চার বছর পর শিরিনের ‘রঙিলা’


চার বছর পর শিরিনের ‘রঙিলা’
‘পাঞ্জাবীওয়ালা’ খ্যাত গায়িকা শিরিনের প্রথম একক ‘পাঞ্জাবীওয়ালা’ ২০০৭ সালে প্রকাশিত হয়। এরপর ২০০৯ সালে আসে দ্বিতীয় একক ‘মাতওয়ালী’। দুটি অ্যালবামই প্রকাশ করে লেজার ভিশন।

মাঝে কয়েকবার পরিকল্পনা করেও শেষ পর্যন্ত নিজের তৃতীয় একক অ্যালবামটি প্রকাশ করতে পারেননি শিরিন। চার বছরেরও বেশি সময় পর এবার পহেলা বৈশাখকে সামনে রেখে লেজার ভিশনের ব্যানারে প্রকাশ পাচ্ছে তাঁর তৃতীয় একক অ্যালবাম ‘রঙিলা’।

সম্প্রতি লন্ডন থেকে দেশে ফিরেছেন শিরিন। এসেই ঘোষণাটি দিলেন। আগামী ৬ এপ্রিল থেকে অ্যালবামটি শ্রোতারা হাতে পাবেন ।
শিরিন জানান, ‘রঙিলা’য় মোট গান থাকছে ১২টি। এরমধ্যে ৭টি গান সংগৃহীত, ৫টি মৌলিক। গানগুলো ফোক, বিরহ এবং আধ্যাত্বিক ধাঁচের।’

অ্যালবামের গানগুলোর সংগীতায়োজন করেছেন বাপ্পা মজুমদার, ফুয়াদ আল মুক্তাদির, হৃদয় খান, রোমেল আলী, রাফা, রুম্মান, ইউরোপে বসবাসরত বাংলাদেশী সাকিব ও ভারতীয় ক্যাথেন।

গানগুলোর শিরোনাম ‘করলা না প্রেম খাঁটি’, ‘চেংরা চাবিওয়ালা’, ‘ভালোবাসা ভালোলাগা’, ‘সেই কল্পনা’, ‘দিলহারা’, ‘খাজা’, ‘মিলনের স্বাধ’, ‘জ্বালা’, ‘একদিন যাবি উড়ে’, ‘মধুর পিরিতি’, ‘কালা চান’ (চট্টগ্রামের আঞ্চলিক) ও ‘রঙের ফুল’।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৩
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. News-Media24 - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger