Featured Post Today
print this page
Latest Post
Showing posts with label Shilpa Shetty hot IPL. Show all posts
Showing posts with label Shilpa Shetty hot IPL. Show all posts

সিদ্ধান্ত বদলেছেন হানসিকা

হিমেশ রেশমিয়ার বিপরীতে ‘আপ কা সুরুর’ ছবিতে প্রথমবারের মতো নায়িকা হিসেবে অভিনয়ের মধ্য দিয়ে আলোচনায় আসেন হানসিকা মাতওয়ানি। শিশুশিল্পী হিসেবে এর আগে অনেক টিভি সিরিজ ও চলচ্চিত্রে অভিনয় করেছিলেন তিনি। কিন্তু ‘আপ কা সুরুর’র পর ভাগ্য আর তেমন সঙ্গ হয়নি হানসিকার। বলিউডে কাজ কমতে থাকে তার। এরপর দক্ষিণ ভারতের ছবিতে মনোযোগী হন তিনি। এখন দক্ষিণ ভারতের অত্যন্ত ব্যস্ত অভিনেত্রীতে পরিণত হয়েছেন হানসিকা। তবে এদিকে সম্প্রতি একটি কাণ্ড ঘটিয়ে ব্যাপক আলোচনায় এসেছেন তিনি। আর সেটি হলো একটি বিকিনি ফটোশুটে অংশ নিয়েছেন হানসিকা। বিষয়টি অবাক করার মতো হলেও সত্যি। বলিউড কিংবা দক্ষিণ ভারতের কোন ছবিতেই এখনও বিকিনি পরে ক্যামেরাবন্দি হননি তিনি। এবার হঠাৎ করে তার বিকিনি ফটোশুট তাই বেশ আলোচনার জন্ম দিয়েছে। নিজের এ বিকিনি শুটের কথা খোদ হানসিকা জানিয়েছেন তার টুইটার একাউইন্টের মাধ্যমে। জানা গেছে হানসিকা নিজের সিদ্ধান্ত বদল করেছেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী তিনি এখন থেকে মনঃপূত হলে বিকিনি পরে চলচ্চিত্রে অভিনয় করবেন। আর হানসিকা এই বিকিনি ফটোশুট করেছেন দক্ষিণ ভারতের একটি ছবির জন্যই। বিকিনিতে হানসিকার লুক কেমন লাগে সেটা যাচাইয়ের জন্যই শুটটি করা হয়েছে। নিজের এই শুট দেখে অবাক হয়েছেন স্বয়ং হানসিকা। কারণ, অনেক বেশি যৌন আবেদনময়ী মনে হচ্ছিল তাকে এই শুটের ছবিগুলোতে। দক্ষিণ ভারতের পরিচালক শ্রীকান্তের নতুন ছবিতেই হানসিকাকে দেখা যাবে বিকিনি পরা অবস্থায়।
0 comments

আইটেম গানে একসঙ্গে দুই বোন

বেশ দীর্ঘ সময় ধরে বলিউডে অনুপস্থিত রয়েছেন অমৃতা আরোরা। নিজের ইচ্ছাতেই বলিউডে কাজ কমিয়ে দিয়েছেন সেক্সসিম্বল এ অভিনেত্রী। বড় বোন মালাইকা আরোরার কথা অনুযায়ীই মূলত কাজ করে থাকেন অমৃতা। যে কোন বিষয়েই মালাইকার পরামর্শ নেন তিনি। বিয়ের পরও দু’বোনের মধ্যে এমন মিল বলিউডে তেমন একটা খুঁজে পাওয়া যায় না। এদিকে এই দু’জন ইতিমধ্যে একসঙ্গে একটি ছবিতে অভিনয় করেছেন। তবে এর পর থেকে আর একসঙ্গে পাওয়া যায়নি তাদের। সর্বশেষ মালাইকা পারফরম করেছেন ‘দাবাং-২’ এর ‘পান্ডে জি সিটি’ গানটিতে। এখানে সালমান, সোনাক্ষি ও মালাইকা পারফরম করেছিলেন একসঙ্গে। এদিকে ‘দাবাং-২’ ছবিটি স্বামী আরবাজ খানের সঙ্গে যৌথভাবে প্রযোজনাও করেন মালাইকা। তবে নতুন খবর হচ্ছে এবার একটি গানে একসঙ্গে পারফরম করতে যাচ্ছেন বলিউডের সেক্সসিম্বল এই দুই বোন। খুব শিগগিরই একটি আইটেম গানে পারফরম করতে যাচ্ছেন তারা। এর আগেও এ দু’জনকে নিয়ে অনেক পরিচালক আইটেম গান করার প্রস্তাব দিলেও সেগুলোর আয়োজন পছন্দ না হওয়ায় ফিরিয়ে দিয়েছেন মালাইকা ও অমৃতা। তবে এবার প্রিয়দর্শনের নতুন একটি কমেডি ছবির আইটেম গানে দেখা যাবে তাদের। ইতিমধ্যে বিষয়টি পাকাপাকি হয়েছে বলে জানিয়েছেন পরিচালক। এই আইটেম গানে পারফরম করার বিষয়টি মালাইকার কাছ থেকেও নিশ্চিত হওয়া গেছে। জানা গেছে ছোট ছোট ঘাঘরা চোলিতে এ আইটেম গানটিতে ক্যামেরাবন্দি হবেন তারা। দু’বোনকে নিয়ে আইটেম গান করা প্রসঙ্গে প্রিয়দর্শন বলেন, মালাইকা ও অমৃতাকে বলিউডের অন্যতম হট গার্ল হিসেবেই ধরা করা হয়। ইতিমধ্যে মালাইকা অনেক আইটেম গানে পারফরম করে আলোচিত হয়েছেন। পাশাপাশি অমৃতাও তার সেক্সসিম্বল ইমেজের জন্য সুপরিচিত। তাই আমার নতুন ছবির আইটেম গানে এ দু’জনকে নেয়ার পরিকল্পনা করি। গানের আয়োজনের বিষয়টি শোনার পর তারা দু’জনই রাজি হয়েছেন এটি করতে। আমার মনে হয় একসঙ্গে মালাইকা ও অমৃতার পারফরম করা এ গানটি দর্শকদের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি করবে।
0 comments

ফিরছেন অমৃতা রাও

অমৃতা রাওকে ভুলতেই বসেছিল ভারতীয় দর্শকরা। বহুদিনের বিরতির পর আবার ফিরছেন এ নায়িকা। এবার তিনি সুভাষ ঘাইয়ের নতুন ছবি ‘সত্যাগ্রহ’তে অভিনয় করবেন। অবশ্য সুভাষ ঘাইয়ের ছবিতে অভিনয় করার চেয়ে ছবির সহঅভিনেতা অমিতাভ বচ্চনের সঙ্গে অভিনয় করার সুযোগ পেয়ে বেশি খুশি অমৃতা। এ বছর ২৩শে আগস্ট রিলিজ হবে ছবিটি। অমিতাভ বচ্চন আর অমৃতা রাও ছাড়া ছবিতে দেখা যাবে অজয় দেবগন, অর্জুন রামপাল, কারিনা কাপুর ও মনোজ বাজপেয়ীকে।
0 comments

আনুশকার আপত্তি

ইতিমধ্যে দুটি ছবিতে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন আনুশকা শর্মা ও রণবীর সিং। ছবি দুটি হলো ‘ব্যান্ড বাজা বারাত’ এবং ‘লেডিস ভারসেস রিকি বেল’। এ দুটিই যশরাজ ফিল্মসের ছবি। দুটি ছবিই বেশ ব্যবসা সফলতা অর্জন করেছে। মূলত এই ছবিগুলোর বদৌলতে এই দুই তারকাই পরিচালকদের আস্থায় পরিণত হয়েছেন। পাশাপাশি এই দুই ছবির শুটিং করতে গিয়ে বাস্তবেও ঘনিষ্ঠ হয়ে ওঠেন আনুশকা-রণবীর। তাদের দু’জনের প্রেম কাব্যের সংবাদও কম প্রকাশিত হয়নি মিডিয়ায়। কিন্তু বেশ কিছু দিন ধরেই সেই ঘনিষ্ঠতা কমেছে। দু’জনই প্রেমের বদলে মনোযোগী হয়েছেন কাজে। এদিকে আগের দুটি ছবির ধারাবাহিকতায় যশরাজ ফিল্মসের আরও একটি ছবিতে জুটিবদ্ধ হয়ে কাজ করার কথা ছিল আনুশকা-রণবীরের। চলতি মাসের শেষের দিকেই এ ছবির শুটিং শুরু হওয়ার কথা। কিন্তু বেঁকে বসেছেন আনুশকা। এ ছবিতে বেশ কিছু ঘনিষ্ঠ দৃশ্য পরিকল্পনা করা হয়েছিল আনুশকা-রণবীরের। এর মধ্যে চুমোর দৃশ্যও ছিল। কিন্তু তাতে আপত্তি জানান অনুশকা। পরিচালকের সঙ্গে বিষয়টি নিয়ে ব্যাটে বলে না মেলায় ছবিতে অভিনয় করবেন না বলে জানিয়ে দিয়েছেন তিনি। আনুশকার এমন হঠাৎ ‘না’-তে অবাক হয়েছেন সবাই। কারণ, এর আগের দুটি ছবিতেই রণবীরের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে কাজ করেছিলেন তিনি। কিন্তু এবার এরকম দৃশ্য করতে নারাজ। ধারণা করা হচ্ছে, রণবীরের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ভাল না যাওয়ার কারণেই আনুশকা এ ছবিটি করছেন না। তবে মিডিয়াকে আনুশকা জনিয়েছেন, আমার কাছে বেশ কয়েকটি দৃশ্য আপত্তিজনক মনে হয়েছে বলেই ছবিটি করছি না। কারণ, আমি নিজেকে প্রশ্নবিদ্ধ করতে চাই না। খোলামেলা হতে আমার কোন দ্বিধা নেই। কিন্তু এই ছবিতে এমন কিছু দৃশ্য করার কথা বলা হয়েছিলো, যা আমার ইমেজের সঙ্গে যায় না। এ কারণেই ছবিটি করছি না। এর বাইরে অন্য কিছু নয়!
0 comments

নতুন করে আইপিএল জ্বরে শিল্পা

বলিউডে বহুদিন ধরেই অনুপস্থিত রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠি। বিয়ের পর থেকেই স্বামী-সন্তান-সংসার নিয়েই ব্যস্ত হয়ে পড়েন তিনি। স্বামী রাজ কুন্দ্রার সঙ্গে ব্যবসায়িক কাজ নিয়েও মনোযোগী হয়েছেন তিনি। এদিকে বিয়ের আগে থেকেই ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল)-এ রাজ কুন্দ্রার দল রাজস্থান রয়্যালসকে সমর্থন দিয়ে আসছেন শিল্পা। নিয়মিত মাঠে থেকে এই দলের খেলোয়াড়দের সাহস জুগিয়েছেন তিনি। তবে বিয়ে ও সন্তান হওয়ার পর শিল্পার আইপিএল জ্বরটা থেমে যাবে বলেই ভেবেছিলেন সবাই। কিন্তু তা হয়নি। বরং সম্প্রতি আইপিএল জ্বরে যেন নতুন করে আক্রান্ত হয়েছেন তিনি। বলিউডে না ফিরলেও দীর্ঘ সময় পর আইপিএলের মাঠে ঠিকই ফিরেছেন শিল্পা শেঠি। নতুন উদ্যম নিয়ে তিনি এখন সমর্থন জোগাচ্ছেন রাজস্থান রয়্যালসকে। এই দলটির সর্বশেষ খেলায় সম্প্রতি স্বামী রাজ কুন্দ্রার সঙ্গে মাঠে উপস্থিত হয়েছেন তিনি। আগের থেকে এই খেলাটি নিয়ে আরও বেশি উচ্ছ্বাসিত ছিলেন শিল্পা। এদিকে সন্তান জন্ম দেয়ার পর বেশিরভাগ অভিনেত্রী মুটিয়ে গেলেও শিল্পার ক্ষেত্রে ঘটেছে আলাদা। রাজস্থান রয়্যালসের জার্সি গায়ে আগের থেকেও বেশি স্লিম মনে হয়েছে তাকে। রাজস্থান রয়্যালসের এই খেলাটি শুরু থেকে শেষ পর্যন্ত উপভোগ করেছেন তিনি। অনেক দিন পর শিল্পাকে পেয়ে ক্যামেরাও যেন পিছু ছাড়তে চাইছিল না তার। খেলার বিরতিতে মিডিয়াকে শিল্পা জানান, রাজস্থান রয়্যালসের জার্সি গায়ে আবারও মাঠে আসতে পেরে ভাল লাগছে। চ্যাম্পিয়ন হওয়ার আশা নিয়েই আমরা প্রতিবার মাঠে নামি। তবে এই মওসুমে আগের থেকে রাজস্থান রয়্যালস অনেক বেশি শক্তিশালী বলেই আমার মনে হয়। নিয়মিতই রাজের সঙ্গে আমি রাজস্থান রয়্যালসের খেলায় উপস্থিত থাকবো। সংসারের পর আমার কাছে এখন সবচেয়ে আনন্দের জায়গা হলো আইপিএলের আসর। প্রতিবারই নতুন উদ্যাম নিয়ে দলকে সমর্থনের মাধ্যমে খেলোয়াড়দের উৎসাহ জোগাতে চাই। তবে এবার আমরা চ্যাম্পিয়ন হবোই হবো।
0 comments
 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. News-Media24 - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger