বেশ দীর্ঘ সময় ধরে বলিউডে অনুপস্থিত রয়েছেন অমৃতা আরোরা। নিজের ইচ্ছাতেই
বলিউডে কাজ কমিয়ে দিয়েছেন সেক্সসিম্বল এ অভিনেত্রী। বড় বোন মালাইকা আরোরার
কথা অনুযায়ীই মূলত কাজ করে থাকেন অমৃতা। যে কোন বিষয়েই মালাইকার পরামর্শ
নেন তিনি। বিয়ের পরও দু’বোনের মধ্যে এমন মিল বলিউডে তেমন একটা খুঁজে পাওয়া
যায় না। এদিকে এই দু’জন ইতিমধ্যে একসঙ্গে একটি ছবিতে অভিনয় করেছেন। তবে এর
পর থেকে আর একসঙ্গে পাওয়া যায়নি তাদের। সর্বশেষ মালাইকা পারফরম করেছেন
‘দাবাং-২’ এর ‘পান্ডে জি সিটি’ গানটিতে। এখানে সালমান, সোনাক্ষি ও মালাইকা
পারফরম করেছিলেন একসঙ্গে। এদিকে ‘দাবাং-২’ ছবিটি স্বামী আরবাজ খানের সঙ্গে
যৌথভাবে প্রযোজনাও করেন মালাইকা। তবে নতুন খবর হচ্ছে এবার একটি গানে
একসঙ্গে পারফরম করতে যাচ্ছেন বলিউডের সেক্সসিম্বল এই দুই বোন। খুব শিগগিরই
একটি আইটেম গানে পারফরম করতে যাচ্ছেন তারা। এর আগেও এ দু’জনকে নিয়ে অনেক
পরিচালক আইটেম গান করার প্রস্তাব দিলেও সেগুলোর আয়োজন পছন্দ না হওয়ায়
ফিরিয়ে দিয়েছেন মালাইকা ও অমৃতা। তবে এবার প্রিয়দর্শনের নতুন একটি কমেডি
ছবির আইটেম গানে দেখা যাবে তাদের। ইতিমধ্যে বিষয়টি পাকাপাকি হয়েছে বলে
জানিয়েছেন পরিচালক। এই আইটেম গানে পারফরম করার বিষয়টি মালাইকার কাছ থেকেও
নিশ্চিত হওয়া গেছে। জানা গেছে ছোট ছোট ঘাঘরা চোলিতে এ আইটেম গানটিতে
ক্যামেরাবন্দি হবেন তারা। দু’বোনকে নিয়ে আইটেম গান করা প্রসঙ্গে প্রিয়দর্শন
বলেন, মালাইকা ও অমৃতাকে বলিউডের অন্যতম হট গার্ল হিসেবেই ধরা করা হয়।
ইতিমধ্যে মালাইকা অনেক আইটেম গানে পারফরম করে আলোচিত হয়েছেন। পাশাপাশি
অমৃতাও তার সেক্সসিম্বল ইমেজের জন্য সুপরিচিত। তাই আমার নতুন ছবির আইটেম
গানে এ দু’জনকে নেয়ার পরিকল্পনা করি। গানের আয়োজনের বিষয়টি শোনার পর তারা
দু’জনই রাজি হয়েছেন এটি করতে। আমার মনে হয় একসঙ্গে মালাইকা ও অমৃতার পারফরম
করা এ গানটি দর্শকদের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি করবে।
Latest Post
Showing posts with label Ria bd model. Show all posts
Showing posts with label Ria bd model. Show all posts
Bangladeshi Model Shokh,
Ria bd model,
Shakib Khan Shish,
Shimla Niloy movie
সিমলা-নিলয় আসছেন ৬২ প্রেক্ষাগৃহে
নিরুতি আর মুকাই ‘রূপগাওয়াল’ ছবির প্রাণই বলা চলে। নিরুতি
চরিত্রটি নিয়ে আমি সিমলাকে ঘিরে অনেক আশা করেছিলাম। কিন্তু সিমলা
চরিত্রটিতে গভীরভাবে প্রবেশ করতে পারেনি। তারপরও তিনি চেষ্টা করেছেন তা
ফুটিয়ে তুলতে। অন্যদিকে নিলয় মুকাই চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন।
রূপগাওয়াল ছবিতে ছবির প্রধান দুটি চরিত্রে সিমলা ও নিলয়ের অভিনয় সম্পর্কে
এমনই অভিব্যক্তি প্রকাশ করলেন ছবির পরিচালক হাবিবুর রহমান হাবিব। প্রায়
কোটি টাকায় নির্মিত শেকড় চলচ্চিত্র প্রযোজিত ‘রূপগাওয়াল’ ছবিটি সেন্সর
ছাড়পত্র লাভ করে গত ২৮শে মার্চ। আর এরপর থেকেই ছবির প্রযোজক দেবাশীষ রায়
ছবিটি মুক্তির জন্য প্রস্তুতি নেয়া শুরু করেন। সে অনুযায়ী আগামী ১৭ই মে মোট
৬২টি প্রেক্ষাগৃহে ‘রূপগাওয়াল’ ছবিটি মুক্তি পাবে। মূলত পরিচালক মানুষের
মানসিক সম্পর্ককে ঘিরে ছবির গল্প এগিয়ে নিয়ে গেছেন। ছবিটিতে এক এতিম ছেলের
চরিত্রে অভিনয় করেছেন সুপার হিরো নিলয়, যে কিনা একজন ফেরিওয়ালা। এতে তার
বিপরীতে আছেন সিমলা। ছবিটি প্রসঙ্গে নিলয় বলেন, খুব ভাল লাগছে এই ভেবে যে,
ছবিটি আগামী মাসেই মুক্তি পাবে। আরেকটি ভাল ছবি দর্শক দেখতে পাবেন। দর্শকের
প্রতি অনুরোধ, আপনারা হলে গিয়ে ছবিটি দেখবেন। সিমলা বলেন, ভাল গল্পের ছবি
এটি। আমি যথাসাধ্য চেষ্টা করেছি নিজের চরিত্র ফুটিয়ে তুলতে। বাকিটুকু দর্শক
বলবেন, ছবিটিতে আরও যারা অভিনয় করেছেন তারা হলেন চম্পা, মাসুম আজিজ,
দেবাশীষ রায়, আনোয়ার শাহী। আলী আকবর রূপু ও নূর পলাশের সংগীত পরিচালনায়
ছবিটিতে গান গেয়েছেন সাবিনা ইয়াসমিন, মমতাজ, রিংকু, সালমা ও পারভেজ। এদিকে
‘রূপগাওয়াল’ ছবির নায়ক নিলয় শেষ করেছেন সানিয়াত হোসেন পরিচালিত ‘অল্প অল্প
প্রেমের গল্প’ ছবির কাজ। শুটিং চলছে মোহাম্মদ আলী পারভেজের ‘প্রিয়তমা আমি
দাঁড়ি তুমি কমা’ ছবির। দুটি ছবিতে তার বিপরীতে আছেন শখ ও আইরিন। আর সিমলা
এরই মধ্যে শেষ করেছেন মাসুদ পথিক পরিচালিত ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’ ছবিটির
কাজ।
Bangladeshi Model Shokh,
Mandira Bedi nude hot,
Ria bd model,
Salman khan acting
অভিনয়কে কখনই পেশা হিসেবে নেয়ার চিন্তা করেননি বলে জনপ্রিয় নৃত্যশিল্পী ও
মডেল রিয়াকে অভিনয়ে খুব বেশি একটা পাওয়া যায়নি। যে কারণে ক্যারিয়ারের শুরু
থেকে এই পর্যন্ত তার অভিনীত নাটকের সংখ্যা সব মিলিয়ে বিশটি কিংবা তার বেশি
হবে। সব সময়ই রিয়া নাচ এবং মডেলিংকে প্রাধান্য দিয়েছেন একটু বেশিই। ফলে বহু
জনপ্রিয় বিজ্ঞাপনে মডেল হিসেবে দর্শক পেয়েছেন তাদের প্রিয় রিয়াকে। এক বছর
আগে রিয়াকে সর্বশেষ একটি মেহেদীর বিজ্ঞাপনে মডেল হিসেবে দেখা গেছে। আর বিগত
এক বছর বাবার অসুস্থতা, বিয়ে এবং রিয়েলিটি শো সহ অন্যান্য আনুষঙ্গিক বিষয়
নিয়ে এত বেশি ব্যস্ত ছিলেন যে নতুন কোন বিজ্ঞাপনেই তাকে দেখা যায়নি। এক বছর
বিরতির পর জনপ্রিয় এই মডেল তারকাকে দর্শক আবারও নতুন একটি বিজ্ঞাপনে দেখতে
পাবেন। রানা মাসুদের নির্দেশনায় এটি ‘ড্যানিশ ফুল ক্রীম মিল্ক’-এর
বিজ্ঞাপন। তৌকীর বিপাশার নক্ষত্রবাড়িসহ আরও একটি লোকেশনে এরই মধ্যে
বিজ্ঞাপনটির শুটিং সম্পন্ন হয়েছে। রিয়া বলেন, বিগত এক বছরে আসলে আমার
ব্যস্ততাও ছিল একটু বেশি আবার ভাল বিজ্ঞাপনে কাজ করার অফারও এসেছে কম। রানা
ভাইয়ের কাজের প্রতি আমার আস্থা আছে। যে কারণেই মূলত এই কাজটি করা। আশা করি
বিজ্ঞাপনটি সবার ভাল লাগবে। উল্লেখ্য, রিয়া যখন ক্লাস সেভেনে পড়েন সেই
সময়ই তিনি প্রথম ‘কোকোনাট বিস্কুট’ এর বিজ্ঞাপনে মডেল হন। তবে সাইদুল আনাম
টুটুলের নির্দেশনায় ‘লালবাগের হাসমার্কা নারকেল তেল’-এর বিজ্ঞাপনে কাজ করে
মডেল হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেন। এরপর থেকে এখন পর্যন্ত পঞ্চাশেরও
বেশি মানসম্পন্ন বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। রিয়া অভিনীত প্রথম নাটক ছিল
ফারুক ভূঁইয়া প্রযোজিত একটি নাটক। এই নাটকে তিনি শর্মিলী আহমেদের মেয়ের
চরিত্রে অভিনয় করেছিলেন। এর পরপরই তিনি ফারিয়া হোসেনের ‘যে যেখানে দাঁড়িয়ে’
এবং মোহন খানের ‘হৃদয়পুরের গল্প’ নাটকে অভিনয় করেন।