দেশের চলচ্চিত্র ইতিহাসে প্রথমবারের মতো ছয়জন নতুন পরিচালকদের দিয়ে একসঙ্গে ছয়টি ছবি নির্মাণের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। এ উপলক্ষে শনিবার দুপুর সাড়ে ১২টায় ঢাকার ওয়েস্টিন হোটেলের বলরুমে আয়োজন করা হয় এক জমাকালো অনুষ্ঠানের। এতে লালগালিচা সংবর্ধনার মধ্য দিয়ে ছয় তরুণ নির্মাতাকে পরিচয় করিয়ে দেন ফরিদুর রেজা সাগর। ছয় পরিচালক হলেন অমিভাভ রেজা, আকরাম খান, আদনান আল রাজীব, আবু শাহেদ ইমন, গোলাম কিবরিয়া এবং রবিউল আলম রবি। তাদের প্রথম ছবিগুলোর নাম যথাক্রমে প্রক্সি, কে, প্রজন্ম এক্স, জালালের পিতাগণ, কর্পূর এবং টাকার খেলা। রেড কার্পেট শোটির উপস্থাপনা করেন ফারজানা ব্রাউনিয়া ও পরিচালনা করেন ইজাজ খান স্বপন। এই তরুণ তুর্কিদের হাত ধরেই দেশের চলচ্চিত্রের বাতি আবারও জ্বলে উঠবে বলে অনুষ্ঠানে আশা প্রকাশ করেন চলচ্চিত্রের অগ্রজ ব্যক্তিত্বরা। তারা আশা করেন, তরুণদের মাধ্যমেই বাংলাদেশের চলচ্চিত্র তার হারানো গৌরব ফিরে পাবে। অনুষ্ঠানে অগ্রজদের মধ্যে ছিলেন চাষী নজরুল ইসলাম, মোহাম্মদ হান্নান, মতিন রহমান, শহিদুল ইসলাম খোকন, শাহ আলম কিরণ, আব্দুস সামাদ খোকন, নূর মোহাম্মদ মনি, গোলাম রাব্বানী বিপ্লব, সামিয়া জামান এবং প্রযোজক হাবিবুর রহমান খান। প্রযোজক ফরিদুর রেজা সাগর, ইবনে হাসান খানের পাশাপাশি ছয় নতুন পরিচালকের পক্ষে প্রযোজকের দায়িত্ব পালন করবেন অপর খ্যাতনামা পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী। এই অনুষ্ঠানে ইমপ্রেস টেলিফিল্মের গত এক দশকে নির্মিত চলচ্চিত্রগুলোর পরিচিতি তুলে ধরা হয়। অনেক তরুণ নির্মাতারই প্রথম চলচ্চিত্র ছিলো ইমপ্রেস টেলিফিল্মের, যেগুলো এতে স্থান পায়। ২০০৪ সাল থেকে ইমপ্রেস টেলিফিল্ম এ পর্যন্ত ৭৫টি চলচ্চিত্র নির্মাণ করেছে, যেগুলো দেশে ও আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে। অর্জন করেছে ১১৬টি জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ নানা বিশ্বনন্দিত পুরস্কার। বাংলাদেশের চলচ্চিত্রের জন্য অস্কারের দ্বারও প্রথম উন্মোচন করেছে ইমপ্রেস টেলিফিল্মই। এ প্রতিষ্ঠানের পাঁচটি চলচ্চিত্র এ পর্যন্ত অস্কারের জন্য লড়াই করেছে। বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৩ |
Post a Comment