আজ থেকে নতুন একটি ছবির কাজ শুরু করতে যাচ্ছেন জনপ্রিয় র্যাম্প মডেল ও
হালের ব্যস্ত অভিনেত্রী রুহী। ছবির নাম ‘মায়ানগর’। নির্মাণ করছেন ইসমত আরা
চৌধুরী শান্তি। ছবিটিতে রুহীকে একজন জনপ্রিয় র্যাম্প মডেলের ভূমিকায় অভিনয়
করতে দেখা যাবে। এতে অভিনয় প্রসঙ্গে রুহী বলেন, ছবিটিতে আমার চরিত্রটি
একেবারেই আমার জীবনের সঙ্গে মিলে যাওয়া, যে কারণে অভিনয় করছি। ছবির গল্প
সত্যিই চমৎকার। সবার সহযোগিতায় আমি আমার চরিত্রকে যথাযথভাবে ফুটিয়ে তুলতে
পারবো বলে মনে করি। এদিকে রুহী এরই মধ্যে শেষ করেছেন তার প্রথম ছবি
‘সংগ্রাম’-এর কাজ। ছবিটি পরিচালনা করেছেন মনসুর আলী। এছাড়া আগামী মাসের ১২
তারিখ তিনি কলকাতা যাচ্ছেন মহুয়া চক্রবর্তী পরিচালিত ‘গ্ল্যামার’ ছবির কাজ
শুরু করতে। এ ছবিতে তিনি কলকাতার জনপ্রিয় নির্মাতা ও অভিনেতা পরমব্রতের
বিপরীতে অভিনয় করবেন। এ ছবির শুটিংয়ের পরপরই তিনি একই পরিচালকের পরিচালনায় ও
একই নায়কের বিপরীতে ‘স্পর্শ’ ছবিতেও অভিনয় করবেন। উল্লেখ্য, ২০০৭ সালে
অমিতাভ রেজার পরিচালনায় প্যারাসুটের কান্ট্রি ক্যাম্পেইনের একটি বিজ্ঞাপনের
মডেল হিসেবে নির্বাচিত হন রুহি। দেশের নামকরা বুটিক হাউস বাংলার মেলা,
মায়াসির, কে-ক্র্যাফট, ড্রেসিডেল, মান্ত্রা এবং আড়ংয়ের মতো প্রতিষ্ঠানের
মডেল হওয়ার সৌভাগ্য হয় তার। এরপরই শুরু হয় তার অভিনয় জীবন। রুহী অভিনীত
প্রথম নাটক রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে আহমেদ সুস্ময় পরিচালিত
‘অপরিচিতা’। এরপর অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিমের ‘বৃত্তের ভিতরে একা’,
আহমেদ সুস্ময়ের ‘স্বপ্নমুখ’, রিপন নবীর ডেইলি সোপ ‘অচেনা মানুষ’ ও গিয়াস
উদ্দিন সেলিমের ‘অবগুণ্ঠন’ ও ‘লোভ’ নাটকে। অতি সমপ্রতি তিনি ইমরানুল
ইসলামের ‘বিচ্ছিন্ন আবেগ’ নামক একটি খণ্ড নাটকে অভিনয় করেছেন। এদিকে রুহীর
ব্যাপক পরিচিতি একজন র্যাম্প মডেল হিসেবে। যে কারণে মডেলিংয়ে কিংবা অভিনয়ে
নিজেকে প্রতিষ্ঠিত করতে চান এমন আগ্রহীদের জন্য রুহী প্রতিষ্ঠা করেছেন
নিজস্ব একটি প্রতিষ্ঠান, নাম ‘রুহু ২৫’। আগামী মে মাস থেকে আনুষ্ঠানিকভাবে
যাত্রা শুরু করবে উত্তরার ১১ নম্বর সেক্টরের ২০নং রোডের ৬৮নং বাড়িতে রুহীর এ
প্রতিষ্ঠান। মূলত মডেলিং এবং অভিনয়ে প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষা দেয়া হবে এ
প্রতিষ্ঠান থেকে।
Post a Comment