা’ গল্পের আধুনিক রূপ
নিয়েই ছবিটি করছেন শুভব্রত। তবে তিনি জানিয়েছেন, স্বস্তিকার কয়েকটি দৃশ্যে
অভিনয় করতে আপত্তি ছিল বলে তাকে বাদ দিয়েই ছবিটি হচ্ছে। স্বস্তিকার
পরিবর্তে নেয়া হয়েছে সোহিনী সরকার নামে এক নতুন অভিনেত্রীকে। অবশ্য এ
অভিনেত্রী জানিয়েছেন, কেন স্বস্তিকার বদলে তাকে নেয়া হয়েছে তা তিনি জানেন
না। তবে নায়কের সঙ্গে শয্যা দৃশ্য করার ব্যাপারে তার আপত্তির কথা জেনে
পরিচালক কথা দিয়েছেন তাকে এ ব্যাপারে জোর করা হবে না।
Latest Post
Showing posts with label Aamir khan Salman khan acting. Show all posts
Showing posts with label Aamir khan Salman khan acting. Show all posts
Aamir khan Salman khan acting,
bipasha basu hot,
Ekta kapoor,
Mandira Bedi nude hot,
Mona Sing,
Neha Dhupia hot,
sanny Leone hot
সানির বিস্ফোরক মন্তব্য
ভারতে সাম্প্রতিক সময়ে একের পর এক ধর্ষণ ও নারী নিগ্রহের ঘটনা নিয়ে এখন
উত্তপ্ত দেশটির পরিস্থিতি। ঠিক তখনই ধর্ষণ নিয়ে বিপরীতার্থক ও বিস্ফোরক
মন্তব্য করে আগুনে ঘি ঢেলেছেন সাবেক পর্নো তারকা ও বলিউড নায়িকা সানি
লিওন। সোমবার রাতে দেশটির একটি নিউজ চ্যানেলে দেয়া এক বক্তব্যে সানি যৌন
সন্ত্রাসের সঙ্গে পর্নোগ্রাফির কোন সম্পর্ক নেই বলে মন্তব্য করেন। তিনি
বলেন, যেসব মানুষ মনে করে পর্নোগ্রাফির সব সত্যি এটি তাদের জন্য নয়। এটি
একটি ফ্যান্টাসি এবং একই সঙ্গে বিনোদনও। সমাজে ছড়িয়ে পড়া পর্নোগ্রাফির
কারণে ধর্ষণের মতো ঘটনা ঘটছে কিনা এমন প্রশ্নের জবাবে সানি বলেন, এটি
সম্পূর্ণ বাজে কথা। মানুষের আসল শিক্ষা শুরু হয় ঘর থেকে। মা এবং বাবার উচিত
তাদের সন্তানের সঙ্গে বসে কোনটি ভাল আর কোনটি মন্দ তা শিক্ষা দেয়া। এদিকে
সানির এ মন্তব্যের নিন্দা জানিয়েছে দেশটির বিভিন্ন স্তরের মানুষ।
Aamir khan Salman khan acting,
Anushka Sharma hot,
Bangladeshi Model Shokh,
bipasha basu hot,
Mona Sing,
Salman khan acting
গত বছরের শেষের দিকে ভাটদের ‘রাজ-৩’ ছবিতে অভিনয় করেছিলেন সেক্সসিম্বল
অভিনেত্রী বিপাশা বসু। সেই ছবিতে ব্যাপক খোলামেলা দৃশ্যে কাজ করা সহ ইমরান
হাশমির বিপরীতে ঘনিষ্ঠ দৃশ্যেও ক্যামেরাবন্দি হন তিনি। এদিকে ‘রাজ-৩’-এর পর
সম্প্রতি বিপাশা অভিনীত ‘আত্মা’ ছবিটি মুক্তি পেয়েছে। সম্পূর্ণ
থ্রিলারধর্মী এ ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন তিনি। একেবারেই ভিন্নভাবে
এ ছবিতে দেখা গেছে বিপাশাকে। পোশাক-আশাক থেকে শুরু করে সাজসজ্জাসহ প্রতিটি
ক্ষেত্রেই পরিবর্তন আনা হয়েছে বিপাশার। একটি আত্মার কাহিনী নিয়েই মূলত
ছবিটি নির্মাণ হয়েছে। এই ছবিতে দুর্দান্ত অভিনয়শৈলি প্রদর্শনের মাধ্যমে
ব্যাপক আলোচিত হচ্ছেন বিপাশা। এর মাধ্যমে নতুন করে আলোচনায় আসায় দারুণ খুশি
এ অভিনেত্রী। এদিকে বলিউডের গতানুগতিক কমেডি ছবির ধারার মাঝে ভিন্নধর্মী
কাহিনী নিয়ে নির্মিত এ ছবিটি মুক্তির আগেই দর্শকদের মাঝে কৌতূহল সৃষ্টি
করেছিলো। তবে অনেক মিডিয়ার বিভিন্ন সংবাদের মধ্যে উঠে এসেছে ‘আত্মা’ একটি
ভৌতিক ছবি। কিন্তু এটা একদমই মানতে নারাজ বিপাশা। আর তাই তো সম্প্রতি
মুম্বইর একটি প্রচারণা অনুষ্ঠানে বিপাশা বসু বলেন, ‘আত্মা’ একটি থ্রিলার
ছবি। এটাকে ভৌতিক ছবি বলা উচিত হবে না। যারা ছবিটি দেখেছেন বা দেখবেন তারাই
কেবল বিষয়টি বলতে পারবেন। তবে ছবি-জুড়েই রয়েছে টান টান উত্তেজনা।
গতানুগতিক ধারার ছবিতে আর অভিনয় আসলে করতে চাই না। এ ছবিটির কাহিনী অনেক
চমৎকার। এখানেও হট বিপাশাকেই দর্শকরা দেখতে পারছেন। একটি পরিপূর্ণ ছবিতে যা
যা দরকার তার সবাই এখানে রয়েছে। জানা গেছে, মুক্তির আরও অনেক সময় বাকি
থাকাকালীনই ভারতের বিভিন্ন প্রেক্ষগৃহে বুকিং হয়ে ছিলো ‘আত্মা’। ধারণা করা
হচ্ছে এটি বছরের অন্যতম ব্যবসা সফল ছবিতে পরিণত হবে।
আবারও হট বিপাশা
Aamir khan Salman khan acting,
Anushka Sharma hot,
Mandira Bedi nude hot,
Shilpa Shetty hot IPL,
Shimla Niloy movie,
Tanusree datt
আনুশকার আপত্তি
ইতিমধ্যে দুটি ছবিতে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন আনুশকা শর্মা ও রণবীর সিং।
ছবি দুটি হলো ‘ব্যান্ড বাজা বারাত’ এবং ‘লেডিস ভারসেস রিকি বেল’। এ দুটিই
যশরাজ ফিল্মসের ছবি। দুটি ছবিই বেশ ব্যবসা সফলতা অর্জন করেছে। মূলত এই
ছবিগুলোর বদৌলতে এই দুই তারকাই পরিচালকদের আস্থায় পরিণত হয়েছেন। পাশাপাশি
এই দুই ছবির শুটিং করতে গিয়ে বাস্তবেও ঘনিষ্ঠ হয়ে ওঠেন আনুশকা-রণবীর। তাদের
দু’জনের প্রেম কাব্যের সংবাদও কম প্রকাশিত হয়নি মিডিয়ায়। কিন্তু বেশ কিছু
দিন ধরেই সেই ঘনিষ্ঠতা কমেছে। দু’জনই প্রেমের বদলে মনোযোগী হয়েছেন কাজে।
এদিকে আগের দুটি ছবির ধারাবাহিকতায় যশরাজ ফিল্মসের আরও একটি ছবিতে জুটিবদ্ধ
হয়ে কাজ করার কথা ছিল আনুশকা-রণবীরের। চলতি মাসের শেষের দিকেই এ ছবির
শুটিং শুরু হওয়ার কথা। কিন্তু বেঁকে বসেছেন আনুশকা। এ ছবিতে বেশ কিছু
ঘনিষ্ঠ দৃশ্য পরিকল্পনা করা হয়েছিল আনুশকা-রণবীরের। এর মধ্যে চুমোর দৃশ্যও
ছিল। কিন্তু তাতে আপত্তি জানান অনুশকা। পরিচালকের সঙ্গে বিষয়টি নিয়ে ব্যাটে
বলে না মেলায় ছবিতে অভিনয় করবেন না বলে জানিয়ে দিয়েছেন তিনি। আনুশকার এমন
হঠাৎ ‘না’-তে অবাক হয়েছেন সবাই। কারণ, এর আগের দুটি ছবিতেই রণবীরের সঙ্গে
ঘনিষ্ঠ দৃশ্যে কাজ করেছিলেন তিনি। কিন্তু এবার এরকম দৃশ্য করতে নারাজ।
ধারণা করা হচ্ছে, রণবীরের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ভাল না যাওয়ার কারণেই
আনুশকা এ ছবিটি করছেন না। তবে মিডিয়াকে আনুশকা জনিয়েছেন, আমার কাছে বেশ
কয়েকটি দৃশ্য আপত্তিজনক মনে হয়েছে বলেই ছবিটি করছি না। কারণ, আমি নিজেকে
প্রশ্নবিদ্ধ করতে চাই না। খোলামেলা হতে আমার কোন দ্বিধা নেই। কিন্তু এই
ছবিতে এমন কিছু দৃশ্য করার কথা বলা হয়েছিলো, যা আমার ইমেজের সঙ্গে যায় না। এ
কারণেই ছবিটি করছি না। এর বাইরে অন্য কিছু নয়!
