Featured Post Today
print this page
Latest Post
Showing posts with label malaika arora Item song. Show all posts
Showing posts with label malaika arora Item song. Show all posts

এক আইটেম গানে বিপাশা-মল্লিকা

ইতিমধ্যে বেশ কিছু আইটেম গানে পারফর্ম করেছেন বিপাশা বসু। যদিও সেই সব গানের মাধ্যমে আইটেম গার্ল হিসেবে তেমন জনপ্রিয়তা অর্জন করেননি তিনি। তবে অভিনয়-পারফর্মেন্স-গ্ল্যামার সব মিলিয়ে বর্তমান সময়ে অন্যতম দাপুটে অভিনেত্রীতে পরিণত হয়েছেন তিনি। এদিকে মল্লিকা সারাওয়াত ‘মাইয়া মাইয়া’ এবং ‘জালেবি বাই’সহ বেশ কিছু আইটেম গানে কাজ করে ভাল সফলতা অর্জন করেছেন। মূলত ‘মাইয়া মাইয়া’ গানটিতে পারফর্মের পরেই হলিউড থেকে ডাক আসে তার। বর্তমানে তিনি হলিউডে তার তিন নম্বর ছবির কাজ করছেন। এদিকে এর আগে বিপাশা বসু এবং মল্লিকা সারাওয়াত এক সঙ্গে কোন গানে পারফর্ম করেননি। এমনকি এক ছবিতেও খুব কমই অভিনয় করেছেন বলিউডের এই দুই হট গার্ল। এবার একটি আইটেম গানে একসঙ্গে নাচতে যাচ্ছেন বিপাশা ও মল্লিকা। ইতিমধ্যে বিষয়টি পাকাপাকি হয়েছে। বলিউডে প্রভুদেবার নতুন একটি ছবিতে একটি আইটেম গানে পারফর্ম করবেন বিপাশা ও মল্লিকা। তবে ছবির প্রধান নায়িকা হিসেবে দেখা যাবে বিপাশাকে। আর শুধু আইটেম গানে বিপাশার সঙ্গে পারফর্ম করবেন মল্লিকা। এই আইটেম গানটির রেকর্ডিং ইতিমধ্যে সম্পন্ন হয়েছে প্রীতমের সংগীত পরিচালনায়। গানটি গেয়েছেন সুনিধি চৌহান। গানটির কোরিওগ্রাফি করবেন প্রভুদেবা। গানটিতে পারফর্ম করার বিষয়টি খোদ জানিয়েছেন এই পরিচালক। এ বিষয়ে প্রভুদেবা বলেন, বিপাশা এবং মল্লিকা এর আগে একসঙ্গে কোন গানে কাজ করেননি। এরা দু’জনই আমার অনেক প্রিয় অভিনেত্রী। দু’জনই দারুণ ভাল নাচতে পারেন। তাছাড়া সেক্সসিম্বল তকমাটা তাদের সঙ্গে রয়েছে। তাই এই দু’জনকে দিয়ে একটি আইটেম গান করার পরিকল্পনা করেছি। ইতিমধ্যে দু’দিন আমি বিপাশা ও মল্লিকাকে নিয়ে গানটি রিহার্সেল করেছি। অনেক ভাল পারফর্ম তারা করেছেন। আশা করছি আরও দু’দিন রিহার্সেলের পরই গানটির শুটিংয়ের মধ্যে দিয়ে ছবির কাজ শুরু করবো। বিপাশা ও মল্লিকার একসঙ্গে পারফর্মের বিষয়টি দর্শকদের মধ্যে নতুন কৌতূহল তৈরি করবে বলেই আমার বিশ্বাস।
0 comments

আইটেম গানে নার্গিশ

এবার আইটেম গানের পারর্ফম করবেন বলিউডের নতুন গ্ল্যামার গার্ল খ্যাত নার্গিশ ফাখরিক। দ্যা রকস্টারদ খ্যাত এই অভিনেত্রী কোমর দোলাবেন দফাটা পোস্টার নিকলা হিরোদ সিনেমায়। এই সিনেমায় নায়কের ভূমিকায় অভিনয় করবেন শাহিদ কাপুর, নায়িকা এলিনা ডিক্রুজা। বলিউড পাড়ায় খবর রটেছে নার্গিশ আইটেম নম্বরটি করবেন বরফের ওপর। নার্গিশ এখন বলিউডে প্রতিশ্রুতিবান অভিনেত্রীদের তালিকায় উপরের দিকে আছেন। যশরাজ ফিল্মসের ছবির ব্যানারে তাকে অভিনয় করতে দেখা যাবে। তবে নার্গিশের পরবর্তী সিনেমার নাম দমাদ্রাজ ক্যাফেদ জন আব্রাহামের বিপরীতে।
0 comments

সিদ্ধান্ত বদলেছেন হানসিকা

হিমেশ রেশমিয়ার বিপরীতে ‘আপ কা সুরুর’ ছবিতে প্রথমবারের মতো নায়িকা হিসেবে অভিনয়ের মধ্য দিয়ে আলোচনায় আসেন হানসিকা মাতওয়ানি। শিশুশিল্পী হিসেবে এর আগে অনেক টিভি সিরিজ ও চলচ্চিত্রে অভিনয় করেছিলেন তিনি। কিন্তু ‘আপ কা সুরুর’র পর ভাগ্য আর তেমন সঙ্গ হয়নি হানসিকার। বলিউডে কাজ কমতে থাকে তার। এরপর দক্ষিণ ভারতের ছবিতে মনোযোগী হন তিনি। এখন দক্ষিণ ভারতের অত্যন্ত ব্যস্ত অভিনেত্রীতে পরিণত হয়েছেন হানসিকা। তবে এদিকে সম্প্রতি একটি কাণ্ড ঘটিয়ে ব্যাপক আলোচনায় এসেছেন তিনি। আর সেটি হলো একটি বিকিনি ফটোশুটে অংশ নিয়েছেন হানসিকা। বিষয়টি অবাক করার মতো হলেও সত্যি। বলিউড কিংবা দক্ষিণ ভারতের কোন ছবিতেই এখনও বিকিনি পরে ক্যামেরাবন্দি হননি তিনি। এবার হঠাৎ করে তার বিকিনি ফটোশুট তাই বেশ আলোচনার জন্ম দিয়েছে। নিজের এ বিকিনি শুটের কথা খোদ হানসিকা জানিয়েছেন তার টুইটার একাউইন্টের মাধ্যমে। জানা গেছে হানসিকা নিজের সিদ্ধান্ত বদল করেছেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী তিনি এখন থেকে মনঃপূত হলে বিকিনি পরে চলচ্চিত্রে অভিনয় করবেন। আর হানসিকা এই বিকিনি ফটোশুট করেছেন দক্ষিণ ভারতের একটি ছবির জন্যই। বিকিনিতে হানসিকার লুক কেমন লাগে সেটা যাচাইয়ের জন্যই শুটটি করা হয়েছে। নিজের এই শুট দেখে অবাক হয়েছেন স্বয়ং হানসিকা। কারণ, অনেক বেশি যৌন আবেদনময়ী মনে হচ্ছিল তাকে এই শুটের ছবিগুলোতে। দক্ষিণ ভারতের পরিচালক শ্রীকান্তের নতুন ছবিতেই হানসিকাকে দেখা যাবে বিকিনি পরা অবস্থায়।
0 comments

আইটেম গানে একসঙ্গে দুই বোন

বেশ দীর্ঘ সময় ধরে বলিউডে অনুপস্থিত রয়েছেন অমৃতা আরোরা। নিজের ইচ্ছাতেই বলিউডে কাজ কমিয়ে দিয়েছেন সেক্সসিম্বল এ অভিনেত্রী। বড় বোন মালাইকা আরোরার কথা অনুযায়ীই মূলত কাজ করে থাকেন অমৃতা। যে কোন বিষয়েই মালাইকার পরামর্শ নেন তিনি। বিয়ের পরও দু’বোনের মধ্যে এমন মিল বলিউডে তেমন একটা খুঁজে পাওয়া যায় না। এদিকে এই দু’জন ইতিমধ্যে একসঙ্গে একটি ছবিতে অভিনয় করেছেন। তবে এর পর থেকে আর একসঙ্গে পাওয়া যায়নি তাদের। সর্বশেষ মালাইকা পারফরম করেছেন ‘দাবাং-২’ এর ‘পান্ডে জি সিটি’ গানটিতে। এখানে সালমান, সোনাক্ষি ও মালাইকা পারফরম করেছিলেন একসঙ্গে। এদিকে ‘দাবাং-২’ ছবিটি স্বামী আরবাজ খানের সঙ্গে যৌথভাবে প্রযোজনাও করেন মালাইকা। তবে নতুন খবর হচ্ছে এবার একটি গানে একসঙ্গে পারফরম করতে যাচ্ছেন বলিউডের সেক্সসিম্বল এই দুই বোন। খুব শিগগিরই একটি আইটেম গানে পারফরম করতে যাচ্ছেন তারা। এর আগেও এ দু’জনকে নিয়ে অনেক পরিচালক আইটেম গান করার প্রস্তাব দিলেও সেগুলোর আয়োজন পছন্দ না হওয়ায় ফিরিয়ে দিয়েছেন মালাইকা ও অমৃতা। তবে এবার প্রিয়দর্শনের নতুন একটি কমেডি ছবির আইটেম গানে দেখা যাবে তাদের। ইতিমধ্যে বিষয়টি পাকাপাকি হয়েছে বলে জানিয়েছেন পরিচালক। এই আইটেম গানে পারফরম করার বিষয়টি মালাইকার কাছ থেকেও নিশ্চিত হওয়া গেছে। জানা গেছে ছোট ছোট ঘাঘরা চোলিতে এ আইটেম গানটিতে ক্যামেরাবন্দি হবেন তারা। দু’বোনকে নিয়ে আইটেম গান করা প্রসঙ্গে প্রিয়দর্শন বলেন, মালাইকা ও অমৃতাকে বলিউডের অন্যতম হট গার্ল হিসেবেই ধরা করা হয়। ইতিমধ্যে মালাইকা অনেক আইটেম গানে পারফরম করে আলোচিত হয়েছেন। পাশাপাশি অমৃতাও তার সেক্সসিম্বল ইমেজের জন্য সুপরিচিত। তাই আমার নতুন ছবির আইটেম গানে এ দু’জনকে নেয়ার পরিকল্পনা করি। গানের আয়োজনের বিষয়টি শোনার পর তারা দু’জনই রাজি হয়েছেন এটি করতে। আমার মনে হয় একসঙ্গে মালাইকা ও অমৃতার পারফরম করা এ গানটি দর্শকদের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি করবে।
0 comments
 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. News-Media24 - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger