ঢাকা: সম্প্রতি কানাডায় শুরু হয়েছে তিনদিনব্যাপি টাইমস অফ
ইন্ডিয়া অ্যাওয়ার্ডস। প্রথম দিনেই জমজমাট এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের স্টেজ
মাতিয়ে রেখেছেন মোহিত এবং সুনিধি চৌহানের মত পারফর্মাররা। ‘তুমসে হি ’এবং
‘বাবলি বদমাশ’ এর মত জনপ্রিয় গানগুলি দিয়ে দর্শক মাতিয়ে রেখেছেন
পারফর্মাররা।
৬ এপ্রিল থেকে শুরু হওয়া এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বলিউডের আরও নানা রকম ইভেন্ট থাকবে। প্রধান অনুষ্ঠানটি উপস্থাপনার জন্য থাকবেন রনবির কাপুর, আনুশকা শর্মা ও বোমান ইরানী।
বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়া উপস্থাপিকা হিসেবে দায়িত্ব পালন করছেন। অনুষ্ঠানের শুরুতেই তিনি দর্শকদের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দেন- ‘কন বানেগা নেহা ধুপিয়া কা পতি?`
৩২ বছর বয়সী বলিউডের এই আবেদনময়ী অভিনেত্রী বলেন তার মা তাকে বিয়ের জন্য বলেছেন। তিনি তাই এই দর্শকদের মধ্য থেকে তার জন্য একজন পাঞ্জাবী ছেলে খুঁজছেন। তিনি দর্শকদের মধ্য থেকে কয়েকজনকে বাছাই করেন এবং ‘শিলা কি জাওয়ানি’, ‘ফেভিকল সে’ আইটেম গানগুলিতে পারফর্ম করে তাদের ট্যালেন্ট দেখাতে বলেন। এটা ছিল একরকম গেম শো।
ইতিমধ্যেই বলিউডের চলচ্চিত্র নির্মাতা অনুরাগ বসু, প্রভু দেবা ও উর্মিলা মাতন্দকারসহ বলিউডের অনেক অভিনেতা-অভিনেত্রী, পরিচালক, প্রযোজক অংশগ্রহণ করেছেন এ অনুষ্ঠানে।
জানা গেছে, শিগগিরই সেখানে পৌছবেন বলিউড কিং শাহরুখ খান ও তার স্ত্রী গৌরি খান, প্রিয়াঙ্কা চোপড়া, অসিন, জিম্মি সেরজিল ও সুজয় ঘোষ।
অনুষ্ঠানে স্টেজ পারফর্মারদের কোরিওগ্রাফার হিসেবে দায়িত্ব পালন করছেন সিয়ামাক দাভার। অনুষ্ঠানে গান গাইবেন গায়িকা সালমালি খোলগেদ, র্যা পার হার্ড কোর ও কবিতা শেঠসহ আরও অনেকে।
পছন্দের বলিউড তারকাদের এক ঝলক দেখার আশায় অনুষ্ঠান চত্বরে হাজির হয়েছেন ভক্তরা। কানাডার বৃষ্টিস্নাত এবং ঠাণ্ডা আবহাওয়া উপেক্ষা করে সেখানে এসেছেন তারা। বলিউডের তারকারাও তাদের এই জনপ্রিয়তা বেশ ভালোভাবেই উপভোগ করছেন।
৬ এপ্রিল থেকে শুরু হওয়া এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বলিউডের আরও নানা রকম ইভেন্ট থাকবে। প্রধান অনুষ্ঠানটি উপস্থাপনার জন্য থাকবেন রনবির কাপুর, আনুশকা শর্মা ও বোমান ইরানী।
বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়া উপস্থাপিকা হিসেবে দায়িত্ব পালন করছেন। অনুষ্ঠানের শুরুতেই তিনি দর্শকদের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দেন- ‘কন বানেগা নেহা ধুপিয়া কা পতি?`
৩২ বছর বয়সী বলিউডের এই আবেদনময়ী অভিনেত্রী বলেন তার মা তাকে বিয়ের জন্য বলেছেন। তিনি তাই এই দর্শকদের মধ্য থেকে তার জন্য একজন পাঞ্জাবী ছেলে খুঁজছেন। তিনি দর্শকদের মধ্য থেকে কয়েকজনকে বাছাই করেন এবং ‘শিলা কি জাওয়ানি’, ‘ফেভিকল সে’ আইটেম গানগুলিতে পারফর্ম করে তাদের ট্যালেন্ট দেখাতে বলেন। এটা ছিল একরকম গেম শো।
ইতিমধ্যেই বলিউডের চলচ্চিত্র নির্মাতা অনুরাগ বসু, প্রভু দেবা ও উর্মিলা মাতন্দকারসহ বলিউডের অনেক অভিনেতা-অভিনেত্রী, পরিচালক, প্রযোজক অংশগ্রহণ করেছেন এ অনুষ্ঠানে।
জানা গেছে, শিগগিরই সেখানে পৌছবেন বলিউড কিং শাহরুখ খান ও তার স্ত্রী গৌরি খান, প্রিয়াঙ্কা চোপড়া, অসিন, জিম্মি সেরজিল ও সুজয় ঘোষ।
অনুষ্ঠানে স্টেজ পারফর্মারদের কোরিওগ্রাফার হিসেবে দায়িত্ব পালন করছেন সিয়ামাক দাভার। অনুষ্ঠানে গান গাইবেন গায়িকা সালমালি খোলগেদ, র্যা পার হার্ড কোর ও কবিতা শেঠসহ আরও অনেকে।
পছন্দের বলিউড তারকাদের এক ঝলক দেখার আশায় অনুষ্ঠান চত্বরে হাজির হয়েছেন ভক্তরা। কানাডার বৃষ্টিস্নাত এবং ঠাণ্ডা আবহাওয়া উপেক্ষা করে সেখানে এসেছেন তারা। বলিউডের তারকারাও তাদের এই জনপ্রিয়তা বেশ ভালোভাবেই উপভোগ করছেন।
Post a Comment