Aamir khan Salman khan acting,
Aamir khan Vojpuri language,
Mandira Bedi nude hot,
Neha Dhupia hot,
Shilpa Shetty hot IPL
নতুন করে আইপিএল জ্বরে শিল্পা
বলিউডে বহুদিন ধরেই অনুপস্থিত রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠি। বিয়ের
পর থেকেই স্বামী-সন্তান-সংসার নিয়েই ব্যস্ত হয়ে পড়েন তিনি। স্বামী রাজ
কুন্দ্রার সঙ্গে ব্যবসায়িক কাজ নিয়েও মনোযোগী হয়েছেন তিনি। এদিকে বিয়ের আগে
থেকেই ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল)-এ রাজ কুন্দ্রার দল রাজস্থান
রয়্যালসকে সমর্থন দিয়ে আসছেন শিল্পা। নিয়মিত মাঠে থেকে এই দলের খেলোয়াড়দের
সাহস জুগিয়েছেন তিনি। তবে বিয়ে ও সন্তান হওয়ার পর শিল্পার আইপিএল জ্বরটা
থেমে যাবে বলেই ভেবেছিলেন সবাই। কিন্তু তা হয়নি। বরং সম্প্রতি আইপিএল জ্বরে
যেন নতুন করে আক্রান্ত হয়েছেন তিনি। বলিউডে না ফিরলেও দীর্ঘ সময় পর
আইপিএলের মাঠে ঠিকই ফিরেছেন শিল্পা শেঠি। নতুন উদ্যম নিয়ে তিনি এখন সমর্থন
জোগাচ্ছেন রাজস্থান রয়্যালসকে। এই দলটির সর্বশেষ খেলায় সম্প্রতি স্বামী রাজ
কুন্দ্রার সঙ্গে মাঠে উপস্থিত হয়েছেন তিনি। আগের থেকে এই খেলাটি নিয়ে আরও
বেশি উচ্ছ্বাসিত ছিলেন শিল্পা। এদিকে সন্তান জন্ম দেয়ার পর বেশিরভাগ
অভিনেত্রী মুটিয়ে গেলেও শিল্পার ক্ষেত্রে ঘটেছে আলাদা। রাজস্থান রয়্যালসের
জার্সি গায়ে আগের থেকেও বেশি স্লিম মনে হয়েছে তাকে। রাজস্থান রয়্যালসের এই
খেলাটি শুরু থেকে শেষ পর্যন্ত উপভোগ করেছেন তিনি। অনেক দিন পর শিল্পাকে
পেয়ে ক্যামেরাও যেন পিছু ছাড়তে চাইছিল না তার। খেলার বিরতিতে মিডিয়াকে
শিল্পা জানান, রাজস্থান রয়্যালসের জার্সি গায়ে আবারও মাঠে আসতে পেরে ভাল
লাগছে। চ্যাম্পিয়ন হওয়ার আশা নিয়েই আমরা প্রতিবার মাঠে নামি। তবে এই মওসুমে
আগের থেকে রাজস্থান রয়্যালস অনেক বেশি শক্তিশালী বলেই আমার মনে হয়।
নিয়মিতই রাজের সঙ্গে আমি রাজস্থান রয়্যালসের খেলায় উপস্থিত থাকবো। সংসারের
পর আমার কাছে এখন সবচেয়ে আনন্দের জায়গা হলো আইপিএলের আসর। প্রতিবারই নতুন
উদ্যাম নিয়ে দলকে সমর্থনের মাধ্যমে খেলোয়াড়দের উৎসাহ জোগাতে চাই। তবে এবার
আমরা চ্যাম্পিয়ন হবোই হবো।
Aamir khan Salman khan acting,
Aamir khan Vojpuri language,
himmatwala hot picture,
Neha Dhupia hot,
Tanusree datt
অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে স্বামী খুঁজছেন নেহা
ঢাকা: সম্প্রতি কানাডায় শুরু হয়েছে তিনদিনব্যাপি টাইমস অফ
ইন্ডিয়া অ্যাওয়ার্ডস। প্রথম দিনেই জমজমাট এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের স্টেজ
মাতিয়ে রেখেছেন মোহিত এবং সুনিধি চৌহানের মত পারফর্মাররা। ‘তুমসে হি ’এবং
‘বাবলি বদমাশ’ এর মত জনপ্রিয় গানগুলি দিয়ে দর্শক মাতিয়ে রেখেছেন
পারফর্মাররা।
৬ এপ্রিল থেকে শুরু হওয়া এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বলিউডের আরও নানা রকম ইভেন্ট থাকবে। প্রধান অনুষ্ঠানটি উপস্থাপনার জন্য থাকবেন রনবির কাপুর, আনুশকা শর্মা ও বোমান ইরানী।
বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়া উপস্থাপিকা হিসেবে দায়িত্ব পালন করছেন। অনুষ্ঠানের শুরুতেই তিনি দর্শকদের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দেন- ‘কন বানেগা নেহা ধুপিয়া কা পতি?`
