বলিউডি জগতে শুধু মাত্র সেরারাই তাদের কাজের জন্য
পদক পান না; বরং ‘শ্রেষ্ঠ’ খারাপের দিক থেকেও সেরাদের করা হয় ‘পুরস্কৃত’!
সে উদ্দেশ্যেই ৫ম বারের মতো অনুষ্ঠিত হয়ে গেল গোল্ডেন কেলা অ্যাওয়ার্ড। আর
সে আসরে বলিউডি জগতের সবচেয়ে খারাপ অভিনয়শিল্পী হিসেবে নির্বাচিত হন অজয়
দেবগান এবং সোনাক্ষি সিনহা। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।
ওই আসরে শিরিশ কুন্দার পরিচালিত বলিউডি সিনেমা ‘জোকার’ স্থান পায় সবচেয়ে
খারাপ চলচ্চিত্রের তালিকার শীর্ষে। অন্যদিকে কুন্দার পান সবচেয়ে খারাপ
পরিচালকের খেতাব। তাকে খেতাব দেওয়া হয় ‘বেটা তুমসে না হো পায়েগা’ (তোমাকে
দিয়ে কিছু হবে না)।
অশ্বিনী ধীরের ‘সন অফ সর্দার’ এবং রোহিত শেট্টির
‘বোল বচ্চন’ সিনেমার জন্য খারাপ অভিনেতা হিসেবে নির্বাচিত হন অজয়। অন্য
দিকে ‘দাবাং’, ‘দাবাং ২’ এবং ‘রাউডি রাঠর’সহ সবগুলো সিনেমার জন্য খারাপ
অভিনেত্রীর পদক পান সোনাক্ষি।
সিক্যুয়ালের দিক থেকে সবচেয়ে খারাপের
তালিকায় নাম উঠে আসে সালমান খান অভিনীত ‘দাবাং ২’ সিনেমাটির। আর বিরক্তিকর
গান হিসেবে স্বীকৃতি পেয়েছে ‘রাউডি রাঠর’ সিনেমার ‘চিনতা তা চিতা চিতা’।
স্টুডেন্ট অফ দি ইয়ার’ সিনেমার ‘ইসক ওয়ালা লাভ’ গানটি লিখে সবচেয়ে খারাপ লিরিক্সের পদক পেয়েছেন অনভিতা দত্ত।
Post a Comment