Featured Post Today
print this page
Latest Post
Showing posts with label Shimla Niloy movie. Show all posts
Showing posts with label Shimla Niloy movie. Show all posts

কন্যা সন্তানের বাবা-মা হলেন তাহসান-মিথিলা

কন্যা সন্তানের বাবা-মা হলেন জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান রহমান খান ও মডেল-অভিনেত্রী-গায়িকা মিথিলা। আজ সকালে রাজধানীর একটি হাসপাতালে কন্যা সন্তান জন্ম দেন মিথিলা। কন্যার নাম রাখা হযেছে আয়রা তেহরিম খান। এটিই তাহসান-মিথিলা দম্পতির প্রথম সন্তান। মা ও মেয়ে দু’জনই সুস্থ আছেন বলে জানা গেছে। তবে আরও দু’তিনদিন পর বাসায় ফিরতে পারবেন মিথিলা। এদিকে কন্যা সন্তান হওয়ার তাৎক্ষণিক অনুভূতি ব্যক্ত করতে গিয়ে তাহসান বলেন, আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া যে, সবকিছু ভালভাবে হয়েছে। এ মুহূর্তে আসলে নিজের অনুভূতি প্রকাশ করতে পারবো না। অনেক বেশি ভাল লাগছে, আনন্দ হচ্ছে। সবাই বলছে আমাদের মতোই হয়েছে কন্যা আয়রা তেহরিম খান। সবাই দোয়া করবেন আমাদের মেয়ের জন্য। উল্লেখ্য, মা হওয়ার কারণে কয়েক মাস ধরে মিডিয়া থেকে দূরে ছিলেন মিথিলা। ঠিক তেমনি তাহসানও স্ত্রীর যত্ন নেয়ার জন্য নতুন কোন কাজে হাত দেননি।
0 comments

নতুন চলচ্চিত্রে রুহী

আজ থেকে নতুন একটি ছবির কাজ শুরু করতে যাচ্ছেন জনপ্রিয় র‌্যাম্প মডেল ও হালের ব্যস্ত অভিনেত্রী রুহী। ছবির নাম ‘মায়ানগর’। নির্মাণ করছেন ইসমত আরা চৌধুরী শান্তি। ছবিটিতে রুহীকে একজন জনপ্রিয় র‌্যাম্প মডেলের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। এতে অভিনয় প্রসঙ্গে রুহী বলেন, ছবিটিতে আমার চরিত্রটি একেবারেই আমার জীবনের সঙ্গে মিলে যাওয়া, যে কারণে অভিনয় করছি। ছবির গল্প সত্যিই চমৎকার। সবার সহযোগিতায় আমি আমার চরিত্রকে যথাযথভাবে ফুটিয়ে তুলতে পারবো বলে মনে করি। এদিকে রুহী এরই মধ্যে শেষ করেছেন তার প্রথম ছবি ‘সংগ্রাম’-এর কাজ। ছবিটি পরিচালনা করেছেন মনসুর আলী। এছাড়া আগামী মাসের ১২ তারিখ তিনি কলকাতা যাচ্ছেন মহুয়া চক্রবর্তী পরিচালিত ‘গ্ল্যামার’ ছবির কাজ শুরু করতে। এ ছবিতে তিনি কলকাতার জনপ্রিয় নির্মাতা ও অভিনেতা পরমব্রতের বিপরীতে অভিনয় করবেন। এ ছবির শুটিংয়ের পরপরই তিনি একই পরিচালকের পরিচালনায় ও একই নায়কের বিপরীতে ‘স্পর্শ’ ছবিতেও অভিনয় করবেন। উল্লেখ্য, ২০০৭ সালে অমিতাভ রেজার পরিচালনায় প্যারাসুটের কান্ট্রি ক্যাম্পেইনের একটি বিজ্ঞাপনের মডেল হিসেবে নির্বাচিত হন রুহি। দেশের নামকরা বুটিক হাউস বাংলার মেলা, মায়াসির, কে-ক্র্যাফট, ড্রেসিডেল, মান্ত্রা এবং আড়ংয়ের মতো প্রতিষ্ঠানের মডেল হওয়ার সৌভাগ্য হয় তার। এরপরই শুরু হয় তার অভিনয় জীবন। রুহী অভিনীত প্রথম নাটক রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে আহমেদ সুস্ময় পরিচালিত ‘অপরিচিতা’। এরপর অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিমের ‘বৃত্তের ভিতরে একা’, আহমেদ সুস্ময়ের ‘স্বপ্নমুখ’, রিপন নবীর  ডেইলি সোপ ‘অচেনা মানুষ’ ও গিয়াস উদ্দিন সেলিমের ‘অবগুণ্ঠন’ ও ‘লোভ’ নাটকে। অতি সমপ্রতি তিনি ইমরানুল ইসলামের ‘বিচ্ছিন্ন আবেগ’ নামক একটি খণ্ড নাটকে অভিনয় করেছেন। এদিকে রুহীর ব্যাপক পরিচিতি একজন র‌্যাম্প মডেল হিসেবে। যে কারণে মডেলিংয়ে কিংবা অভিনয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান এমন আগ্রহীদের জন্য রুহী প্রতিষ্ঠা করেছেন নিজস্ব একটি প্রতিষ্ঠান, নাম ‘রুহু ২৫’। আগামী মে মাস থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে উত্তরার ১১ নম্বর সেক্টরের ২০নং রোডের ৬৮নং বাড়িতে রুহীর এ প্রতিষ্ঠান। মূলত মডেলিং এবং অভিনয়ে প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষা দেয়া হবে এ প্রতিষ্ঠান থেকে।
0 comments