৩২ বছর বয়সী বলিউডের এই আবেদনময়ী অভিনেত্রী বলেন তার মা তাকে বিয়ের জন্য বলেছেন। তিনি তাই এই দর্শকদের মধ্য থেকে তার জন্য একজন পাঞ্জাবী ছেলে খুঁজছেন। তিনি দর্শকদের মধ্য থেকে কয়েকজনকে বাছাই করেন এবং ‘শিলা কি জাওয়ানি’, ‘ফেভিকল সে’ আইটেম গানগুলিতে পারফর্ম করে তাদের ট্যালেন্ট দেখাতে বলেন। এটা ছিল একরকম গেম শো।
ইতিমধ্যেই বলিউডের চলচ্চিত্র নির্মাতা অনুরাগ বসু, প্রভু দেবা ও উর্মিলা মাতন্দকারসহ বলিউডের অনেক অভিনেতা-অভিনেত্রী, পরিচালক, প্রযোজক অংশগ্রহণ করেছেন এ অনুষ্ঠানে।
জানা গেছে, শিগগিরই সেখানে পৌছবেন বলিউড কিং শাহরুখ খান ও তার স্ত্রী গৌরি খান, প্রিয়াঙ্কা চোপড়া, অসিন, জিম্মি সেরজিল ও সুজয় ঘোষ।
অনুষ্ঠানে স্টেজ পারফর্মারদের কোরিওগ্রাফার হিসেবে দায়িত্ব পালন করছেন সিয়ামাক দাভার। অনুষ্ঠানে গান গাইবেন গায়িকা সালমালি খোলগেদ, র্যা পার হার্ড কোর ও কবিতা শেঠসহ আরও অনেকে।
পছন্দের বলিউড তারকাদের এক ঝলক দেখার আশায় অনুষ্ঠান চত্বরে হাজির হয়েছেন ভক্তরা। কানাডার বৃষ্টিস্নাত এবং ঠাণ্ডা আবহাওয়া উপেক্ষা করে সেখানে এসেছেন তারা। বলিউডের তারকারাও তাদের এই জনপ্রিয়তা বেশ ভালোভাবেই উপভোগ করছেন।
৬ এপ্রিল থেকে শুরু হওয়া এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বলিউডের আরও নানা রকম ইভেন্ট থাকবে। প্রধান অনুষ্ঠানটি উপস্থাপনার জন্য থাকবেন রনবির কাপুর, আনুশকা শর্মা ও বোমান ইরানী।
বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়া উপস্থাপিকা হিসেবে দায়িত্ব পালন করছেন। অনুষ্ঠানের শুরুতেই তিনি দর্শকদের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দেন- ‘কন বানেগা নেহা ধুপিয়া কা পতি?`
৩২ বছর বয়সী বলিউডের এই আবেদনময়ী অভিনেত্রী বলেন তার মা তাকে বিয়ের জন্য বলেছেন। তিনি তাই এই দর্শকদের মধ্য থেকে তার জন্য একজন পাঞ্জাবী ছেলে খুঁজছেন। তিনি দর্শকদের মধ্য থেকে কয়েকজনকে বাছাই করেন এবং ‘শিলা কি জাওয়ানি’, ‘ফেভিকল সে’ আইটেম গানগুলিতে পারফর্ম করে তাদের ট্যালেন্ট দেখাতে বলেন। এটা ছিল একরকম গেম শো।
ইতিমধ্যেই বলিউডের চলচ্চিত্র নির্মাতা অনুরাগ বসু, প্রভু দেবা ও উর্মিলা মাতন্দকারসহ বলিউডের অনেক অভিনেতা-অভিনেত্রী, পরিচালক, প্রযোজক অংশগ্রহণ করেছেন এ অনুষ্ঠানে।
জানা গেছে, শিগগিরই সেখানে পৌছবেন বলিউড কিং শাহরুখ খান ও তার স্ত্রী গৌরি খান, প্রিয়াঙ্কা চোপড়া, অসিন, জিম্মি সেরজিল ও সুজয় ঘোষ।
অনুষ্ঠানে স্টেজ পারফর্মারদের কোরিওগ্রাফার হিসেবে দায়িত্ব পালন করছেন সিয়ামাক দাভার। অনুষ্ঠানে গান গাইবেন গায়িকা সালমালি খোলগেদ, র্যা পার হার্ড কোর ও কবিতা শেঠসহ আরও অনেকে।
পছন্দের বলিউড তারকাদের এক ঝলক দেখার আশায় অনুষ্ঠান চত্বরে হাজির হয়েছেন ভক্তরা। কানাডার বৃষ্টিস্নাত এবং ঠাণ্ডা আবহাওয়া উপেক্ষা করে সেখানে এসেছেন তারা। বলিউডের তারকারাও তাদের এই জনপ্রিয়তা বেশ ভালোভাবেই উপভোগ করছেন।
Aamir khan Salman khan acting,
Aamir khan Vojpuri language,
Bangladeshi Model Shokh,
himmatwala hot picture
হিম্মতহারা হিম্মতওয়ালা
যত গর্জে তত বর্ষে না—প্রবাদটি এবার পরিচালক সাজিদ খানকে আপন করে নিতেই
হবে। ক্যারিয়ারের প্রথম তিনটি ছবি (হেই বেবি, হাউজফুল, হাউজফুল টু)
ব্লকবাস্টার হিট হওয়ায় সাজিদ আত্মহারা হয়ে পড়েছিলেন। ১৯৮৩ সালে
ব্লকবাস্টার হিম্মতওয়ালা রিমেক শুরু করার আগেই ঘোষণা দিয়েছিলেন, ‘এ ছবিটি
হবে আমার ক্যারিয়ারের সেরা ছবি। অজয় দেবগনের ক্যারিয়ারের সবচেয়ে বড়
হিট ছবি। ছবিতে অজয়ের আগমন-দৃশ্য তো রীতিমতো সর্বকালের সেরা একটি দৃশ্য
হিসেবে বিবেচিত হবে। লিখে রাখুন।’ লিখে রাখতে হয়নি, এ সপ্তাহে
হিম্মতওয়ালা মুক্তি পাওয়ার পর সবাই স্মৃতি হাতড়ে সাজিদের কথাগুলোই
বারবার মনে করছেন, আর ফেসবুক, টুইটারে বন্যা বইয়ে দিয়েছেন একের পর এক
মন্তব্য করে। হিম্মতওয়ালা শুধু ফ্লপই করেনি, সাজিদের প্রিয় শব্দ
‘সর্বকাল’ যুক্ত করে বলা যায়, সর্বকালের সমালোচিত ছবির একটি হিসেবে
স্বীকৃতি পেয়েছে অজয় ও দক্ষিণের তামান্না ভাটিয়ার ছবি হিম্মতওয়ালা।
অভিনেতা কামাল আর খান টুইটস দিয়েছেন, ‘চিন্তায় পড়ে গেলাম। সেরা বাজে
নির্মাতার লড়াইয়ে কি সাজিদ খান বোন ফারাহ খান (তিস মার খান), দুলাভাই
শিরিশ কুন্দরকে (জোকার) হারিয়ে দিল?’ অভিনেতা আরশাদ ওয়ার্সির স্ত্রী
মারিয়া বলেন, ‘আমার ছেলে জেন ছবির প্রোমোতে একটি বাঘ দেখে আমাকে ছবি দেখতে
নিয়ে গেছে। কিন্তু এই ছবি দেখার পর আমরা মা-ছেলে দুজনই অসুস্থ হয়ে
পড়েছি। এ যেন রীতিমতো মানসিক অত্যাচার! খোদা, আমাদের বাঁচাও।’ সমালোচক কমল
নাহতা কৌতুক করে বলেন, ‘সুপ্রিম কোর্ট সঞ্জয় দত্তকে তাঁর শাস্তি বেছে
নেওয়ার সুযোগ দিয়েছেন। পাঁচ বছরের জেল নাকি হিম্মতওয়ালার টিকিট?
বুদ্ধিমান সঞ্জয় জেল খাটতে রাজি হয়েছেন!’ কলামিস্ট শোভা দে বলেন, ‘শুনেছি
সাজিদ বলেছেন, হিম্মতওয়ালা তাঁর শ্রেষ্ঠ ছবি। এই তথ্য বিবেচনায় তাঁর
দুলাভাই শিরিশের ছবি জোকার অস্কার পাওয়ার যোগ্যতা রাখে।’ জনপ্রিয়
উপস্থাপক মনীষ পাল বলেন, ‘পাগলাগারদে কখনো যাওয়া হয়নি? অভিজ্ঞতা
প্রয়োজন? চিন্তা নেই। হিম্মতওয়ালার একটি টিকিটই আপনাকে পাগলাগারদে ভর্তি
হতে বাধ্য করবে।’
বোর্ড পরীক্ষার ক্রান্তিলগ্নে, আইপিএলের সপ্তাহে অতি আত্মবিশ্বাসের জোরেই সাজিদ এ সপ্তাহে তাঁর ছবি মুক্তি দিয়েছিলেন। তাঁর ভবিষ্যদ্বাণী ছিল, ‘আমার ছবি বলিউডের পুরোনো গৌরব ফিরিয়ে আনবে। রজতজয়ন্তী সপ্তাহ, সুবর্ণজয়ন্তী সপ্তাহ পালন করবে দর্শক। দু-তিন মাস লাগাতার প্রদর্শন হবে হিম্মতওয়ালা।’ বাস্তবতা হলো, অনেক প্রেক্ষাগৃহে মুক্তির দ্বিতীয় ও তৃতীয় দিনেই ছবিটি নামিয়ে দুই সপ্তাহ আগের ছবি জলি এল এল বি প্রদর্শন করছেন হলমালিকেরা। আমজনতা এই ছবিকে ‘ফ্লপবাস্টার’ হিসেবে আখ্যায়িত করতেও কার্পণ্য করছে না। একটি ছবি কোনো কারণে মানহীন হতেই পারে। তাই বলে এত সমালোচনার কারণ কী? এর উত্তর দিয়েছেন চলচ্চিত্রবিশ্লেষক তরণ আদর্শ। তিনি বলেন, ‘মা-ছেলের মেলোড্রামা, নায়ক-ভিলেন দ্বন্দ্ব, আশির দশকের প্রেক্ষাপট এখনকার দর্শকদের কাছে বিশ্বাসযোগ্য মনে হয়নি। শ্রীদেবী-
শ্রীদেবী নিজেও অবশ্য ছবিটি রিমেক করা নিয়ে বেশ বিরক্ত ছিলেন। এক সাক্ষাৎকারে তিনি জানান, হিম্মতওয়ালা কোনো মুঘলে আজম নয় যে রিমেক করতে হবে। প্রত্যুত্তরে ছবি মুক্তির আগে অজয় বলেছিলেন, ‘শ্রীদেবী ঠিকই বলেছেন। হিম্মতওয়ালা মুঘলে আজম নয়। মুঘলে আজম্ল-এর জনপ্রিয়তা ছাড়িয়ে যাওয়া কারও পক্ষেই সম্ভব নয়। তাই আমরা মুঘলে আজম রিমেক করিনি, হিম্মতওয়ালা করেছি। শ্রীদেবী-জিতেন্দ্রর হিম্মতওয়ালাকে আমরা ছাড়িয়ে যাব।’ ছবি মুক্তির পর অবশ্য অজয় এবং নিজেকে হিন্দি ছবির এনসাইক্লোপিডিয়া দাবি করা পরিচালক সাজিদের টিকিও খুঁজে পাওয়া যায়নি। হিম্মত হারিয়েছেন হিম্মতওয়ালারা!
