ছেলেরা একটু অগোছালোই থাকে। কিন্তু মেয়েটিও যদি পাগল পাগল হয়, তবে দুজনের মিলন হবে কী করে?
আবোল-তাবোল, অগোছালো একটি ছেলের সঙ্গে এক পাগল পাগল মেয়ের সম্পর্ক- এমন কাহিনী নিয়েই সাঈফ চন্দন নির্মাণ করছেন `ছেলেটি আবোল-তাবোল মেয়েটি পাগল পাগল`। ছবিটির নাম ভূমিকায় অভিনয় রয়েছেন আরজু ও আইরিন।
গত ১৯ মার্চ ছবির শুটিং করতে গিয়ে আহত হন অভিনেত্রী আইরিন এবং পরিচালক সাঈফ চন্দন। এরপর বেশ কিছুদিন শুটিং বন্ধ থাকার পর আগামী ৫ ও ৬ এপ্রিল আবারও শুটিং শুরু হচ্ছে বলে জানিয়েছেন পরিচালক।
সাঈফ চন্দন বাংলানিউজকে বলেন, “আগামী ৫ ও ৬ এপ্রিল একটি গানের কিছু অংশ শুটসহ বেশ কিছু দৃশ্যধারণের কাজ শুরু করবো। সময় নিয়ে ভালোভাবে কাজটা শেষ করতে চাই।”
এবারের শুটিংয়ে ‘ছেলেটি জানে মেয়েটা পাগল পাগল’ শিরোনামের গানটির দৃশ্যধারণ করা হবে। গানটি গেয়েছেন বেলাল খান ও মোহনা। লিখেছেন সোমশ্বের অলি।
ঢাকার বিভিন্ন এলাকায় শুটিং শেষে এপ্রিলের শেষদিকে চট্রগামে ছবিটির শুটিং শুরু করবেন বলে জানান পরিচালক।
আবোল-তাবোল, অগোছালো একটি ছেলের সঙ্গে এক পাগল পাগল মেয়ের সম্পর্ক- এমন কাহিনী নিয়েই সাঈফ চন্দন নির্মাণ করছেন `ছেলেটি আবোল-তাবোল মেয়েটি পাগল পাগল`। ছবিটির নাম ভূমিকায় অভিনয় রয়েছেন আরজু ও আইরিন।
গত ১৯ মার্চ ছবির শুটিং করতে গিয়ে আহত হন অভিনেত্রী আইরিন এবং পরিচালক সাঈফ চন্দন। এরপর বেশ কিছুদিন শুটিং বন্ধ থাকার পর আগামী ৫ ও ৬ এপ্রিল আবারও শুটিং শুরু হচ্ছে বলে জানিয়েছেন পরিচালক।
সাঈফ চন্দন বাংলানিউজকে বলেন, “আগামী ৫ ও ৬ এপ্রিল একটি গানের কিছু অংশ শুটসহ বেশ কিছু দৃশ্যধারণের কাজ শুরু করবো। সময় নিয়ে ভালোভাবে কাজটা শেষ করতে চাই।”
এবারের শুটিংয়ে ‘ছেলেটি জানে মেয়েটা পাগল পাগল’ শিরোনামের গানটির দৃশ্যধারণ করা হবে। গানটি গেয়েছেন বেলাল খান ও মোহনা। লিখেছেন সোমশ্বের অলি।
ঢাকার বিভিন্ন এলাকায় শুটিং শেষে এপ্রিলের শেষদিকে চট্রগামে ছবিটির শুটিং শুরু করবেন বলে জানান পরিচালক।
Post a Comment