Latest Post
Showing posts with label bangladeshi actress ruhi hot pic. Show all posts
Showing posts with label bangladeshi actress ruhi hot pic. Show all posts
bangladeshi actress ruhi hot pic,
Bangladeshi model Jeni,
Bangladeshi Model Shokh,
bd actress Shimla hot
মুক্তির আগেই যেন শুভ সূচনা হলো জাকির হোসেন রাজুর ‘পোড়ামন’ ছবিটির। গত
বৃহস্পতিবার ছবিটিকে আনকাট সেন্সর ছাড়পত্র দিয়েছে চলচ্চিত্র সেন্সর বোর্ড।
সেইসঙ্গে চলচ্চিত্রের এমন মন্দা সময়ে এমন নিটোল, পরিচ্ছন্ন ছবি নির্মাণের
জন্য ছবির নির্মাতা পক্ষকে সাধুবাদ জানান সেন্সর বোর্ডের সদস্যরা। এর
মাধ্যমে পরপর তিনটি ছবিই বিনা কর্তনে ছাড়পত্র পেল চলচ্চিত্রের আলোচিত
প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। ছাড়পত্র পাওয়ার পরপরই মুক্তির যাবতীয়
প্রস্তুতি গ্রহণ করছে জাজ মাল্টিমিডিয়া। জানা গেছে, রাজনৈতিক পরিবেশ এবং
আবহাওয়া অনুকূলে থাকলে আগামী ১৪ই জুনেই মুক্তি পাবে ‘পোড়ামন’। ছবিটির
মুক্তির আগে আরও একদফা আলোচনা বাড়াতে আজ বাজারে আসছে ‘পোড়ামন’-এর অডিও
অ্যালবাম। জাজ মাল্টিমিডিয়ার ব্যানার থেকেই প্রকাশ পাচ্ছে অ্যালবামটি।
‘পোড়ামন’ ছবির বেশিরভাগ গান লিখেছেন এবং সুর করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল
এবং শফিক তুহিন। পাশাপাশি সংগীত পরিচালনাও করেছেন শফিক তুহিন। দুটি গানের
সংগীতায়োজনে ছিলেন মুশফিক লিটু এবং রাজিব। ছবির বিভিন্ন গানে কণ্ঠ দিয়েছেন
ন্যান্সি, পুলক, খেয়া, মিমি এবং শফিক তুহিন। শুরু থেকেই ‘পোড়ামন’-এর
গানগুলো ছিল আলোচনায়। বান্দরবনের একটি বাস্তব ঘটনাকে নিয়ে এ ছবির কাহিনী
লিখেছেন আবদুল্লাহ জহীর বাবু। এখানে প্রধান কয়েকটি চরিত্রে অভিনয় করেছেন
সায়মন সাদিক, মাহিয়া মাহি, আনিসুর রহমান মিলন, আলীরাজ, বিপাশা (লাক্স
তারকা), ডন, রতন, রেহেনা জলি, মনিরা মিঠু, গুলশান আরা এবং মিশা সওদাগর।
‘পোড়ামন’-এর ড্যান্স কোরিওগ্রাফিতে ছিলেন মাসুম বাবুল। সম্পাদনা করেছেন
তৌহিদ হোসেন চৌধুরী এবং চিত্রগ্রহণ করেছেন শাহীন।
আনকাট সেন্সর ছাড়পত্র পেলো ‘পোড়ামন’
bangladeshi actress ruhi hot pic,
Bangladeshi Model Shokh,
bd actress Shimla hot,
Shimla Niloy movie,
Tahsan mithila
কন্যা সন্তানের বাবা-মা হলেন জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান রহমান খান ও
মডেল-অভিনেত্রী-গায়িকা মিথিলা। আজ সকালে রাজধানীর একটি হাসপাতালে কন্যা
সন্তান জন্ম দেন মিথিলা। কন্যার নাম রাখা হযেছে আয়রা তেহরিম খান। এটিই
তাহসান-মিথিলা দম্পতির প্রথম সন্তান। মা ও মেয়ে দু’জনই সুস্থ আছেন বলে জানা
গেছে। তবে আরও দু’তিনদিন পর বাসায় ফিরতে পারবেন মিথিলা। এদিকে কন্যা
সন্তান হওয়ার তাৎক্ষণিক অনুভূতি ব্যক্ত করতে গিয়ে তাহসান বলেন, আল্লাহর