রুম্মান রশীদ খান
টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস, টুইটার, ফিল্মফেয়ার, বলিউড হাঙ্গামা, বক্স অফিস ইন্ডিয়া, রেডিফ অবলম্বনে
জিতেন্দ্রর হিম্মতওয়ালার রীতিমতো প্যারোডি সংস্করণ করেছেন সাজিদ। প্রেম, ড্রামা, অ্যাকশন, নাচ, গান—কোনো কিছুই উত্তাপ ছড়াতে পারেনি। তুলনায় এ ছবিতে একটি বাঘ ও পরেশ রাওয়াল হাততালি পেয়েছেন। ভিলেন মহেশ মঞ্জেরকরকে দেখে দর্শক ভয় পাওয়া তো দূরে থাক, তাঁর সংলাপ শুনে হেসে কুটিকুটি হয়েছেন। ভিলেনের শ্যালকের পরচুলা অনেক দর্শকের কাছে হিন্দি ছবির ‘সর্বকালের’ হাস্যকর প্রপস হিসেবে স্বীকৃতি পেয়েছে। আলফ্রেড হিচককের সাইকো ছবির গোসলের দৃশ্যকে কাট-পেস্ট করতে গিয়ে রীতিমতো প্যারোডি করেছেন সাজিদ। অজয় অ্যাকশন-দৃশ্যে উতরে গেলেও জিতেন্দ্রর বিখ্যাত ‘ন্যায়নো মে সাপনা’ ও ‘টাকি টাকি’ গানের সঙ্গে নাচতে গিয়ে হাসির পাত্র হয়েছেন। কেউ কেউ তাঁকে ‘জোকার’ বলতেও কার্পণ্য করেননি। দক্ষিণ থেকে আমদানি তামান্না অভিনয়ে পাস মার্ক পেলেও শ্রীদেবীর নাচের ধারে-কাছে যেতে পারেননি। এ চরিত্রে শ্রীদেবীকে ছাড়িয়ে যেতে পারবেন না বলেই ক্যাটরিনা কাইফ, আনুশকা শর্মারা ছবিটি ছেড়ে দিয়েছিলেন।
বোর্ড পরীক্ষার ক্রান্তিলগ্নে, আইপিএলের সপ্তাহে অতি আত্মবিশ্বাসের জোরেই সাজিদ এ সপ্তাহে তাঁর ছবি মুক্তি দিয়েছিলেন। তাঁর ভবিষ্যদ্বাণী ছিল, ‘আমার ছবি বলিউডের পুরোনো গৌরব ফিরিয়ে আনবে। রজতজয়ন্তী সপ্তাহ, সুবর্ণজয়ন্তী সপ্তাহ পালন করবে দর্শক। দু-তিন মাস লাগাতার প্রদর্শন হবে হিম্মতওয়ালা।’ বাস্তবতা হলো, অনেক প্রেক্ষাগৃহে মুক্তির দ্বিতীয় ও তৃতীয় দিনেই ছবিটি নামিয়ে দুই সপ্তাহ আগের ছবি জলি এল এল বি প্রদর্শন করছেন হলমালিকেরা। আমজনতা এই ছবিকে ‘ফ্লপবাস্টার’ হিসেবে আখ্যায়িত করতেও কার্পণ্য করছে না। একটি ছবি কোনো কারণে মানহীন হতেই পারে। তাই বলে এত সমালোচনার কারণ কী? এর উত্তর দিয়েছেন চলচ্চিত্রবিশ্লেষক তরণ আদর্শ। তিনি বলেন, ‘মা-ছেলের মেলোড্রামা, নায়ক-ভিলেন দ্বন্দ্ব, আশির দশকের প্রেক্ষাপট এখনকার দর্শকদের কাছে বিশ্বাসযোগ্য মনে হয়নি। শ্রীদেবী-
শ্রীদেবী নিজেও অবশ্য ছবিটি রিমেক করা নিয়ে বেশ বিরক্ত ছিলেন। এক সাক্ষাৎকারে তিনি জানান, হিম্মতওয়ালা কোনো মুঘলে আজম নয় যে রিমেক করতে হবে। প্রত্যুত্তরে ছবি মুক্তির আগে অজয় বলেছিলেন, ‘শ্রীদেবী ঠিকই বলেছেন। হিম্মতওয়ালা মুঘলে আজম নয়। মুঘলে আজম্ল-এর জনপ্রিয়তা ছাড়িয়ে যাওয়া কারও পক্ষেই সম্ভব নয়। তাই আমরা মুঘলে আজম রিমেক করিনি, হিম্মতওয়ালা করেছি। শ্রীদেবী-জিতেন্দ্রর হিম্মতওয়ালাকে আমরা ছাড়িয়ে যাব।’ ছবি মুক্তির পর অবশ্য অজয় এবং নিজেকে হিন্দি ছবির এনসাইক্লোপিডিয়া দাবি করা পরিচালক সাজিদের টিকিও খুঁজে পাওয়া যায়নি। হিম্মত হারিয়েছেন হিম্মতওয়ালারা!
