
রূপ গাওয়াল তার চলচ্চিত্র জীবনের আরো একটি স্বপ্নের চলচ্চিত্র উল্লেখ করে সিমলা বলেন, ‘ম্যাডাম ফুলি, না বলো না, এবং জীবন সীমান্ত-এর পর আমার আরো বড় প্রত্যাশা তৈরি করছে রূপ গাওয়াল। এটি আমার জীবনের অন্যরকম একটি চলচ্চিত্র। অনেক বড় একটি স্বপ্ন দেখছি এটা নিয়ে। ছবির গল্প, চরিত্র, গান লোকেশন, নির্মাণ সব কিছুতেই ভালো হয়েছে বলে আমি মনে করছি।’
এ চলচ্চিত্রে সিমলা একটি পাহাড়ি মেয়ের চরিত্রে অভিনয় করেছেন। তিনি বলেন, ‘আমার বিশ্বাস ছবির এই চরিত্রের মাধ্যমে আমি আবার দর্শকদের মাঝে ফিরে আসব।’
আলী আকবর রূপু ও নূর পলাশের সঙ্গীত পরিচালনায় এ ছবিটিতে গান গেয়েছেন সাবিনা ইয়াসমিন, মমতাজ, রিংকু, সালমা ও পারভেজ।
শিকড় গল্পচিত্র প্রযোজিত এবং হাবিবুর রহমান হাবিব পরিচালিত রূপ গাওয়াল গত ২৮ মার্চ বিনা কর্তনে ছাড়পত্র পায়। চলচ্চিত্রটি ডিজিটাল প্রজেক্টরের মাধ্যমে দেশের অর্ধশত প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে প্রযোজনা সূত্রে জানা গেছে।
Post a Comment