ডাক্তারের চরিত্রে অভিনয় করলেন অভিনেত্রী জেনি। মহিদুল হক মহিমের রচনা
ও চিত্রনাট্যে টেলিফিল্মটি পরিচালনা করেছেন এস এম আরিফ। সম্প্রতিএ না
টেলিফিল্মটি ঢাকার বেশ কয়েকটি জায়গায় শুটিং হয়েছে।
নাটকের গল্প সম্পর্কে জানা গেছে, টিভি, পত্রিকার নেগেটিভ নিউজগুলো দিনারের মনে ব্যাপকভাবে ইফেক্ট করে। যে সব ঘটনার নেগেটিভ নিউজ তিনি দেখেন বা পড়েন তার বাস্তবায়ন ঘটে তার অবচেতন মনে। মাঝে মাঝে এসব ঘটনা তার কল্পনায় ঘটে আর সে প্রতিরোধ করার জন্য চিৎকার করে ওঠেন। পরে নিজে নিজেই তিনি বিব্রত হন। কিন্তু একদিন সত্যি সত্যি তার স্ত্রী জেনি কে ডাকাতরা হত্যা করে। দিনার কোনো প্রতিবাদ করে না। কারণ, সেভাবে এটা তার অবচেতন মনে ঘটছে।
এ সম্পর্কে জেনি বলেন, ‘প্রতিনিয়ত আমাদের চার পাশে নানা ধরনের অন্যায়-অপরাধ ঘটে চলেছে। এসব নেতিবাচক ঘটনায় আমাদের সমাজের অনেক মানুষ দিনে দিনে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছে। হারিয়ে ফেলছে আত্মবিশ্বাস। আর তা নিয়েই ফাইনাল ইফেক্ট। আশা করি টেলিফিল্মটি দর্শকদের ভালো লাগবে।’
জেনি ছাড়া এ টেলিফিল্মে আরো অভিনয় করেছেন ইফতেখার দিনার, তন্দ্রা, তানিয়া ইসলাম, তোহা, এ কে আজাদ, সিরাজুল ইসলাম, ওয়াফাসহ অনেকে।
নাটকের গল্প সম্পর্কে জানা গেছে, টিভি, পত্রিকার নেগেটিভ নিউজগুলো দিনারের মনে ব্যাপকভাবে ইফেক্ট করে। যে সব ঘটনার নেগেটিভ নিউজ তিনি দেখেন বা পড়েন তার বাস্তবায়ন ঘটে তার অবচেতন মনে। মাঝে মাঝে এসব ঘটনা তার কল্পনায় ঘটে আর সে প্রতিরোধ করার জন্য চিৎকার করে ওঠেন। পরে নিজে নিজেই তিনি বিব্রত হন। কিন্তু একদিন সত্যি সত্যি তার স্ত্রী জেনি কে ডাকাতরা হত্যা করে। দিনার কোনো প্রতিবাদ করে না। কারণ, সেভাবে এটা তার অবচেতন মনে ঘটছে।
এ সম্পর্কে জেনি বলেন, ‘প্রতিনিয়ত আমাদের চার পাশে নানা ধরনের অন্যায়-অপরাধ ঘটে চলেছে। এসব নেতিবাচক ঘটনায় আমাদের সমাজের অনেক মানুষ দিনে দিনে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছে। হারিয়ে ফেলছে আত্মবিশ্বাস। আর তা নিয়েই ফাইনাল ইফেক্ট। আশা করি টেলিফিল্মটি দর্শকদের ভালো লাগবে।’
জেনি ছাড়া এ টেলিফিল্মে আরো অভিনয় করেছেন ইফতেখার দিনার, তন্দ্রা, তানিয়া ইসলাম, তোহা, এ কে আজাদ, সিরাজুল ইসলাম, ওয়াফাসহ অনেকে।
Post a Comment