রুম্মান রশীদ খান
টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস, টুইটার, ফিল্মফেয়ার, বলিউড হাঙ্গামা, বক্স অফিস ইন্ডিয়া, রেডিফ অবলম্বনে
জিতেন্দ্রর হিম্মতওয়ালার রীতিমতো প্যারোডি সংস্করণ করেছেন সাজিদ। প্রেম, ড্রামা, অ্যাকশন, নাচ, গান—কোনো কিছুই উত্তাপ ছড়াতে পারেনি। তুলনায় এ ছবিতে একটি বাঘ ও পরেশ রাওয়াল হাততালি পেয়েছেন। ভিলেন মহেশ মঞ্জেরকরকে দেখে দর্শক ভয় পাওয়া তো দূরে থাক, তাঁর সংলাপ শুনে হেসে কুটিকুটি হয়েছেন। ভিলেনের শ্যালকের পরচুলা অনেক দর্শকের কাছে হিন্দি ছবির ‘সর্বকালের’ হাস্যকর প্রপস হিসেবে স্বীকৃতি পেয়েছে। আলফ্রেড হিচককের সাইকো ছবির গোসলের দৃশ্যকে কাট-পেস্ট করতে গিয়ে রীতিমতো প্যারোডি করেছেন সাজিদ। অজয় অ্যাকশন-দৃশ্যে উতরে গেলেও জিতেন্দ্রর বিখ্যাত ‘ন্যায়নো মে সাপনা’ ও ‘টাকি টাকি’ গানের সঙ্গে নাচতে গিয়ে হাসির পাত্র হয়েছেন। কেউ কেউ তাঁকে ‘জোকার’ বলতেও কার্পণ্য করেননি। দক্ষিণ থেকে আমদানি তামান্না অভিনয়ে পাস মার্ক পেলেও শ্রীদেবীর নাচের ধারে-কাছে যেতে পারেননি। এ চরিত্রে শ্রীদেবীকে ছাড়িয়ে যেতে পারবেন না বলেই ক্যাটরিনা কাইফ, আনুশকা শর্মারা ছবিটি ছেড়ে দিয়েছিলেন।
Aamir khan Salman khan acting,
Bangladeshi Model Shokh,
Mandira Bedi nude hot,
Shakib Khan Shish
অবশেষে একসঙ্গে শাকিব খান-শীষ মনোয়ার
ঢাকা: চলচ্চিত্রের বৃহত্তর স্বার্থেই অবশেষে নিজের অভিমান ভেঙ্গে জাজ মাল্টিমিডিয়ায় ফিরলেন শাকিব খান।
পূর্ব নির্ধারিত সিডিউল অনুযায়ী বুধবার আনুষ্ঠানিকভাবে জাজ মাল্টিমিডিয়ার নতুন সিনেমা ‘ভালোবাসা আজকাল’- এর কাজ শুরু করলেন শাকিব খান।
কাজ শুরুর আগে ৩ এপ্রিল দুপুরে রাজধানীর হাতিরঝিল এলাকায় নিজেদের মান অভিমান তুচ্ছ করে হাতে হাত মেলান চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠানটির সিইও মনোয়ার এহতেশাম শীষ এবং চিত্রনায়ক শাকিব খান।
এ সময় শাকিব খান বলেন, “জাজ মাল্টিমিডিয়া চলমান সময়ের আলোচিত প্রযোজনা প্রতিষ্ঠান। তাদের কল্যাণে দেশের চলচ্চিত্র এখন ডিজিটাল হাওয়ায় ভাসছে। চলচ্চিত্রের দিন বদলের জন্য অনেকদিন ধরেই তারা পরিকল্পনা করছেন। চলচ্চিত্র নিয়ে তাদের আধুনিক চিন্তাধারা আমাকে মুগ্ধ করে। দুই বছর আগেই তাদের সঙ্গে কাজ করার কথা ছিল আমার। কিন্তু নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে তাদের প্রথম সিনেমা করা হয়নি আমার। তবে সব কিছু ভুলে আমরা নতুন করে যাত্রা শুরু করলাম। এর মাধ্যমে আশা করছি চলচ্চিত্রের দর্শক নতুন কিছু পাবে।”
জাজ মাল্টিমিডিয়ার সিইও মনোয়ার এহতেশাম শীষ বলেন, “চলচ্চিত্রের বৃহত্তর স্বার্থে আমরা সব সময়ই আন্তরিক। শাকিব খান আমাদের সিনেমা করার আগ্রহ প্রকাশ করেছেন- এটা চলচ্চিত্রের জন্য অনেক ইতিবাচক। আমাদের বিশ্বাস চলচ্চিত্রের সবাইকে নিয়ে আমরা বিশ্ব মানের ছবি তৈরি করবো।”
উল্লেখ্য, ‘ভালোবাসা আজকাল’ সিনেমাটি পরিচালনা করছেন পিএ কাজল। এখানে শাকিব খানের সঙ্গে নায়িকা হিসেবে থাকবেন ভালোবাসার রঙ ছবির নায়িকা মাহি। ছবিতে আরো অভিনয় করবেন সুব্রত, কাবিলা, মিশা সওদাগর এবং মিরাক্কেলেরর জামিরসহ আরও অনেকে।
