আনকাট সেন্সর ছাড়পত্র পেলো ‘পোড়ামন’

মুক্তির আগেই যেন শুভ সূচনা হলো জাকির হোসেন রাজুর ‘পোড়ামন’ ছবিটির। গত বৃহস্পতিবার ছবিটিকে আনকাট সেন্সর ছাড়পত্র দিয়েছে চলচ্চিত্র সেন্সর বোর্ড। সেইসঙ্গে চলচ্চিত্রের এমন মন্দা সময়ে এমন নিটোল, পরিচ্ছন্ন ছবি নির্মাণের জন্য ছবির নির্মাতা পক্ষকে সাধুবাদ জানান সেন্সর বোর্ডের সদস্যরা। এর মাধ্যমে পরপর তিনটি ছবিই বিনা কর্তনে ছাড়পত্র পেল চলচ্চিত্রের আলোচিত প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। ছাড়পত্র পাওয়ার পরপরই মুক্তির যাবতীয় প্রস্তুতি গ্রহণ করছে জাজ মাল্টিমিডিয়া। জানা গেছে, রাজনৈতিক পরিবেশ এবং আবহাওয়া অনুকূলে থাকলে আগামী ১৪ই জুনেই মুক্তি পাবে ‘পোড়ামন’।  ছবিটির মুক্তির আগে আরও একদফা আলোচনা বাড়াতে আজ বাজারে আসছে ‘পোড়ামন’-এর অডিও অ্যালবাম। জাজ মাল্টিমিডিয়ার ব্যানার থেকেই প্রকাশ পাচ্ছে অ্যালবামটি। ‘পোড়ামন’ ছবির বেশিরভাগ গান লিখেছেন এবং সুর করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল এবং শফিক তুহিন। পাশাপাশি সংগীত পরিচালনাও করেছেন শফিক তুহিন। দুটি গানের সংগীতায়োজনে ছিলেন মুশফিক লিটু এবং রাজিব। ছবির বিভিন্ন গানে কণ্ঠ দিয়েছেন ন্যান্সি, পুলক, খেয়া, মিমি এবং শফিক তুহিন। শুরু থেকেই ‘পোড়ামন’-এর গানগুলো ছিল আলোচনায়।  বান্দরবনের একটি বাস্তব ঘটনাকে নিয়ে এ ছবির কাহিনী লিখেছেন আবদুল্লাহ জহীর বাবু। এখানে প্রধান কয়েকটি চরিত্রে অভিনয় করেছেন সায়মন সাদিক, মাহিয়া মাহি, আনিসুর রহমান মিলন, আলীরাজ, বিপাশা (লাক্স তারকা), ডন, রতন, রেহেনা জলি, মনিরা মিঠু, গুলশান আরা এবং মিশা সওদাগর। ‘পোড়ামন’-এর ড্যান্স কোরিওগ্রাফিতে ছিলেন মাসুম বাবুল। সম্পাদনা করেছেন তৌহিদ হোসেন চৌধুরী এবং চিত্রগ্রহণ করেছেন শাহীন।
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. News-Media24 - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger