নিরুতি আর মুকাই ‘রূপগাওয়াল’ ছবির প্রাণই বলা চলে। নিরুতি
চরিত্রটি নিয়ে আমি সিমলাকে ঘিরে অনেক আশা করেছিলাম। কিন্তু সিমলা
চরিত্রটিতে গভীরভাবে প্রবেশ করতে পারেনি। তারপরও তিনি চেষ্টা করেছেন তা
ফুটিয়ে তুলতে। অন্যদিকে নিলয় মুকাই চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন।
রূপগাওয়াল ছবিতে ছবির প্রধান দুটি চরিত্রে সিমলা ও নিলয়ের অভিনয় সম্পর্কে
এমনই অভিব্যক্তি প্রকাশ করলেন ছবির পরিচালক হাবিবুর রহমান হাবিব। প্রায়
কোটি টাকায় নির্মিত শেকড় চলচ্চিত্র প্রযোজিত ‘রূপগাওয়াল’ ছবিটি সেন্সর
ছাড়পত্র লাভ করে গত ২৮শে মার্চ। আর এরপর থেকেই ছবির প্রযোজক দেবাশীষ রায়
ছবিটি মুক্তির জন্য প্রস্তুতি নেয়া শুরু করেন। সে অনুযায়ী আগামী ১৭ই মে মোট
৬২টি প্রেক্ষাগৃহে ‘রূপগাওয়াল’ ছবিটি মুক্তি পাবে। মূলত পরিচালক মানুষের
মানসিক সম্পর্ককে ঘিরে ছবির গল্প এগিয়ে নিয়ে গেছেন। ছবিটিতে এক এতিম ছেলের
চরিত্রে অভিনয় করেছেন সুপার হিরো নিলয়, যে কিনা একজন ফেরিওয়ালা। এতে তার
বিপরীতে আছেন সিমলা। ছবিটি প্রসঙ্গে নিলয় বলেন, খুব ভাল লাগছে এই ভেবে যে,
ছবিটি আগামী মাসেই মুক্তি পাবে। আরেকটি ভাল ছবি দর্শক দেখতে পাবেন। দর্শকের
প্রতি অনুরোধ, আপনারা হলে গিয়ে ছবিটি দেখবেন। সিমলা বলেন, ভাল গল্পের ছবি
এটি। আমি যথাসাধ্য চেষ্টা করেছি নিজের চরিত্র ফুটিয়ে তুলতে। বাকিটুকু দর্শক
বলবেন, ছবিটিতে আরও যারা অভিনয় করেছেন তারা হলেন চম্পা, মাসুম আজিজ,
দেবাশীষ রায়, আনোয়ার শাহী। আলী আকবর রূপু ও নূর পলাশের সংগীত পরিচালনায়
ছবিটিতে গান গেয়েছেন সাবিনা ইয়াসমিন, মমতাজ, রিংকু, সালমা ও পারভেজ। এদিকে
‘রূপগাওয়াল’ ছবির নায়ক নিলয় শেষ করেছেন সানিয়াত হোসেন পরিচালিত ‘অল্প অল্প
প্রেমের গল্প’ ছবির কাজ। শুটিং চলছে মোহাম্মদ আলী পারভেজের ‘প্রিয়তমা আমি
দাঁড়ি তুমি কমা’ ছবির। দুটি ছবিতে তার বিপরীতে আছেন শখ ও আইরিন। আর সিমলা
এরই মধ্যে শেষ করেছেন মাসুদ পথিক পরিচালিত ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’ ছবিটির
কাজ।
Post a Comment