পূর্ব নির্ধারিত সিডিউল অনুযায়ী বুধবার আনুষ্ঠানিকভাবে জাজ মাল্টিমিডিয়ার নতুন সিনেমা ‘ভালোবাসা আজকাল’- এর কাজ শুরু করলেন শাকিব খান।
কাজ শুরুর আগে ৩ এপ্রিল দুপুরে রাজধানীর হাতিরঝিল এলাকায় নিজেদের মান অভিমান তুচ্ছ করে হাতে হাত মেলান চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠানটির সিইও মনোয়ার এহতেশাম শীষ এবং চিত্রনায়ক শাকিব খান।
এ সময় শাকিব খান বলেন, “জাজ মাল্টিমিডিয়া চলমান সময়ের আলোচিত প্রযোজনা প্রতিষ্ঠান। তাদের কল্যাণে দেশের চলচ্চিত্র এখন ডিজিটাল হাওয়ায় ভাসছে। চলচ্চিত্রের দিন বদলের জন্য অনেকদিন ধরেই তারা পরিকল্পনা করছেন। চলচ্চিত্র নিয়ে তাদের আধুনিক চিন্তাধারা আমাকে মুগ্ধ করে। দুই বছর আগেই তাদের সঙ্গে কাজ করার কথা ছিল আমার। কিন্তু নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে তাদের প্রথম সিনেমা করা হয়নি আমার। তবে সব কিছু ভুলে আমরা নতুন করে যাত্রা শুরু করলাম। এর মাধ্যমে আশা করছি চলচ্চিত্রের দর্শক নতুন কিছু পাবে।”
জাজ মাল্টিমিডিয়ার সিইও মনোয়ার এহতেশাম শীষ বলেন, “চলচ্চিত্রের বৃহত্তর স্বার্থে আমরা সব সময়ই আন্তরিক। শাকিব খান আমাদের সিনেমা করার আগ্রহ প্রকাশ করেছেন- এটা চলচ্চিত্রের জন্য অনেক ইতিবাচক। আমাদের বিশ্বাস চলচ্চিত্রের সবাইকে নিয়ে আমরা বিশ্ব মানের ছবি তৈরি করবো।”
উল্লেখ্য, ‘ভালোবাসা আজকাল’ সিনেমাটি পরিচালনা করছেন পিএ কাজল। এখানে শাকিব খানের সঙ্গে নায়িকা হিসেবে থাকবেন ভালোবাসার রঙ ছবির নায়িকা মাহি। ছবিতে আরো অভিনয় করবেন সুব্রত, কাবিলা, মিশা সওদাগর এবং মিরাক্কেলেরর জামিরসহ আরও অনেকে।
Aamir khan Salman khan acting
৩০ মার্চ একটি অনুষ্ঠানে আমির সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ‘আমি সালমানের সঙ্গে কাজ করতে অবশ্যই আগ্রহী। ‘আন্দাজ আপনা আপনা’ আমার প্রিয় সিনেমার মধ্যে একটি। তিনি সহশিল্পী হিসেবে খুবই চমৎকার। যদি আমাদের হাতে ভাল কোন স্ক্রিপ্ট আসে, আমরা অবশ্যই একসঙ্গে কাজ করবো।’আমির জানান, বর্তমানে নতুন সিনেমা ‘পিকে’র কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। সিনেমাটি মুক্তি পাবে এ বছরের বড়দিনের মৌসুমে।
সালমানের সঙ্গে কাজ করতে আগ্রহী আমির
ভাল কোন চিত্রনাট্য পেলে অভিনেতা সালমান খানের সঙ্গে কাজ করবেন, এমনটাই জানিয়েছেন বলিউডি তারকা আমির খান। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।
৩০ মার্চ একটি অনুষ্ঠানে আমির সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ‘আমি সালমানের সঙ্গে কাজ করতে অবশ্যই আগ্রহী। ‘আন্দাজ আপনা আপনা’ আমার প্রিয় সিনেমার মধ্যে একটি। তিনি সহশিল্পী হিসেবে খুবই চমৎকার। যদি আমাদের হাতে ভাল কোন স্ক্রিপ্ট আসে, আমরা অবশ্যই একসঙ্গে কাজ করবো।’আমির জানান, বর্তমানে নতুন সিনেমা ‘পিকে’র কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। সিনেমাটি মুক্তি পাবে এ বছরের বড়দিনের মৌসুমে।
Labels:
Aamir khan Salman khan acting