দরবারে অসংখ্য শুকরিয়া যে, সবকিছু ভালভাবে হয়েছে। এ মুহূর্তে আসলে নিজের
অনুভূতি প্রকাশ করতে পারবো না। অনেক বেশি ভাল লাগছে, আনন্দ হচ্ছে। সবাই
বলছে আমাদের মতোই হয়েছে কন্যা আয়রা তেহরিম খান। সবাই দোয়া করবেন আমাদের
মেয়ের জন্য। উল্লেখ্য, মা হওয়ার কারণে কয়েক মাস ধরে মিডিয়া থেকে দূরে ছিলেন
মিথিলা। ঠিক তেমনি তাহসানও স্ত্রীর যত্ন নেয়ার জন্য নতুন কোন কাজে হাত
দেননি।
কন্যা সন্তানের বাবা-মা হলেন তাহসান-মিথিলা
Aamir khan Salman khan acting,
bangladeshi actress ruhi hot pic,
Bangladeshi model Jeni,
bipasha basu hot,
Ria sen hot,
sanny Leone hot,
swastika mukherjee
শুটিংয়ের শুরুতে শয্যা দৃশ্য, ছবিই ছেড়ে দিলেন নায়িকা
টালিগঞ্জে ছবির শুটিংয়ের ক্ষেত্রে এমন ঘটনা আগে কখনও ঘটেনি। ছবির শুটিং
শুরুর প্রথম দিনে প্রথমেই শয্যা দৃশ্য। আর এ দৃশ্যে নায়িকার বিপরীতে থাকবেন
প্রযোজক কাম অভিনেতা। উদ্দেশ্যটা যে মোটেই ভাল নয় সেটা বুঝতে পেরে
অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় রেগে আগুন। শেষ পর্যন্ত ছেড়েও দিলেন
ছবিটি। এই ঘটনা নিয়ে টালিগঞ্জ বেশ সরগরম। পরিচালক শুভব্রত চট্টোপাধ্যায়ের
প্রথম ছবি ‘মনিহারা’। আর এ ছবিতেই নায়িকার চরিত্রে অভিনয় করতে রাজি
হয়েছিলেন স্বস্তিকা। তাই স্ক্রিপ্ট নিয়ে পাড়ি দিয়েছিলেন লন্ডনে। সেখানে
সুমন মুখোপাধ্যায়ের ‘শেষের কবিতা’ ছবির কাজ বাকি ছিল। সেখানে চিত্রনাট্য
পড়ে ভালই লেগেছিল। তবে শয্যা দৃশ্য নিয়ে তার খটকা ছিল। সমপ্রতি কলকাতায়
ফিরে ‘মনিহারা’-র শুটিংয়ের জন্য তৈরিও হয়েছিলেন। কিন্তু শুটিংয়ের আগে
পরিচালকের কাছ থেকে স্বস্তিকা জানতে পারেন, শুটিংয়ে প্রথম যে দৃশ্য
ক্যামেরা বন্দি করা হবে সেটি একটি শয্যা দৃশ্য। আর এই দৃশ্যে তার সঙ্গে
অন্তরঙ্গ হবেন প্রযোজক কাম অভিনেতা অর্ঘ্যদীপ চট্টোপাধ্যায়। আর এটা জানতে
পেরেই স্বস্তিকা রেগে আগুন। তিনি বলেছেন, শয্যা দৃশ্যে অভিনয় করতে আমার কোন
আপত্তি নেই। কিন্তু অপ্রয়োজনীয় এই শয্যা দৃশ্যটির পরিকল্পনাই করা হয়েছে
তার সঙ্গে মাখামাখি করার সুযোগ নিতে। আর সেজন্যই প্রযোজক অভিনেতা সেজেছেন।
স্বস্তিকা জানিয়েছেন, অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করার ব্যাপারে আমার কোন
ন্যাকামি নেই। কিন্তু অভিনেত্রীকে বেশ্যা হিসেবে ভাবার কোন কারণ নেই। তিনি
জানান, সাধারণভাবে মহিলাদের, বিশেষ করে অভিনেত্রীদের যাতে এইভাবে ব্যবহার
করা না হয় সেজন্যই তিনি ছবির কাজ ছেড়ে দিয়ে চলে এসেছেন। স্বস্তিকা নিজে
টুইট করেই এসব কথা জানিয়েছেন। রবীন্দ্রনাথের ‘মনিহারা’ গল্পের আধুনিক রূপ
নিয়েই ছবিটি করছেন শুভব্রত। তবে তিনি জানিয়েছেন, স্বস্তিকার কয়েকটি দৃশ্যে
অভিনয় করতে আপত্তি ছিল বলে তাকে বাদ দিয়েই ছবিটি হচ্ছে। স্বস্তিকার
পরিবর্তে নেয়া হয়েছে সোহিনী সরকার নামে এক নতুন অভিনেত্রীকে। অবশ্য এ
অভিনেত্রী জানিয়েছেন, কেন স্বস্তিকার বদলে তাকে নেয়া হয়েছে তা তিনি জানেন
না। তবে নায়কের সঙ্গে শয্যা দৃশ্য করার ব্যাপারে তার আপত্তির কথা জেনে
পরিচালক কথা দিয়েছেন তাকে এ ব্যাপারে জোর করা হবে না।
bangladeshi actress ruhi hot pic,
Bangladeshi model Jeni,
Bangladeshi Model Shokh,
Shimla Niloy movie
নতুন চলচ্চিত্রে রুহী
আজ থেকে নতুন একটি ছবির কাজ শুরু করতে যাচ্ছেন জনপ্রিয় র্যাম্প মডেল ও
হালের ব্যস্ত অভিনেত্রী রুহী। ছবির নাম ‘মায়ানগর’। নির্মাণ করছেন ইসমত আরা
চৌধুরী শান্তি। ছবিটিতে রুহীকে একজন জনপ্রিয় র্যাম্প মডেলের ভূমিকায় অভিনয়
করতে দেখা যাবে। এতে অভিনয় প্রসঙ্গে রুহী বলেন, ছবিটিতে আমার চরিত্রটি
একেবারেই আমার জীবনের সঙ্গে মিলে যাওয়া, যে কারণে অভিনয় করছি। ছবির গল্প
সত্যিই চমৎকার। সবার সহযোগিতায় আমি আমার চরিত্রকে যথাযথভাবে ফুটিয়ে তুলতে
পারবো বলে মনে করি। এদিকে রুহী এরই মধ্যে শেষ করেছেন তার প্রথম ছবি
‘সংগ্রাম’-এর কাজ। ছবিটি পরিচালনা করেছেন মনসুর আলী। এছাড়া আগামী মাসের ১২
তারিখ তিনি কলকাতা যাচ্ছেন মহুয়া চক্রবর্তী পরিচালিত ‘গ্ল্যামার’ ছবির কাজ
শুরু করতে। এ ছবিতে তিনি কলকাতার জনপ্রিয় নির্মাতা ও অভিনেতা পরমব্রতের
বিপরীতে অভিনয় করবেন। এ ছবির শুটিংয়ের পরপরই তিনি একই পরিচালকের পরিচালনায় ও
একই নায়কের বিপরীতে ‘স্পর্শ’ ছবিতেও অভিনয় করবেন। উল্লেখ্য, ২০০৭ সালে
অমিতাভ রেজার পরিচালনায় প্যারাসুটের কান্ট্রি ক্যাম্পেইনের একটি বিজ্ঞাপনের
মডেল হিসেবে নির্বাচিত হন রুহি। দেশের নামকরা বুটিক হাউস বাংলার মেলা,
মায়াসির, কে-ক্র্যাফট, ড্রেসিডেল, মান্ত্রা এবং আড়ংয়ের মতো প্রতিষ্ঠানের
মডেল হওয়ার সৌভাগ্য হয় তার। এরপরই শুরু হয় তার অভিনয় জীবন। রুহী অভিনীত
প্রথম নাটক রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে আহমেদ সুস্ময় পরিচালিত
‘অপরিচিতা’। এরপর অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিমের ‘বৃত্তের ভিতরে একা’,
আহমেদ সুস্ময়ের ‘স্বপ্নমুখ’, রিপন নবীর ডেইলি সোপ ‘অচেনা মানুষ’ ও গিয়াস
উদ্দিন সেলিমের ‘অবগুণ্ঠন’ ও ‘লোভ’ নাটকে। অতি সমপ্রতি তিনি ইমরানুল
ইসলামের ‘বিচ্ছিন্ন আবেগ’ নামক একটি খণ্ড নাটকে অভিনয় করেছেন। এদিকে রুহীর
ব্যাপক পরিচিতি একজন র্যাম্প মডেল হিসেবে। যে কারণে মডেলিংয়ে কিংবা অভিনয়ে
নিজেকে প্রতিষ্ঠিত করতে চান এমন আগ্রহীদের জন্য রুহী প্রতিষ্ঠা করেছেন
নিজস্ব একটি প্রতিষ্ঠান, নাম ‘রুহু ২৫’। আগামী মে মাস থেকে আনুষ্ঠানিকভাবে
যাত্রা শুরু করবে উত্তরার ১১ নম্বর সেক্টরের ২০নং রোডের ৬৮নং বাড়িতে রুহীর এ
প্রতিষ্ঠান। মূলত মডেলিং এবং অভিনয়ে প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষা দেয়া হবে এ
প্রতিষ্ঠান থেকে।