নতুন রূপে সিমলা

দীর্ঘ দিন পর রুপালি পর্দায় ফিরছেন ম্যাডাম ফুলি খ্যাত নায়িকা সিমলা। ৩১ মে মুক্তি পেতে যাচ্ছে সিমলা ও নিলয় অভিনীত ছবি রূপ গাওয়াল। চলচ্চিত্র থেকে প্রায় হারিয়ে যাওয়া সিমলা এই ছবির মাধ্যমে নতুন রূপে হাজির হচ্ছেন। ছবিতে তিনি একটি পাহাড়ি মেয়ের ভূমিকায় অভিনয় করেছেন।
রূপ গাওয়াল  তার চলচ্চিত্র জীবনের আরো একটি স্বপ্নের চলচ্চিত্র উল্লেখ করে সিমলা বলেন, ‘ম্যাডাম ফুলি, না বলো না, এবং জীবন সীমান্ত-এর পর আমার আরো বড় প্রত্যাশা তৈরি করছে রূপ গাওয়াল। এটি আমার জীবনের অন্যরকম একটি চলচ্চিত্র।  অনেক বড় একটি স্বপ্ন দেখছি এটা নিয়ে। ছবির গল্প, চরিত্র, গান লোকেশন, নির্মাণ সব কিছুতেই ভালো হয়েছে বলে আমি মনে করছি।’
এ চলচ্চিত্রে সিমলা  একটি পাহাড়ি মেয়ের চরিত্রে অভিনয় করেছেন। তিনি বলেন, ‘আমার বিশ্বাস ছবির এই চরিত্রের মাধ্যমে আমি আবার দর্শকদের মাঝে ফিরে আসব।’
আলী আকবর রূপু ও নূর পলাশের সঙ্গীত পরিচালনায় এ ছবিটিতে গান গেয়েছেন সাবিনা ইয়াসমিন, মমতাজ, রিংকু, সালমা ও পারভেজ।
শিকড় গল্পচিত্র প্রযোজিত এবং হাবিবুর রহমান হাবিব পরিচালিত রূপ গাওয়াল গত ২৮ মার্চ বিনা কর্তনে ছাড়পত্র পায়। চলচ্চিত্রটি ডিজিটাল প্রজেক্টরের মাধ্যমে দেশের অর্ধশত প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে প্রযোজনা সূত্রে জানা গেছে।

0 comments

আনুশকার আপত্তি

ইতিমধ্যে দুটি ছবিতে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন আনুশকা শর্মা ও রণবীর সিং। ছবি দুটি হলো ‘ব্যান্ড বাজা বারাত’ এবং ‘লেডিস ভারসেস রিকি বেল’। এ দুটিই যশরাজ ফিল্মসের ছবি। দুটি ছবিই বেশ ব্যবসা সফলতা অর্জন করেছে। মূলত এই ছবিগুলোর বদৌলতে এই দুই তারকাই পরিচালকদের আস্থায় পরিণত হয়েছেন। পাশাপাশি এই দুই ছবির শুটিং করতে গিয়ে বাস্তবেও ঘনিষ্ঠ হয়ে ওঠেন আনুশকা-রণবীর। তাদের দু’জনের প্রেম কাব্যের সংবাদও কম প্রকাশিত হয়নি মিডিয়ায়। কিন্তু বেশ কিছু দিন ধরেই সেই ঘনিষ্ঠতা কমেছে। দু’জনই প্রেমের বদলে মনোযোগী হয়েছেন কাজে। এদিকে আগের দুটি ছবির ধারাবাহিকতায় যশরাজ ফিল্মসের আরও একটি ছবিতে জুটিবদ্ধ হয়ে কাজ করার কথা ছিল আনুশকা-রণবীরের। চলতি মাসের শেষের দিকেই এ ছবির শুটিং শুরু হওয়ার কথা। কিন্তু বেঁকে বসেছেন আনুশকা। এ ছবিতে বেশ কিছু ঘনিষ্ঠ দৃশ্য পরিকল্পনা করা হয়েছিল আনুশকা-রণবীরের। এর মধ্যে চুমোর দৃশ্যও ছিল। কিন্তু তাতে আপত্তি জানান অনুশকা। পরিচালকের সঙ্গে বিষয়টি নিয়ে ব্যাটে বলে না মেলায় ছবিতে অভিনয় করবেন না বলে জানিয়ে দিয়েছেন তিনি। আনুশকার এমন হঠাৎ ‘না’-তে অবাক হয়েছেন সবাই। কারণ, এর আগের দুটি ছবিতেই রণবীরের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে কাজ করেছিলেন তিনি। কিন্তু এবার এরকম দৃশ্য করতে নারাজ। ধারণা করা হচ্ছে, রণবীরের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ভাল না যাওয়ার কারণেই আনুশকা এ ছবিটি করছেন না। তবে মিডিয়াকে আনুশকা জনিয়েছেন, আমার কাছে বেশ কয়েকটি দৃশ্য আপত্তিজনক মনে হয়েছে বলেই ছবিটি করছি না। কারণ, আমি নিজেকে প্রশ্নবিদ্ধ করতে চাই না। খোলামেলা হতে আমার কোন দ্বিধা নেই। কিন্তু এই ছবিতে এমন কিছু দৃশ্য করার কথা বলা হয়েছিলো, যা আমার ইমেজের সঙ্গে যায় না। এ কারণেই ছবিটি করছি না। এর বাইরে অন্য কিছু নয়!
0 comments

সিমলা-নিলয় আসছেন ৬২ প্রেক্ষাগৃহে

নিরুতি আর মুকাই ‘রূপগাওয়াল’ ছবির প্রাণই বলা চলে। নিরুতি চরিত্রটি নিয়ে আমি সিমলাকে ঘিরে অনেক আশা করেছিলাম। কিন্তু সিমলা চরিত্রটিতে গভীরভাবে প্রবেশ করতে পারেনি। তারপরও তিনি চেষ্টা করেছেন তা ফুটিয়ে তুলতে। অন্যদিকে নিলয় মুকাই চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন। রূপগাওয়াল ছবিতে ছবির প্রধান দুটি চরিত্রে সিমলা ও নিলয়ের অভিনয় সম্পর্কে এমনই অভিব্যক্তি প্রকাশ করলেন ছবির পরিচালক হাবিবুর রহমান হাবিব। প্রায় কোটি টাকায় নির্মিত শেকড় চলচ্চিত্র প্রযোজিত ‘রূপগাওয়াল’ ছবিটি সেন্সর ছাড়পত্র লাভ করে গত ২৮শে মার্চ। আর এরপর থেকেই ছবির প্রযোজক দেবাশীষ রায় ছবিটি মুক্তির জন্য প্রস্তুতি নেয়া শুরু করেন। সে অনুযায়ী আগামী ১৭ই মে মোট ৬২টি প্রেক্ষাগৃহে ‘রূপগাওয়াল’ ছবিটি মুক্তি পাবে। মূলত পরিচালক মানুষের মানসিক সম্পর্ককে ঘিরে ছবির গল্প এগিয়ে নিয়ে গেছেন। ছবিটিতে এক এতিম ছেলের চরিত্রে অভিনয় করেছেন সুপার হিরো নিলয়, যে কিনা একজন ফেরিওয়ালা। এতে তার বিপরীতে আছেন সিমলা। ছবিটি প্রসঙ্গে নিলয় বলেন, খুব ভাল লাগছে এই ভেবে যে, ছবিটি আগামী মাসেই মুক্তি পাবে। আরেকটি ভাল ছবি দর্শক দেখতে পাবেন। দর্শকের প্রতি অনুরোধ, আপনারা হলে গিয়ে ছবিটি দেখবেন। সিমলা বলেন, ভাল গল্পের ছবি এটি। আমি যথাসাধ্য চেষ্টা করেছি নিজের চরিত্র ফুটিয়ে তুলতে। বাকিটুকু দর্শক বলবেন, ছবিটিতে আরও যারা অভিনয় করেছেন তারা হলেন চম্পা, মাসুম আজিজ, দেবাশীষ রায়, আনোয়ার শাহী। আলী আকবর রূপু ও নূর পলাশের সংগীত পরিচালনায় ছবিটিতে গান গেয়েছেন সাবিনা ইয়াসমিন, মমতাজ, রিংকু, সালমা ও পারভেজ। এদিকে ‘রূপগাওয়াল’ ছবির নায়ক নিলয় শেষ করেছেন সানিয়াত হোসেন পরিচালিত ‘অল্প অল্প প্রেমের গল্প’ ছবির কাজ। শুটিং চলছে মোহাম্মদ আলী পারভেজের ‘প্রিয়তমা আমি দাঁড়ি তুমি কমা’ ছবির। দুটি ছবিতে তার বিপরীতে আছেন শখ ও আইরিন। আর সিমলা এরই মধ্যে শেষ করেছেন মাসুদ পথিক পরিচালিত ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’ ছবিটির কাজ।
0 comments
 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. News-Media24 - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger